Steem Bangladesh Contest - Movie review|| movie name: The Sixth Sense by@safi01 || Beneficiaries: 2 set

in Steem Bangladesh3 years ago

আসসালামু-আলাইকুম

আশা করি সবাই ভাল আছেন!

@steem-bangladesh কে ধন্যবাদ এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
আজ আমি আমার প্রিয় একটি সিনেমার বিবরণ সবার সাথে শেয়ার করবো। আশা করি সবাই এটি পছন্দ করবে।
আজ আপনি সেরা একটি সিনেমা সম্পর্কে জানতে যাচ্ছেন।
চলুন তাহলে শুরু করা যাক।

মুভি রিভিউ কাকে বলেঃ

  • মুভি রিভিউ হলো একটি সম্পুর্ন মুভির বিবরণ সংক্ষিপ্ত আকারে মানুষকে বুঝিয়ে দেওয়া যেন সে মুভিটির রিভিউ পড়ে মুভিটি দেখার আগ্রহ প্রকাশ করে।
    অর্থাৎ,
    অল্প কিছু কথায় সম্পুর্ন সিনেমার বিবরন মানুষের মাঝে বুঝিয়ে দেওয়া এবং মুভি দেখার আগ্রহ সৃষ্টি করানোকে মুভি রিভিউ বলে৷

Screenshot_20210616-154421_1.png
Screenshot of my phone

❤️The Sixth Sense❤️

🎬 মুভির নামঃ The Sixth Sense

🌏মুভির ধরনঃ হরর, থ্রিলার, সাইকোলজিকাল থ্রিলার, রহস্য

📆মুভির মুক্তিকালঃ ১৯৯৯

🕑 মুভির সময়ঃ ১০৭ মিনিট

⏩ আই এম ডি বিঃ ৮.১/১০

🤓গল্পঃ Bruce Wills(as Malcolm), Haley Joel Osment(as Cole)

🤠পরিচালকঃ M. Night Shyamala

🎆মুভি বাজেটঃ ৪০ মিলিয়ন ডলার।

🎇বক্স অফিসঃ ৬৭২.৮ মিলিয়ন ডলার।

🏆পুরস্কারঃ ৬ বার অস্কার নমিনেটেড

❤️ভাষাঃ ইংরেজি / হিন্দি

🌿সাবটাইটেল: ইংরেজি, বাংলা উপলব্ধ

Intro:

Screenshot_20210616-135112.png
screenshot of my phone

  • প্রথমেই বলা দরকার যে The Sixth sense এমন কোন হরর মুভি নয় যেখানে কোন আত্না বা ভুত হঠাৎ সামনে এসে ভয় দেখাবে অথবা সাউন্ড এর মাধ্যমে ঘাবড়ে দেবে। এরকম কিছু আপনারা পাবেন না। তাহলে কেমন এই মুভি? হ্যা তাতেই আসছি। একটা Real suspense or Tension তৈরি করা ফিল্ম এটি। প্রতিটি মুহুর্তের যে এমন কিছু সিনারি এবং পরিবেশ তৈরি হবে যা আপনাকে থমকে দেবে। এই মুভিটি আপনাকে বাধ্য করবে শেষ করে আবার কয়েকটা Scene Rewind করতে।

Plot:

Screenshot_20210616-134426_1.png
screenshot of my phone

  • যেহেতু Non-Spoiler review তাই কাহিনী নিয়ে তেমন কিছু বলব না, নিঃসন্দেহে পড়তে পারেন। এমনিও Ending scene predict করা কারো পক্ষে সম্ভব বলে আমি মনে করি না। যাই হোক কাহিনী শুরু হয় Malcolm যে একজন Child Psychologist, শহরের সেরা psychologist দের একজন। কিন্তু সে Vincent নামে একজন Child কে help করতে ব্যর্থ হয়। তাই Vincent তার বাড়ি এসে তাকে গুলি করে এবং নিজেও suicide করে। Vincent এর Help করতে না পারাই Malcolm এর অনেক Guilty feel হয়। সে তার পরবর্তী Case পাই Cole নামের এক Child এর।

Screenshot_20210616-135149.png
screenshot of my phone
Screenshot_20210616-135008.png
screenshot of my phone
Vincent এর সাহায্য করতে না পারাই যাতে আর কোন শিশুর সাথে ওমন না হয় তাই এই Case টা খুব সিরিয়াসলি নেই এবং Cole কে আপনভাবে treat করে। Cole বলে সে নাকি মৃত মানুষদের দেখতে পাই। তাই সবাই তাকে পাগল ভাবে। তার স্কুল এও কোন বন্ধুও নাই। তার মা তাই খুব চিন্তিত।

Possibility:

Screenshot_20210616-135035.png
screenshot of my phone

  • তো আসলে কি হয় Cole এর সাথে? সে কি সত্যি মৃত মানুষ দেখতে পাই নাকি এটা তার brain এর hallucination? Malcolm কি পারবে এবার Cole কে সাহায্য করতে? নাকি আবারো Vincent এর মত তাকে সাহায্য করতে ব্যর্থ হবে?
    এসবের উত্তর পেতে হলে দেখে ফেলুন এই powerful horror psychological thriller movie টি.

