Steem Bangladesh Contest: Technology || Mobile phone || 20% to @steemit-bd ||

in Steem Bangladesh2 years ago (edited)

হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @sabratul05 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমাদের সবার প্রিয় কমিউনিটি @steembangladesh এ আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে আমি আপনার সামনে টেকনোলজি সম্পর্কে যে বিষয়টি নিয়ে আসলাম সেটা হলে মোবাইল ফোন। যেটা আমাদের যেমন সুবিধা দেয় আবার তার পাশাপাশি অনেক ভাবেই অসুবিধার কারণ হয়ে যায়। তাহলে চলুন বন্ধু আর দেরি না করেই জেনে নেওয়া যাকঃ

মোবাইল ফোন সম্পকে কিছু ধারণা

7-japan-kids-children-smartphone-linkedin.jpg

Source

মোবাইল ফোন সর্বপ্রথম আবিষ্কার করেন মার্কিন কুপার। তিনি সবপ্রথম ১৯৭৩ সালে মোবাইল ফোন আবিষ্কার করেন। এই মোবাইল ফোন এমন এক ডিভাইস যেটার মাধ্যমে আমরা এক জন অপরজন এর সাথে দূরে থাকার সত্বেও আমরা খুব তাড়াতাড়ি কথা বলতে পারি। আবার বিভিন্ন ধরনের মোবাইল ফোন এর মধ্যে স্মাট মোবাইল ফোন গুলো দিয়ে আমরা মেসেজ, কল করার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করে আমরা সামাজিক যোগাযোগ করতেও পারতেছি।

মোবাইল ফোনের সুবিধা

mobile-phone-personal-data-cyber-security-threat-concept-cellphone-fraud-smartphone-hacked-illegal-spyware-ransomware-158418683.jpg

Source

বর্তমান যুগে মোবাইল ফোন ছাড়া একজন ব্যক্তি অচল। তিনি মেবাইল ফোন এর মাধ্যমে তার সকল চাহিদা পূরণ করতে পারতেছে। মোবাইল ফোন এর মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি অতি জরুরি খবরগুলো পৌছে দিতে পারি। যেমনঃ আগে বাড়িতে কোনে বড় ধরনের সমস্যা হলে সেটা খুব তাড়াতাড়ি পৌছে দিতে পারতাম না। কিন্তু এখন মোবাইল ফোন এর মাধ্যমে কয়েক সেকেন্ড মাধ্যমে আপনজনদের খবর দিতে পারি। মোবাইল ফোন এর ইন্টারনেট এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। ইন্টারনেট এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ, গেম,টাকা ইনকাম ইত্যাদি করতে পারি। যেগুলো আমাদের নিত্যকার দিনের সময় কাটানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।

মোবাইল ফোনের অসুবিধা

_100135407_gettyimages-496203864.jpg

Source

মোবাইল ফোন আমাদের যেমন অনেক সুবিধা দেয় ঠিক তেমনিভাবেই অনেক ধরনের অসুবিধার কারণ হয়ে দাড়ায়।এখন আমাদের দেশে মোবাইল ফোন দিয়ে অনেক ধরনের আজেবাজে কাজ করা হয়। মোবাইল ফোনের প্রতি এখন পৃথিবীর সকল যুবকরা আসক্ত হয়ে গেছে। তারা ভালো কাজে ব্যবহার না করে সবসময় খারাপ কাজে ব্যবহার করে যাচ্ছে। তারা ফোনের প্রতি এমন ভাবে আসক্ত হয়ে গেছে যেটার কারণে আমাদের দেহের বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে হইতেছে। বেশি আসক্তের কারণে আমাদের বিশেষ করে চোখের সমস্যা হইতেছে। তাছাড়া গেম এর বিষয় ধরলে ফ্রি-ফায়ার। যেটা এখনকার অনেক জনপ্রিয় একটি গেম। এই গেমটির মাধ্যমে যেমন ইনকাম করা যায় তেমনিভাবে অনেক ক্ষতি হয়। এই গেমটির প্রতি সকল যুবকরা আসক্ত হয়ে গেছে। তাদের বিশেষ করে চোখের অনেক ধরনের সমস্যা হইতেছে। বিশেষ করে মোবাইল ফোনের আলোটা আমাদের চোখের জন্য অনেক ক্ষতি করে। এজন্য মোবাইল ফোন আমাদের শুধু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবো তাছাড়া প্রয়োজন ছাড়া ব্যবহার করবো না।

আমার মতামত

Lifestyle-smartphone-addiction-pic.jpg

Source

মোবাইল ফোনটিতে আমাদের যেমন সুবিধা রয়েছে ঠিক তার বিপরীত অসুবিধাও রয়েছে। সবদিক থেকে বিবেচনা করলে দেখা যায় মেবাইল ফোন ছাড়া একজন ব্যক্তি অচল। আবার অপরদিক থেকে ধরা হয় মেবাইল ফোনের মাধ্যমে হাজারো যুবক নষ্ট হইতেছে। আমার মতে আমি বলি আমাদের প্রয়োজন ছাড়া আমরা মোবাইল ফোন ব্যবহার করবো না। প্রয়োজন শেষ হলে মোবাইল ফোনটি সুরক্ষিত স্থানে রেখে দিবো। এমনভাবে মোবাইল ফোন ব্যবহার করবো যাতে আমাদের কোনো ধরনের ক্ষতি না করেই কাজটি সম্পূর্ণ করতে পারি।


আশা করি আমার দেখানো মেবাইল ফোনের বিবরণগুলো আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি @beer21 @kabir21

Thanks Everyone

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59276.59
ETH 2464.51
USDT 1.00
SBD 2.44