Steem Bangladesh Contest || Sports :- "GOLF" || 06/06/2021 ||

in Steem Bangladesh3 years ago

  • Hello,Assalamualaikum.


  • সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে।পোস্টটির বিষয় হলো " Sports "।

আজকে আমি যে খেলা নিয়ে লিখবো তা হলো, " GOLF ".


source


কেনো আমি " Golf " নিয়ে লিখছি!


  • আমি " Golf " নিয়ে লিখছি কারণ আমাদের মাঝে অন্যান্য খেলার চল থাকলেও এ খেলার চল বা জ্ঞান খুব একটা নেই।আর মানুষজাতির খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হলো, নতুন কিছু শিখা।আশা করি সবার এ বিষয়টি ভালো লাগবে।

" Golf " খেলা কী?


source


  • " Golf " খেলা হলো মূলত একটি ক্লাব ও বলের খেলা।এই খেলাতে প্লেয়াররা মাঠে গর্ত করে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি ক্লাবের সাহায্যে বল কে হিট করে এবং ওই গর্তে ঢুকানোর চেষ্টা করে।

  • গলফ এর খেলোয়াড়দের বলা হয় গলফার।


" Golf " খেলাটির উৎপত্তি


source


  • এই খেলার উৎপত্তি নিয়ে নানান তর্ক আছে।এক ঐতিহাসিক বলেন, এটি প্রাচীন রোমান খেলা পাগানিকা।ওই খেলায় ১টি বাঁকানো লাঠি দিয়ে চামড়ার বলকে মারতো।ওইখান উৎপত্তি।

  • আবার অনেকে বলেন,চীনের "চুইওয়ান" খেলা থেকে গলফ খেলার উৎপত্তি।

  • প্রায় মধ্যযুগে এই খেলা ইউরোপে আসে।আবার, ইংল্যান্ডের ক্যাম্বুকা ও ফ্রান্সের ক্যাম্বট খেলার সাথেও গলফ খেলার মিল রয়েছে।

  • এরপরে, পারস্যের" চুঘান "খেলা থেকেও গলফ খেলার উৎপত্তি এমনটাই মনে করেন অনেকে।আবার, হল্যান্ডের লোনেনে যখন ৫ম ফ্লোরিসের খুনিরা ধরা পড়তো তখন তারা ১টি বাঁকা লাঠি দিয়ে বল মেরে দিনটি মনে রাখতো,যার নাম ছিলো ' কোলভেন '।তখন সময় ১২৯৭ সাল।

  • তবে সর্বস্বীকৃত মত হলো, দ্বাদশ শতাব্দীতে স্কটল্যান্ড এ এই খেলার উৎপত্তি।ওইখানে সেন্ট এন্ডরূজের পুরনো মাঠে রাখালরা খরগোশের গর্তে লাঠি দিয়ে মেরে ঢোকাতো।


" Golf " খেলার কোর্স বা মাঠ


source


  • ১ম দিকে মাঠে ঘাস থাকতোনা কিন্তু এখন সব গলফ কোর্স এই ঘাস থাকে।

  • এই খেলায় মাঠ তৈরি ৯টি থেকে ১৮টি গর্ত ও টি-এলাকা নিয়ে।এসবের মাঝে মাঝে ভালপথ,জঙ্গল বিভিন্ন প্রতিবন্ধকতা বা পতাকা দন্ড থাকে গর্তের চারপাশে।

  • মাঠের ঘাসের উচ্চতা খেলোয়াড়দের দক্ষতার পরীক্ষা করে।টি এলাকা থেকে অনেক সময় গর্ত দেখা যায় কিন্তু অনেক সময় নকশা এমন ভাবে করা হয় যেনো কুকুরের হাটুঁর মতোন হয়।


" Golf " খেলার নিয়ম-কানুন


source


  • ১মঃ কোর্স এ ১৮ টি গর্ত থাকতে হবে। ৯টি গর্ত ও থাকলেও হবে কিন্তু তাতে ২বার খেলতে হয়।

