Steem Bangladesh Contest || Game Review :-Tetris ||

in Steem Bangladesh3 years ago

আজকের স্টিম বাংলাদেশের এর কনটেস্ট এর জন্য যে পোস্ট সিলেক্ট করা হয়েছে তা হলো গেইম রিভিউ।

তো আজ আমি একটি গেইম রিভিউ করছি।



গেইমটির ভিত্তিমূলক তথ্যগুলো হলোঃ-

source


  • গেমসটির ডেপলোপার: ভ্লাডিমির পখিলকো
    এলেক্সিয়া পাজিতনভ

  • গেমসটির ডিজাইনার: এলেক্সিয়া পাজিতনভ

  • গেমসটি মুক্তি পেয়েছে: আইবিএম পিসি,
    ইউনিয়ন অফ সোভিয়েত
    স্যোশিয়ালিস্ট রিপাবলিক্স : ১৯৮৪
    ইউরোপ : ১৯৮৭ এর নভেম্বরে
    উত্তর আমেরিকা :১৯৮৮ র ১ম মাসে

                                    ইলেকট্রোনিকা ৬০,
                                    ইউনিয়ন অফ সোভিয়েত 
                               স্যোশিয়ালিস্ট রিপাবলিক্স: ১৯৮৪ সালে
    
  • গেমসটির মোডগুলি হলো: একক প্লেয়ার ও মালিপ্লেয়ার

  • গেমসটির প্রকার: পাজেল এবং টাইল-ম্যাচিং

  • গেমসটির প্লাটফর্ম : টেট্রিস এর বিভিন্ন রূপের লিস্ট



Tetris games টি কি?

source


  • Tetris গেমসটি হলো মূলত,এই খেলাতে একই রঙ এর টাইম অর্থাৎ একই রঙের চার কোণাকৃতি ঘর মেলাতে হয়।তা হতে পারে পাশাপাশি বা উপরে-নিচে।

Tetris games টি তৈরির ঃ-

source


  • আলেক্সি পাজিটনভ নামে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ১৯৭৯ সালের দিকে সোভিয়েত একাডেমি অফ সায়েন্সের কম্পিউটার সেন্টারে বক্তৃতা স্বীকৃতি গবেষক হিসেবে যোগদান করেছিলো।তাকে হার্ডওয়্যার গুলোর সক্ষমতা পরীক্ষা করতে দেওয়া হয়েছিলো তখন আর উচ্চ আঙ্ক্ষাটি ছিলো মানুষকে খুশি করতে কম্পিউটারের ব্যবহার বাড়ানো তাই তিনি কম্পিটারের খেলা যাবে এমন অনেক গুলো ধাধা জাতীয় খেলা তৈরি করেছিলো।

  • সময়টা যখন ১৯৮৪ তখন পাজিটনভ চিন্তা করতেন এমন একটা কম্পিউটার গেমস বানানোর যেটাতে এলোমেলোভাবে টুকরা থাকবে এবং খেলোয়াড় রা তা সাজাবে।তবে এতে তিনি উপলব্ধি করলেন এমন হলে ১২ টির ও বেশি জটিলতার সৃষ্টি হবে তাই তিনি এগুলোকে চারকোণা বানানোর সিদ্ধান্ত নিলেন।
    আর এ গেম টির নাম দিলেন টেট্রিস।টেট্রার মানে হলো "চার" আর তার প্রিয় খেলা ছিলো "টেনিস খেলা" তাই পাজিটনভ এই গেম এর নাম "টেট্রিস" ই রাখলেন।

  • তখন ইলেকট্রোনিকা ৬০ এর কোনো গ্রাফিকাল ইন্টারফেস ছিলোনা তাই তিনি কি করলেন,স্পেস আর ব্রেকেটের মাধ্যমে মাঠ আর কিছু টুকরার মডেল বানালো।কিন্তু তিনি দেখলেন যে ফিনিশ লাইন গুলো স্ক্রিন এর জায়গা দ্রুত শেষ করে ফেলছে।তাই তিনি সেসব বাদ দিলেন। এই সংস্করণ এ কোনো স্কোরিং ছিলোনা।


