মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।২১ ফেব্রুয়ারি।

in Steem Bangladesh3 years ago

আজ বাংগালী জাতি তথা সারা বিশ্বের বাংলা ভাষার লোকদের জন্য একটি বিশেষ দিন।১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা মাতৃভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত ঝরিয়ে ছিলো। বরকত,ছালাম,রফিক,জব্বার আরো অনেকে পাকিস্তানি জালিম শাসকদের বিরুদ্ধে গর্জে উঠেছিল
IMG_20180221_112905.jpg
পাকিস্তানি হায়েনারা বাংলার দামাল ছেলেদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ করেছিল এটা ছিল পৃথিবীর ইতিহাসে এক অনন্য বর্বর ঘটনা। আমার জানামতে পৃথিবীর ইতিহাসে আর কোথাও মাতৃভাষার জন্য কাউকে রক্ত বিলাতে হয়নি।

IMG_20180221_112836.jpg
রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে অর্জিত আমাদের এই মাতৃভাষা। তাই এই দিনটিতে সমস্ত বাংলাভাষী মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শহীদ মিনারে ফুল দেন। এমনকি আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা নিজেদের মতো করে শহীদ মিনার তৈরি করে।

IMG_20210221_143843.jpg
এই দিনটি সারা পৃথিবীর বাংলাভাষী মানুষেরা বিভিন্ন রকমের আয়োজনের মাধ্যমে পালন করে থাকেন। আমাদের সবার উচিত নতুন প্রজন্মের ভেতরে একুশে ফেব্রুয়ারির ইতিহাস ছড়িয়ে দেয়া।যাতে করে তারা জানতে পারে ভাষার পেছনে আমাদের কি পরিমান ত্যাগ রয়েছে। গৌরবময় এই ইতিহাস আমাদের কখনই ভুলে যাওয়া উচিত নয়। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার আজকের পোস্ট শেষ করছি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

Sort:  

ভাই ছবিগুলার লোকেশন দিয়ে আর একটু গুছিয়ে লিখলে আরো সুন্দর হতো।

ধন্যবাদ আপনাকে। ছবির লোকেশন দেয়ার উপায় এখনো জানি না।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60872.67
ETH 2913.85
USDT 1.00
SBD 2.32