  • ২য়ঃ খেলোয়াড়ের সংখ্যার কোনো ধরাবাধা নিয়ম নেই।

  • ৩য়ঃ খেলা শুরুর নিয়ম হলো, কোর্সে একটা গর্তের জন্য টি এলাকা থেকে গলফ দন্ড দিয়ে বল মারা।

  • ৪র্থঃ বল দূরে মারতে হলে বল টি- এর উপর রাখা হয়।
    টি না থাকলে কোর্সের ঘাস বা ধুলো জড়ো করে বলকে উঁচু করা হয়।

  • ৫মঃ বলটি গর্তে ফেলার জন্য বলটি মারার পর যতবার থামবে ততবার দন্ডের সাহায্যে বল মারা যাবে।এই বল মারার বিভিন্ন ধরণ আছে।যেমনঃ এপ্রোচ, পিচ বা চিপ বা লে-আপ।

  • ৬ষ্ঠঃ প্লেয়াররা হেটেঁ বা গাড়িতে মাঠে চলাচল করতে পারে।

  • ৭মঃ খেলার মাঠে খেলোয়াড় ছাড়াও ক্যাডিও থাকতে পারে।

  • ৮মঃ এই খেলায় পেনাল্টি দেওয়া হয়।পেনাল্টির মানে হলো, প্লেয়ারের বল মারার সংখ্যা ১ বাড়িয়ে বাড়াই দেওয়া।

  • \ পেনাল্টির নিয়মঃ⤵️

  • ১…বল মাঠের বাইরে পাঠিয়ে দিলে - ১বার

  • ২…খেলোয়াড়দের সরঞ্জাম বা আলগা ঘাস সরাতে গিয়ে বল সরে গেলে - ১ বার

  • ৩…অন্য গলফারের বল মারলে - ২ বার

  • ৪…ভুল বল মারলে - ১ বার

  • ৯মঃ অসৎ ভাবে খেললে খেলা থেকে বহিষ্কার করে দেওয়া হয়।


" Golf " খেলার বাহ্যিক কিছু নিয়ম-কানুন


source


  • এই খেলার সরকারী বিধি বইয়ের পিছনে লিখা,

  • " বলটি যেভাবে পড়ে থাকে ওইভাবে খেলো,কোর্সকে যেভাবে পেয়েছ ওইভাবে খেলো কিন্তু তুমি তা না করতে পারলেও ন্যায়বিচার করো "।

  • অপেশাদার খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিতে পারেনা।

  • পেশাদার খেলোয়াড়রানটাকার জন্য খেলতে পারেন।

  • গলফারদের জন্য ' গলফ শিষ্টাচার ' নামক একটা নির্দেশিকা আছে।এই নির্দেশিকায় খেলার গতি,সুরক্ষা, ন্যায্যতা,কোর্সের যত্ন,খেলোয়াড়দের বাধ্যবাধকতা সবই সুন্দরভাবে বর্ণনা করা আছে।

  • শিষ্টাচারের নিয়ম ভাঙলে কোনো জরিমানা নেই কিন্তু খেলোয়াড়রা তাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য এসব মেনে চলে।


" Golf " খেলার সরঞ্জাম


  • ১। বল
  • ২। দন্ড- ড্রাইভার(বড় দন্ড), উড(ছোট দন্ড), খুব ছোট দন্ড(আয়রন), হাইব্রিড(উড ও আয়রনের বৈশিষ্টের মিলিত দন্ড), পাটার(সবুজ অঞ্চলের জন্য)
  • ৩। টি
  • ৪। জুতা
  • ৫। ব্যাগ
  • ৬।কার্টে

" Golf " খেলার সময় শরীরের কৌশল


source


  • ডানহাতি হলে ডানদিকে হয়ে আর বামহাতি হলে বামদিক ফিরে খেলতে হবে,এমনভাবে দাড়াতে হবে যেনো শরীর ও দন্ড লক্ষ্যরেখার সমান্তরালে থাকে।

