Top post contest. Poetry recitation by @rupok

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম


@steem-bangladesh এর বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি ।আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি স্টিম বাংলাদেশ আয়োজিত টপ পোস্ট কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি একটা কবিতা আবৃত্তি করছি। আশা করি আপনারা উপভোগ করবেন।

কবিতার নাম


বলোতো দেখী


মোহাম্মদ ইয়াহিয়া হোসাইন

বলতো দেখি! এই আকাশে ছড়ানো তারা

কে হাসালো রাতের বেলায় স্নিগ্ধ জোছনা ভরা

দিনের বেলায় ভাসছে রবি

আকঁছে দেখো অপার ছবি

তার আলোকে আলোকিত হচ্ছে বসুন্ধরা

বলতো দেখি! আকাশ মাঝে কে ভাসিয়ে দেয় মেঘ?

কে দিয়ে দেয় এ ধরাতে বায়ুর গতিবেগ

অঝোর ধারায় বৃষ্টি ঝরে

গাছ-তরু সব সজীব করে

সবুজ শ্যামল গাছগুলো দেয় ফল-ফলাদি হরেক

বলতো দেখি! নদীর বুকে কে দিয়েছে কলতান

কে দিয়েছে পাখির মুখে মন জুড়ানো গান

রঙিন ডানার প্রজাপতি

উড়ছে দেখ আখিঁপাতি

মধুর আশায় ছুটছে অলি করছে যে গুঞ্জন

বলতো দেখি! কে ছোটালো গোলাপ-টগর বেলির ঘ্রাণ

যে ঘ্রান লাগলে নাকে যায় জুড়িয়ে সবার প্রাণ

পাহাড় নদী ঝর্ণা ধারা

শান্তি-ছায়া জাহান ভরা

যার ইশারায় সবই চলে সকল কিছু তাঁরই দান।

ধন্যবাদ
@rupok

Sort:  

আবৃত্তি টা খুব সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 65230.32
ETH 3477.92
USDT 1.00
SBD 2.37