The Diary Game 3: || 20/09/2021 - Simple day ||- 2% beneficiaries @bd-charity

in Steem Bangladesh3 years ago

Assalamu Alaikum everyone. How are you all?I hope everyone is well. I am also well.


আমি আমার ডায়রি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশা করি ভালো লাগবে সবার


IMG_20210918_155652.jpg

রেনডম ফটোগ্রাফী করছিলাম


সকাল


সকাল বেলা ঘুম থেকে উঠলাম ভোর ছয়টায়। এতো তাড়াতাড়ি উঠার কারণ কুমিল্লা যাবো।আব্বু যেই জমিটা কিনতেছে ওইটা নিয়েই বারবার কুমিল্লা যেতে হচ্ছে। তো আজকে যাবো আপু,ভাইয়া,ভাগিনা আর আমি। ভাইয়াই ড্রাইভ করবে আজকে। তো আমি রেডি হই নিচে নেমে গাড়িটা পার্কিং থেকে রাস্তায় বের করলাম। এরপর সবাই বসলাম গাড়িতে এরপর ভাইয়া চালানো শুরু করলো।
প্রায় দশটায় ই পৌঁছায় গেলাম কুমিল্লা।এরপর সবার সাথে কথা,নাস্তা ইত্যাদি চললো।


দুপুর


দুপুরের দিকে গোসল করে ড্রয়িং রুমে বসলাম।বড় জামাই আসছে তাই আম্মু রান্না করতে করতে আর আইটেম বাড়াতে বাড়াতে টেবিল পুরাই ফেলছে। ভাইয়ার পছন্দ হাঁসের মাংস তাই অনেক বেশি করে হাঁসের মাংস রান্না করছে।সবাই মিলে বসে অনেক মজা করে কথা বলতে বলতে খেলাম।এরপর মিষ্টি,রসমালাই খাইলাম।


বিকাল


বিকালে মেঝো ভাইয়ার বাইক নিয়ে বাইর হইলাম কাজে। এখানে ওইখানে দৌড়াদৌড়ি করতে করতেই প্রায় বিকাল শেষ হই গেছে। এরপর আসলাম আবার বাসায়।


রাত


রাতের সেইম চললো দুপুরের মতো।এলাহী কান্ড ভাতের টেবিলে। তো বসলাম,সবাই অনেক গল্প করতে করতেই খেলাম।এরপর অনেক রাত পর্যন্ত সবাই গল্প করে পরে যে যার যার মতো ঘুমিয়ে গেলাম।


এইতো শেষ দিন।দিন কেটে গেলো,এভাবেই কাটে আমার বেশিরভাগ দিন তবে আজকের দিন ভালোই কাটছে ।আমিও এভাবেই থাকি, এইতো আর কি। তাহলে আজকের জন্য যাই,সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

ধন্যবাদান্তে, @sahadathossen


Sort:  
 3 years ago 

অনেক সুন্দর ছিল আপনার মুহূর্তোটি।

ধন্যবাদ

 3 years ago 

sundor ekti din chilo..

ধন্যবাদ

 3 years ago 

ভালো লিখেছেন ভাই

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 94692.02
ETH 3236.92
USDT 1.00
SBD 3.29