Direction :

Screenshot_20210616-135104.png
screenshot of my phone

Screenshot_20210616-135016.png
screenshot of my phone

  • M. Night Shyamalan তার অসাধারণ কৃত্বিতের পরিচয় দিয়েছেন এই মুভিটির Direction এর মাধ্যমে। বিশেষ করে 1st scene এর সাথে Ending কে এমন ভাবে জুড়ে দিয়েছেন যা মুভি দেখার পর বুঝা যাই। Movie Ending predict করার জন্য তিনি বার বার অনেক Clues দিয়ে গেছেন মুভির মধ্যে, কিন্তু এটা সম্ভব ই হয় নি ধরা। পুরা মুভিতে তিনি শুধু দর্শকদের সাথে mind game খেলেছেন এবং ending এর মাধ্যমে পুরা ধোকা দিতে সক্ষম হয়েছেন।

Acting or Performance :

Screenshot_20210616-134710_1.png
screenshot of my phone
Screenshot_20210616-134954.png
screenshot of my phone

  • তো প্রথমেই বলতে হবে Child Actor Cole এর কথা। আমার মতে এত সুন্দর Child acting আমি কোনদিন দেখি নি। সে যখন বলে না "I talk to dead people ", মানে এমন এক পরিবেশ যে তৈরি করে। তার expression, dialogue delivery just superb ছিল। দর্শক খুব সহজেই তার ভয়ের সাথে নিজেকে connect করতে পারবেন।

Screenshot_20210616-134805.png
screenshot of my phone
Screenshot_20210616-134751.png
screenshot of my phone

  • আর Bruce will(Malcolm) এর কথা নতুন করে বলার কিছু নাই। Always Brilliant, যে কোন চরিত্র সেটা Live free or die hard এর Action হোক আর Pulp Fiction এর মত ড্রামা always খাপে খাপ। একজন psychologist হিসেবে তার Get up ছিল একদম perfect. একজন কে সাহায্য করতে না পারাই তার যে guilty feeling, আর Cole এর উপর তার যে Care, একদম মন ছুয়ে যাই।

Screenshot_20210616-134022.png
screenshot of my phone

  • বাকি সবার performance ঠিক ছিল। Cole এর মা তার চরিত্রে ঠিক ছিল।

Positive Point:

Screenshot_20210616-134311_1.png
screenshot of my phone

  • মুভির মেইন দিক হল এক থমথমে থ্রিলিং স্ক্রিনপ্লে। সমস্ত মোমেন্ট গুলা কোন হরর সিন না থাকা সত্তেও হরর এর ফিল দেই বার বার। মুভিটা শেষ করার ২ ঘন্টা পরেও সব যেন দম ধরে থাকে আর মাথাই আসে এটা কি দেখলাম। 🤔🤔

Achievements and Awards:

Screenshot_20210616-134833.png
screenshot of my phone

  • The Sixth Sense movie ৬ টি অস্কার এর ক্যাটাগরি তে নমিনেশন পেয়েছিল। ৪০ মিলিয়ন এর বাজেটে বানানো মুভিটি বক্স অফিসে অবিশ্বাস্যভাবে ৬৭২.৮ মিলিয়ন ডলার কালেকশন করে। এটা ছিল ঐ বছরের ২য় কালেকশন করা মুভি।

Ø Final Verdict:

Screenshot_20210616-135122.png
screenshot of my phone

  • Movie Lover এর জন্য Must must must Watch একটা মুভি। কথা দিলাম আপনার সময় নষ্ট হবে না। মুভিটি দেখার পর specially Finishing টা দেখার পর ভাববেন এটা আমি কি দেখলাম । এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তাই দেরি না করে দেখেই ফেলুন এই Masterpiece টি। আর দেখে থাকলে কমেন্টে আপনার মতামত জানান। আমি এই মুভিকে দেব ৮.৯/১০।

  • মুভিটি দেখতে পারেন, কথা দিচ্ছি আপনার মন ছুয়ে যাবে।
    ধন্যবাদ সবাইকে,
    @safi01

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53778.84
ETH 2224.93
USDT 1.00
SBD 2.30