Steem Bangladesh Contest-Travel review

in Steem Bangladesh4 years ago

আসসালামুয়ালাইকুম

সবাই কেমন আছেন আশা করি সকলেই ভাল আছেন।আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া যমুনা সেতু নিয়ে।মটরসাইকেল দিয়েই যাওয়া যায় ধনবাড়ী ,টাংগাইল থেকে তাইআমি মটরসাইকেল দিয়েই যাই।

IMG_20200803_160614.jpg

যমুনা সেতুর

আমরা কয়েকজন বন্ধু কিছুদিন আগে সিদ্ধান্ত নিলাম ঘুরতে যাব। তখন ঠিক করা হলো না যে আমরা কোথায় ঘুরতে যাব। হুট করে একদিন সিদ্ধান্ত নিলাম আমরা সকলেই যমুনা সেতু দেখতে যাব এবং চায়না বাঁধ দেখতে যাব। তাই তারপরের দিন আমরা যমুনা সেতু এবং চায়না বাঁধ দেখতে যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা গোপালপুর হয়ে ভুয়াপুর দিয়ে তারপর যমুনা সেতু গিয়ে পৌঁছলাম। তখন কিছুটা লকডাউন এর প্রভাব ছিল আমরা ভাবতে লাগলাম যদি আমরা যমুনা সেতুর উপরে যাই তখন যদি পুলিশ ধরে তাই আমরা একটি মোটরসাইকেল পাঠালাম যেটি লাইসেন্স করা ছিল। তারপর সেখান গিয়ে আমার বন্ধু দেখতে পেল কোন মোটরসাইকেল আটকানো হচ্ছে না তাই আমরা সকলেই রওনা দিলাম এবং ১৫ মিনিটের মধ্যেসেখানে গেলাম।আসলে যমুনা সেতু হলো উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ স্থাপনের একটি সেতু। যমুনা সেতু ৪.৮ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সেতু বাংলাদেশের দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম সেতু এটি যমুনা নদীর পূর্ব তীরে অবস্থিত এটিতে রেলযোগাযোগ বৃদ্ধমান।এখানে গিয়ে আমার অনেক ভালো লেগেছে ।আমরা সেতুর মাঝে কিছু সময় দাঁড়িয়েছিলাম। পুলিশ এসে আমাদেরচলে যেতে বলল তারপর আমরা সেখান থেকে চলে গেলাম চায়না বাঁধে।

IMG_20200803_160627.jpg

যমুনা সেতু

চায়না বাধটা দেখলাম চায়না বাঁধ সৌন্দর্য অনেক সুন্দর সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর কুলে এই বাঁধ নির্মিত হয় প্রতিদিন এখানে অনেক দর্শনার্থী দেখা যায়।

IMG_20200803_140240.jpg

যমুনা সেতু

IMG_20200803_140242.jpg

তারপর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে আসলাম। আমরা যমুনা সেতু অতিক্রম করে তারপর একটি হোটেলে কিছুক্ষণ বসলাম। তারপর যার যার ইচ্ছা মত খাওয়া-দাওয়া করলাম আমি খেয়েছিলাম কালাভুনা দিয়ে ভাত। আগে থেকেই শুনেছিলাম রব রেস্তোরাঁ কালাভুনার জন্য বিখ্যাত। তাই আমি দেরি না কর কালাভুনা নিয়ে আসতে বলি এখানে মোটামুটি সব খাবারই ভালো ছিল খাবারগুলো ফ্রেশ দেখাচ্ছিল।পেট ভরে খেলাম।

IMG_20200217_210206.jpg

রব রেস্তুরা,ভূয়াপুর,টাংগাইল।

রেস্টুরেন্টের পরিবেশের অনেক ভাল ছিল। খাবারের মান যথেষ্ট পরিমান ভালো। দাম খুব একটা বেশিনা।

ধন্যবাদ

Sort:  
 4 years ago 

Thank you for sharing your travel experience with us.

খুব সুন্দর উপস্থাপন। Keep steeming bro.

Regards
@shemul21

 4 years ago 

Thank you so much dear friend

Vai tag gula kivabe use korechen? Ekhon 24 character er upore tag use kora jay na 😑

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.25
JST 0.040
BTC 96186.34
ETH 3344.71
USDT 1.00
SBD 3.50