Tetris এর সংস্করণ ঃ-

source


  • টেট্রিস গেমটি গিনেস বুক অফ ওয়ার্ল্ডেও স্বীকৃতি পেয়েছিলো।যার কারণ হলো,এই গেমস ইতিহাসের রবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ ভিডিও গেম এবং এই গেমসটি ৬৫ টি বিভিন্ন প্লাটফর্মে প্রকাশ পেয়েছিলো।

  • ২০০০ সালের দিকে এই গেমের ইন্টারনেট সংস্করণে বিকাশ হয়।আইবিএম পিসির আপডেট মূল আপডেট থেকেও বেশি বিকশিত হয়। যেখানে ছিলো গ্রাফিকাল ইন্টারফেস,কালারিং ইন্টারফেস,টেট্রামিনোজের চলমান সংখ্যার পরিসংখ্যান ইত্যাদি এবং নিয়ন্ত্রণ গুলোর জন্য গাইড ও ছিলো।


Tetris গেমসটির সামান্য কিছু সমস্যা ঃ-


  • টেট্রিস গেমস এ গণনার জটিলটা সৃষ্টি হয়।যেমনঃচারটা সারি একসাথে পরিষ্কার করার সংখ্যা বাড়ানো,সিকুয়েন্স এর কোর্স ধরে সবচেয়ে বেশি ভরাটকৃত গ্রিড গ্রিড স্কোরের উচ্চতা বাড়ানো।

Tetris নিয়ে আইনী জটিলতাঃ-

source


  • Tetris নিয়ে পাজিটনভ কে বিভিন্ন আইনি সমস্যায় পরতে হয়েছিলো।কারণ প্রথমদিকে নিন্টেন্ডো টেট্রিসের প্রতি আকৃষ্ট হয়েছিলো কিন্তু গেম ডিজাইনার রজার্স গেম বয়ের জন্য টেট্রিসের অধিকার পেতে চেয়েছিলেন।তাই তিনি নিন্টেডোকে অবৈধ প্রকাশনার জন্য অভিযুক্ত করে আটরী গেমসের মাধ্যমে অধিকার অর্জন করেছে বলে স্টেইনের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে।

  • এভাবে টেট্রিস আরো অসংখ্য আইনি জটিলতার মধ্য শেষ পর্যন্ত প্রকাশিত হয়।


Tetris গেমসটির বাণিজ্যিক সাফল্যঃ-

source


  • টেট্রিস গেম টি যেহেতু অনেকগুলো আইনি জটিলতার পরেও প্রকাশ পেয়েছে সেহেতু লাইসেন্সের আইনি ইতিহাসের মাধ্যমে পাজিটনভ পশ্চিমে জনপ্রিয়তা লাভ করে।

  • টেট্রিস প্রকাশের পর পাজিটনভ কে সাংবাদিক এবং প্রকাশকরা নিয়মিতই আমন্ত্রণ করতো যার মাধ্যমে তিনি দেখেছিলেন তার গেমটি কয়েক মিলিয়ন কপি বিক্রি হয়ে গেছে যার থেকে তিনি কোনো অর্থ নেয়নি।

  • ২০১০ সালের জানুয়ারির হিসাব মতে, ১০০ কোটির ও বেশি কপি বিক্রি হয়েছিলো। এটিকে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেম ফ্রাঞ্জাইজিগুলির মধ্যে একটি বলেছে।

  • ২০১১ সালের শেষ দিকে দেখা যায়,এই গেমস ১৩২ মিলিয়ন মোবাইল ফোনে ডাউনলোড হয়েছে।


Tetris গেমটি উপকারী গেমস হিসেবে পরিচিতির কারণঃ-

source


  • ডাক্তার রিচার্ড হাইপার গবেষণার পর জানান যে এই খেলাটির ক্রিয়াকলাপ মস্তিষ্কের উপর এক প্রকার চাপ প্রয়োগ করে যার ফলে দক্ষতা বৃদ্ধি পায়।

