The Diary Game 3: || 22/08/2021 - Simple day ||- 2% beneficiaries @bd-charity
Assalamualaikum guys.
I am writing my todays diary for diary game.
সকাল বেলা
https://w3w.co/blemishes.carbonate.seating
অভয়মিত্রির ঘাটে আড্ডারত সময়ে তুলা একটি ছবি
ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে চেক করা বহুদিনের একটি অভ্যাস।তাই আজকেও তার ব্যাতিক্রম হয়নি, চোখ খুলতেই বিছানায় হাতড়ে ফোনটা নিয়ে দেখি সাড়ে দশটা।মনে মনে ভাবলাম " হোয়াটস এ মিরাক্কেল!! না মানে,কোনো দিন এগারোটা,সাড়ে এগারোটা কিংবা একটা/দুইটার আগে কোনো ভাবেই ঘুম ভাঙ্গতে চায়না আর আজকে একেবারে সাড়ে দশটায় তাও কোনো কারণ ছাড়াই।উঠে একটু বারান্দায় গিয়ে দাড়ালাম মিনিট দশেক।এরপর ফ্রেস হলাম, এরপর নাস্তা দিলো পরটা,ডিমভাজি,চা।খেয়ে উঠে একটু অনলাইনে বসলাম।একটু কাজ করার মন নিয়েই বসা।
দুপুর বেলা
https://w3w.co/fatherly.isolating.keys
বারান্দার একটা গাছের চারা
কাজ করতে করতেই শুনি জোহর ওয়াক্তের আজান দিচ্ছে।তাই কাজ শেষ না হওয়া সত্ত্বেও লেপটপ রেখে দিলাম। কারণ অনেকক্ষণ বিছানায় বসে লেপটপ চালাচ্ছিলাম তাই ঘাড় একেবারেই ব্যথা হয়ে গেলো।তাই একটু উঠে ঘরে হাটলাম।এরপর ভাগিনা এসে বললো সে নাকি ওয়ানপ্লাস মোবাইল কিনবে তাই একটু ওকে নিয়ে বের হলাম।সানমার ওশান সিটি গেলাম,ফোন কিনলাম।এরপর সানমার ওশান সিটির টপ ফ্লোরে গেলাম কারণ টপ ফ্লোরটাতে সব ফুড কোর্ট।অনেকক্ষণ ঘুরে ঘুরে মেনু দেখলাম।তেমন কোনোটাই মনে ধরে নি তাই নিচে নেমে সিএনজি নিলাম।দুইজনে গেলাম সুলতানস ডাইনে,যাওয়ার পর তো আরেক ঝামেলা।ওইখানে নাকি আগে নাম এন্ট্রি করাতে হয় কারণ কাস্টমার বেশি।যাই হোক,বেশি দেরি লাগলোনা। পাঁচ মিনিটেই একটা ওয়াটার নাম ধরে ডেকে টেবিল দেখিয়ে দিলো।তো বসলাম, খাবার অর্ডার দিলাম। তাড়াতাড়িই আসলো খাবার। এরপর খেলাম।খেয়ে বাসায় চলে আসলাম।
বিকেল বেলা
https://w3w.co/miracles.printing.variation
চট্টগ্রামের নেভাল এ তুলা একটি ছবি
এরপর বাসায় এসে গোসল করলাম।তারপর একটু শুয়ে রেস্ট নিলাম কারণ একটু ঘাড় ব্যথা করছে। এরপর এক বন্ধু ফোন করে বললো নেভাল যাবে নাকি।তাই রেডি হয়ে নিচে গেলাম, গাড়িতে বসলাম।সবাই মিলে গেলাম নেভালে। চট্টগ্রামের মধ্যে এই জায়গাটা আমার খুব প্রিয়।অনেকক্ষণ আড্ডা দিলাম, আমরা প্রায় সাতজন ছিলাম।এরপর এক বন্ধু কোথা থেকে জানি অনেকগুলো সিঙ্গাড়া নিয়ে আসলো।প্রায় ২১/২২ টার মতো ছিলো।সবাই মিলে খেলাম।এরপর প্রায় মাগরিবের আজানের সময় সবাই বাসার পথে রওনা দিলাম।
রাতের বেলা
https://w3w.co/blemishes.carbonate.seating
সমুদ্রের উপরে একটা ঝুলন্ত ব্রিজ
বাসায় এসে ফ্রেস হলাম।এরপর আপুর সাথে কিছুক্ষণ গল্প করতে বসলাম।এরপর আপু আর আম্মু ফোন দিলো।গ্রুপ করে অনেকক্ষণ কথা বললাম।এরপর আপু রাতে টেবিলে খাবার দিলো, তাই সবাই একসাথে খাবার খেয়ে একটু টিভির সামনে বসলাম।ভালো কিছুই পেলাম না দেখার মতো।তাই উঠে গিয়ে বিছানায় গয়ে বসলাম।এরপর ফোন নিয়ে টিপাটিপি করতে করতেই ঘুমিয়ে গেলাম।
এভাবেই শেষ হলো আমার দিনটা। বিশেষ একটা নতুনত্ব নেই। এই চলছে জীবন, চলছি আমি।ভালো থাকবেন সবাই,সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।
আশা করি পোস্টটি সবার খুবই ভালো লাগবে।
ধন্যাবাদান্তে @sahadathossen
ভাই প্রথম ছবি টা কি বিদেশে তোলা না মানে আপনার পিছনের জায়গাটা সুন্দর? 😪বাকি ছবি গুলো অসাধারন
Na bidesh e na,amader Chittagong e.. Neval,ovoymitro gat,kumira gat, aro bohut jaiga ache,sob khanei emon sagor pare,majkhane jahaj dariye thake emon.
😮😮😮😮😮
Valo likhecen......Photography gula sotti oenk valo cilo👌
ধন্যবাদ
দারুন হয়েছে পোস্টটি 💖💖
ধন্যবাদ