  • পা থাকতে হবে কাঁধের সমান দূরত্বে ফাক থাকতে হবে(মাঝারি আয়রন বা পাটার ব্যবহার করলে)
    আর,
    ছোট আয়রন ব্যবহার করলে পায়ের ফাঁক কম থাকতে হবে।

  • গর্তের দূরত্বের উপর নির্ভর করবে গল্ফ দন্ড কিভাবে ধরতে হবে বা কত জোরে মারবে।


" Golf " খেলার জনপ্রিয়তা


source


  • গলফ ডাইজেস্ট ২০০৫ সালে গণনা করে যে গলফ বেশি খেলা হয়, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া,স্কটল্যান্ড, আয়ারল্যান্ড,কানাডা, মার্কিনযুক্তরাষ্ট্র, ওয়েলস,ইংল্যান্ড, সুইডেনে।

  • চীনে ১৯৮৪ সালে গলফ কোর্স চালু হয়েছিলো আর ২০০৯ সালের দিকে কোর্সের সংক্যা ৩গুণ বেড়েছে।

  • কোর্স সংখ্যাঃ

  • আমেরিকা - ১৫৩৭২ টি

  • কানাডা - ২৩৬৩

  • জাপান - ২৩৮৩

  • ইংল্যান্ড - ২০৮৪

  • অস্ট্রেলিয়া - ১৬২৮

  • ফ্রান্স - ৬৪৮

  • জার্মানি - ৭৪৭

  • আফ্রিকা - ৫১২

  • স্কটল্যান্ড - ৫৫২

  • চীন - ৪৭৩

  • আয়ারল্যান্ড - ৪৭২

  • স্পেন - ৪৩৭

  • ইতালি - ২৮৫

  • ভারত - ২৭০

  • বিশ্বের বাকি সব - ৪১১০ টি সহ,

  • আরো অনেক।

  • মোটঃ ৩৪,০১১ টি।


"Golf "খেলা আন্তর্জাতিক ইভেন্টে


source


  • এশিয়ান গেমসে, কার্টিস কাপ,আন্তর্জাতিক ক্রাউন,ইউরোশিয়া কাপ,অলিম্পিক,সামার অলিম্পিক,প্যান আমেরিকা গেমস আরো অনেক গুলো আন্তজার্তিক ইভেন্টে গলফ খেলাটি খেলা হয়।

  • আজকের জন্য এতুটুকুই,ধন্যবাদ।
Sort:  
 3 years ago 

অসাধারণ পোস্ট তৈরি করেছেন ভাই।

ধন্যবাদ ভাই ♥♥

সুন্দর পোস্ট করেছেন।অনেককিছু জানলাম।

ধন্যবাদ ♥

 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন খেলাটি সম্পর্কে। অনেক ধন্যবাদ এই ধরনের পোস্ট করার জন্য💘

ধন্যবাদ ♥

 3 years ago 

সুন্দর লিখেছেন ভাই। অনেক কিছু অজানা ছিল Golf সম্পর্কে । অনেক কিছু শিখলাম আপনার থেকে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ♥

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Thanks

choto bela theke eta pochodo kortam but kkhono khelte pari nai😑😑 apnar post ta sundor hoiche

ধন্যবাদ ♥

 3 years ago 

Dear @sahadathossen this is great one💗
Carry on bro👍
Best wishes for you 🥀

thanks bro

 3 years ago 

Welcome bro 🥀

Welcome ♥

 3 years ago 

ভিন্নধর্মী স্পোর্টস হিসেবে বেশ ভালো একটি ওভারভিউ দিয়েছেন গলফ সম্পর্কে

Thanks

সুন্দর review করেন ভাই।

thanks

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68859.62
ETH 2444.01
USDT 1.00
SBD 2.34