📚 Book Review 📖 আমি তপু 📚
বই | আমি তপু |
---|---|
লেখক | মুহম্মদ জাফর ইকবাল |
প্রকাশনী | পার্ল পাবলিশার্স |
মূল্য | ২০০/- |
ধরণ | কিশোর উপন্যাস |
বইয়ের ধরন | কিশোর উপন্যাস |
ব্যক্তিগত রেটিং | ৮.৫/১০ |
ফ্ল্যাপ থেকে
কোন কিছু বোঝার আগেই তপুর জীবনটা হঠাৎ করেই পাল্টে গেলো চিরদিনের মত। দেখতে দেখতে তার আপনজনেরা দূরে সরে যেতে থাকে, এক সময় তপু আবিষ্কার করে সে একা। একেবারেই একা।
নিঃসঙ্গ কিশোরের এই দুঃসহ জীবনে বন্ধুতের হাত বাড়িয়ে দিল তার বিচিত্র সব সঙ্গী সাথী। তাদের নিয়ে সে কী পাড়ি দিতে পারবে তার বান্ধবহীন নিষ্ঠুর এই জীবন?
'আমি তপু' নিঃসঙ্গ এক কিশোরের বেঁচে থাকার ইতিহাস । নিষ্ঠুরতার ইতিহাস এবং ভালবাসার ইতিহাস।
Source
কাহিনী সংক্ষেপ
নাম তার তপু। ভালো নাম অবশ্য আরিফুল ইসলাম। বি.কে সরকারি হাই স্কুলের ক্লাস এইটে পড়ুয়া তপু দেখতে-শুনতে বাকি দশজনের মতো হলেও তপুর বিশেষত্ব হল অংক ছাড়া বাকি সব বিষয়ে সে টেনেটুনে পাশ করে,ক্লাসের কারো সাথে তার বন্ধুত্ব নেই,ভয়ংকর ভয়ংকর গালি দিতে পারে এমনকি বড় ক্লাসের ছেলেদেরও মাঝে মাঝে ধমকি দিয়ে ফেলতে পারে।
কিন্তু তপুও একসময় স্কুলে ফার্স্ট হতো,ডিবেট চ্যাম্পিয়ন ছিল। তারপর তিন বছর আগে হঠাৎ এক সড়ক দুর্ঘটনা বদলে দিল তপুর জীবন। তিন বছরে তপুর বয়স তিন বছর বাড়লেও তপুর মনে হতে লাগল সে যেন ত্রিশ বছর বেড়ে গেছে। মমতাময়ী মাও তাকে দূরে সরিয়ে দিয়েছে।
তপুর জীবনে যখন ঘোর প্রতিকূলতা বিরাজ করছিল তখনই তপুর ক্লাসে আসে প্রিয়াঙ্কা নামের এক মেয়ে। হাসিখুশি এই মেয়ে তপুর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তপু ধীরেধীরে স্বাভাবিক হতে শুরু করে।
কিন্তু নিয়তি তাকে আবারো আগের তিক্ত অভিজ্ঞতার সামনে নিয়ে আসার প্রস্তুতি নিতে থাকে।
পাঠ প্রতিক্রিয়া
বইটা পড়ার পর লেখক সম্পর্কে যা অভিযোগ ছিল সব কর্পূরের মতো উড়ে গেছে। বইটি লেখকের অন্য সব লেখনী থেকে ব্যতিক্রম ছিল।সাধারণত জাফর ইকবাল স্যারের গল্পগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত প্রায়ই এক হয়। এ বইয়ের ক্ষেত্রে লেখক সেই ধারা পরিহার করেছেন। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত তপুর প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করেছিল। বই শেষ হবার পরও এক অতৃপ্তি কাজ করছিল তপুর জীবনের বাকি অধ্যায় জানার জন্য। কিশোর মনের নানা না পাওয়ার অনুভূতি এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে বইটি পাঠককে ছুঁয়ে যেতে বাধ্য। আর এটাই বোধহয় একজন লেখকের সার্থকতা।
বেশিরভাগ কিশোর উপন্যাস মূলত কিশোর বয়সের দুরন্তপনা, এডভেঞ্চার নিয়েই লিখা।তবে এর বাইরেও যে কিশোর জীবনে নানা প্রতিকূলতা আসে বইটিতে লেখক তা বেশ চমৎকারভাবে তুলে ধরেছেন।
সৃষ্টিশীল লেখক মুহাম্মদ জাফর ইকবাল এর লেখা এই কিশোর উপন্যাসটিতে তিনি এমন কিছু লাইন তুলে ধরেছেন যা আমার হৃদয়ে গভীরভাবে দাগ কেটে গেছে। যেগুলো হলো-
বড় কিছু করতে হলে বড় স্বপ্ন দেখতে হয়।
বেশিরভাগ সময়ে খ্যাতিটা অপাত্রে যায়। যারা পায় তারা সেটা ঠিকভাবে ব্যবহার করতে পারে না।
কোনটা ভাল, শরীর অবশ হয়ে যাওয়া নাকি মন অবশ হওয়া?
সারপ্রাইজটা কোন দিক থেকে আসবে কেউ বুঝতে পারবে না।
খ্যাতিটা গুরুত্বপূর্ণ না। যে গুনের জন্য খ্যাতি এসেছে সেটা গুরুত্বপূর্ণ।
একজন বিখ্যাত মানুষ হয়ে বিশেষ লাভ নেই, কিন্তু একজন পরিপূর্ণ মানুষ হয়ে অনেক লাভ।
কখনো হাল ছেড়ে দিবিনা। সব সময় বুকের মাঝে আশা ধরে রাখবি।
ব্যাক্তিগত মতামত অনুযায়ী, আমি বলব বইটি প্রত্যেকেরই পড়া উচিত। একজন কিশোর কিভাবে বাধা বিপত্তি পেরিয়ে লক্ষ্যে পৌছাতে পারে তা জানতে হলে অবশ্যই পড়তে হবে বইটি।
Download the pdf file of this Book
কোনটা ভালো?
নাইস বুক রিভিউ।
Topu vai valo jane 😂
ভালো হয়েছে আপনার রিভিউ টা
ধন্যবাদ 😊