Contest-Game Review @rizwan12

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমার বন্ধুরা,কেমন আছ সবাই।আশা করি সকলেই ভাল আছ।তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি।তোমরা সকলেই জানো আজকের কনটেস্ট হল গেম রিভিও।আমরা সকলেই কম বেশী গেম খেলে থাকি।তেমনি বাস্তব অভিঙ্গতা থেকে নেওয়া একটি গেম নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো।

আমি যেই গেম নিয়ে কথা বলবো সেই গেম কম বেশী অনেকেরি জানার কথা।গেমটির নাম মিনি মিলিশিয়া।আজ আমি এই গেম রিভিও করবো।গেমের ভাল এবং মন্দ দুই দুকই আলোচনা করবো।

Screenshot_2021-04-28-14-14-45-00.png

মিনি মিলিশিয়াগেম খেলা শুরুটা হয় ২০১৭ সালের মাঝামাঝিতে।আগেও ছিল কিন্তু তেমন জনপ্রিয়তা পাইনি।মিনি মিলিশিয়াএটি অনলাইন অফ লাইন দুই ভাবেই খেলা যায়।এখন আমি গেমেও কিছু অপশন নিয়ে কথা বলবো।

Screenshot_20210428-151220.png

গেমে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন উপরের এই অপশন গুলো । আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে এই গেম খেলতে পারেন এবং আপনি চাইলে অনলাইনেও এই গেম খেলতে পারেন। আপনি যদি চান আপনি আপনার বন্ধুর সাথে খেলবেন তাহলে আপনাকে যেতে হবে মাল্টিপ্লেয়ারে।মাল্টিপ্লেয়ারে যাওয়ার পর নিচের এই অপশনগুলো দেখতে পাবেন।

Screenshot_20210428-151237.png

ধরুন আপনারা দুইজন খেলবেন আপনি এবং আপনার বন্ধু। তাহলে একজনকে হতে হবে হোস্ট এবং আরেক জনকে জয়েন করতে হবে। জয়েন করার জন্য আপনাকে যেতে হবে ল্যান্ড ওয়াইফাই অপশনটিতে।

Screenshot_20210428-152417.png

এখানে আপনি চাইলে অনলাইনেও খেলতে পারেন এবং কুইক প্লেতেও খেলতে পারেন। অনলাইনে আপনি খেলতে চাইলে অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। কুইক প্লেতেও খেলতে চাইলে আপনাকে একা একাই খেলতে হবে। তারপরের অপশনটি হল ল্যান্ড ওয়াইফাই। অনলাইনে আপনি খেলতে চাইলে অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে।

Screenshot_20210428-152436.png

ল্যান্ড ওয়াইফাই অপশনে যাওয়ার পর আপনারা উপরের চিত্রটি দেখতে পাবেন। যার ডানপাশে স্টার একটি অপশন পাবেন আর ঠিক নিচেই দেখতে পাবেন আউটপোস্ট মূলত এটি একটি গেমেরপরিবেশ। আসলে আপনি কোন পরিবেশে খেলতে চান আপনি চাইলে এটি চেঞ্জ করতে পারেন। যে হোস্ট থাকবে তাকেই স্টার্ট করতে হবে এবং বাকি সকলেই জয়েন করবে সকলের জয়েন হওয়া শেষ হয়ে গেলে হোস্ট ব্যক্তিটি খেলা শুরু করতে পারে।

Screenshot_20210428-154855.png

লক্ষ করুন দেখুন উপরের পিকচারে দেখতে পাচ্ছেন নিচে হাতের বামে সার্কেল অপশন যেটি মুভমেন্ট করানোর জন্য ব্যবহার করা হয়। হাতের ডানে অপশনটি গুলি করার কাজে ব্যবহার করা হয় এবং উপরের হাতের বামে জুমের অপশন আছে তার পাশে লাইভ দেখার অপশন আছে। সবগুলো ইউজ করে আপনি খেলতে পারে।

Screenshot_20210428-155702.png

আপনি চাইলে রোবটের সাথে খেলতে পারেন। এক্ষেত্রে আপনাকে যেতে হবে সলো অপশনে। এখান থেকে আপনি রোবটদের সাথে খেলতে পারেন। এক কথায় বলতে গেলে এই গেমের মজাটাই অন্যরকম। যারা এখনো খেলেন নাই তারা ট্রাই করতে পারেন আশা করি খারাপ লাগবে না।

Screenshot_20210428-155716.png

এই গেমের অনেকগুলো ভার্শন রয়েছে। তার মধ্যে অন্যতম মিনি মিলিশিয়া ২ অ্যান্ড্রয়েড এবং কম্পিউটারে খেলা যায়। তবে বেশি জনপ্রিয় অ্যান্ড্রয়েড ভার্শন।

Thank You

Sort:  
 3 years ago 

Thanks for the 100% unique post.

Screenshot_2021-04-29-11-44-49-683_com.mi.globalbrowser.jpg

 3 years ago (edited)

@nahidhasan23 জ্বী ভাই ,দোয়া রাইখেন Unique পোষ্ট যেন সব সময় করতে পারি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 60883.28
ETH 2401.75
USDT 1.00
SBD 2.63