  • গবেষকরা আরো বের করেন যে, খেলোয়াড়রা খেলাটি না খেললেও খেলাটি মস্তিষ্কে অনিচ্ছাকৃত ভাবে খেলাটির সংমিশ্রণের একটি চিত্র তৈরি করতে পারে।

  • এই খেলাটি স্ট্রেস ডিসওর্ডারের রোগীদেরও সাহায্য করে থাকে।

  • ১৯৯১ সালের দিকে পিসি ফর্ম্যাট এই খেলাকে ৫০ টির মধ্যে সেরা কম্পিউটার গেম গুলোর একটি বলেছেন ও সম্পাদকরা একে "অবিশ্বাস্যভাবে আস্বক্তিযুক্ত"! ও "সর্বকালের সেরা খেলার মধ্যে একটি" বলেছেন।

  • ২০১৭ সালের দিকে কিছু ব্যাক্তি ট্রাফিক দুর্ঘটনার পর যখন ডাক্তারের জন্য অপেক্ষা করছিলো তখন টেট্রিস এবং টেট্রিসের মতো গেমস গুলো খেলছিলো, এতে ডাক্তাররা দেখতে পায় এর পরের সপ্তাহে তাদের অনুপ্রবেশমূলক স্মৃতি কম ছিলো।


Tetris খেলার নিয়মঃ-

source


  • এই খেলায় স্ক্রিনে একটি মাঠ থাকে,"টেট্রিমিনোস" নামক বিভিন্ন জ্যামিতিক টুকরা মাঠের উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকে।

  • এই সময় খেলোয়াড়রা টুকরো গুলোকে ডানে বামে সরাতে পারে।কিন্তু এই টুকরো গুলো উপর থেকে পড়ার গতি কমাতে বাড়াতে পারেনা বা নিচ থেকে উপরে উঠাতে পারেনা।

  • যখন টুকরো গুলো দ্বারা একটা লাইন ফিলাপ হয়ে যায় তখন লাইনটি অদৃশ্য হয়ে যায়। এর ফলে পয়েন্ট ও বাড়ে।

  • বেশিরভাগ আপডেটে দেখা যায় টুকরো গুলো পড়ার গতি বৃদ্ধি হতে থাকে।

  • খেলাটি এভাবেই চলতে থাকে।শেষ হয়না তবে খেলার লেভেল বাড়তে থাকে না হারা পর্যন্ত।


Tetris নিয়ে ফিল্মঃ-


  • এই খেলার শিরোনামের একটা সিনেমাতে তারন ইজারটেনক রজার্সের চরিত্রে অভিনয় করবে ও শেষের দিকে এই খেলাটি ঘিরে আইনী লড়াইয়ের কথা হবে।

Tetris এর পাওয়া পুরষ্কারঃ-


  • এই গেমস Zzap!64 প্রকাশনা থেকে গোল্ড মেডেল পায়।

  • সিনক্লেয়ার ইউজার প্রকাশনা থেকে এসইউ ক্লাসিক পুরষ্কার পায়।


Tetris নিয়ে আমার একান্ত ব্যাক্তিগত মতামতঃ-

source


  • আমি ক্লাশ ১০ থেকে টেট্রিস গেইম খেলি।কেনো জানিনা তখন থেকে আমার এই গেমসটি খুব ভালো লাগে।

  • ক্লাশ ১০ এ আমার বাবা আমাকে প্রথম কম্পিউটার কিনে দেয়।তখন থেকে আমি এই গেইম খেলি।কারণ এই গেমস খেললে কখনো বোরিং ফিলিংস হয়না এবং যেহেতু এই গেমস খেলতে একটি মেধা খাটাতে হয় তাই মস্তিষ্কের বিকাশ ও ভালো হয়।

  • আজকের জন্য এতুটুকুই।আশা করি কম-বেশি সবাই এই খেলাটির সাথে পরিচিত এবং খেলেছেন।


  • আজকের জন্য এতুটুকুই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



The End



Sort:  
 3 years ago 

আপনার গেম রিভিউ পোস্টটি খুবই সুন্দর হয়েছে ভাই

ধন্যবাদ ভাই ♥

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61276.74
ETH 2421.33
USDT 1.00
SBD 2.63