Game Review:||Free Fire|| by @ripon999

in Steem Bangladesh3 years ago

আসসালামুয়ালাইকুম সকলকে,

This is @ripon999 from Bangladesh


Steen Bangladesh কতৃক আয়োজিত গেম রিভিউ টপিকে আপনাকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে এমন একটি গেম রিভিউ করতে যাচ্ছি যেটা কিনা নি:সন্দেহে মজাদার এবং ব্যপক জনপ্রিয় গেম। গেমটির নাম হল Free Fire (ফ্রি ফায়ার) তাহলে চলুন শুরু করা যাক।
images-47.jpegsource

ফ্রি-ফায়ার সম্পর্কে হতবাক করা কিছু তথ্য


ফ্রী ফায়ার মোবাইল গেম টি সর্বপ্রথম ভিয়েতনামের কেম ডেভলপিং 111 dots ডেভলপ করে।পরবর্তীকালে এই গেমটি সিঙ্গাপুরের Garena সংস্থাটি রিলিজ করে।শুনলে হতবাক হবেন 2020 সালের আগষ্ট মাসের পরিসংখ্যান অনুযায়ী এই গেমের অ্যাক্টিভ ইউজার 100 মিলিয়নের বেশি।এরই সাথে google play store এবং app store এই গেমটি 2019 সালের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেম। ফ্রী ফায়ার এর বেটা ভার্শন 2017 সালের আগস্ট মাসে ওপেন করা হয় ।সেই দিনটিকে ফ্রী ফায়ার এর অফিসিয়াল বার্থডে হিসেবে অভিহিত করা হয়।এই অসাধারণ গেমটি সবার সামনে তুলে ধরার পিছনে রয়েছে Garena সংস্থার Forest Li নামে এক ব্যক্তি।যিনি এই গেমটির নির্মাণের ক্ষেত্রে ব্যাপক পারদর্শিতা দেখিয়েছেন।2020 সালের নভেম্বর মাসের খবর পাওয়া অনুযায়ী ফ্রী ফায়ার গ্লোবালি 1 বিলিয়নের বেশি ডলার উপার্জন করছে যা নিঃসন্দেহে একটি ভাল এচিভমেন্ট।
images-6.jpegsource

খেলার ধরন


গেরিনা ফ্রি ফায়ার একটি অনলাইন একশন-এডভেঞ্চার ব্যাটেল রয়েল গেম তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোনে খেলা হয়।এখানে কয়েক ধাপে খেলাটি পরিচালিত করা যায়।

♦ক্লাসিক এবং র‍্যাংড মুড: এখানে মূলত এক সাথে ৫০ জন ব্যক্তি প্লেনের মাধ্যমে প্যারাসুটের সাহায্যে নির্দিষ্ট ম্যাপে অবতরন করে থাকে।অবতরন করার পর তারা তাদের যুদ্ধের জন্য প্রয়োজনীয় জিনিস যেমন:বন্ধুক,গ্লু ওয়াল,মেডকিট ইত্যাদি নিয়ে থাকে। তারপর তারা এক জন আরেকজনকে মারার উদ্দেশে দিক বেদিক ছুটতে থাকে।ক্লাসিক মুডে কোনো পয়েন্ট সংযুক্ত হয় না কিন্তু র‍্যাংড মুডে পয়েন্ট যুক্ত হয়।

♦ক্লাস স্কোয়াড এবং ক্লাস স্কোয়াড র‍্যাংক:এখানে স্বল্প সময়ে ৪ জনের একটি টিম বানিয়ে খেলা হয়।এতে গেমে থাকা টাকার মধ্যমে বন্ধুক,গ্লু ওয়ালএবং অন্যান্ন জিনিস নিতে হয়।এখানেও আগের মত যোগ বিয়োগ পদ্ধতি রয়েছে।

♦এছাড়াও কাস্টম নামে একটি অপশন রয়েছে যেখানে নিজের ইচ্ছা অনুযায়ী নিজের টিম সাজিয়ে অন্য টিমের সাথে খেলা যায়।

♦ট্রেনিং মুডে আপনি আপনার খেলার দক্ষতা ঝালিয়ে নিতে পারেন।

images-7.jpegsource

মানচিত্র


বর্তমানে গেমটিতে চারটি মানচিত্র রয়েছে।
১.বার্মূডা
২.কালাহারি
৩.purgatory
৪.বার্মূডা 2.0 বা বার্মুডা রি-মাস্টার্স

images-46.jpegsource

সার্ভার সমূহ


• ইন্ডিয়া সার্ভার (ইন্ডিয়া বাংলাদেশ নেপাল)
• পাকিস্তান সার্ভার
• ইন্দোনেশীয় সার্ভার
• নর্থ আমেরিকান সার্ভার
• ব্রাজিল সার্ভার
• মিনা সার্ভার
• রুশিয়ান সার্ভার

চরিত্র সমুহ


অলোক,জোসেফ,কেলি, রোনাল্ড, উকং, প্রিমিস, নুল্লা, এন্ড্রিয় ,উলফ্রা,কাপেল্লা ,স্টেফিয়, জোটা ,নটরা ,সানি, এ টু ওয়ান ফোর, ল্যারা, রাফায়েল, মকো ,ফোর্ড ,ক্লু, জায়, মিশা, নিতিকা, পালমা ,ম্যাক্সিম ,অলিভিয়া ,ক্রণ, সমিম প্রভৃতি।
images-9.jpegsource

রেটিং


প্লে স্টোর এর রেটিং অনুযায়ী বোঝা যায় এই গেমের জনপ্রিয়তা কতটুকু।এই আর্টিকেলটা লেখার সময় এই গেমের প্লে স্টোরের 4.3 রেটিং রয়েছে যা নিঃসন্দেহে একটি ভাল রেটিং।

নিজস্ব মতামত


ফ্রি ফায়ার নিস:ন্দেহে একটি অসাধারন গেম।আর এই অসাধারন গেমটি আমিও খেলে থাকি। আমার আইডি নাম A G Ripon লেভেল 62 এবং আমার আইডি নাম্বার 2430630000 চাইলে আপনারা এখান থেকে ডাউনলড করে খেলতে পারেন।
Screenshot_2021-05-17-16-13-11-28_998d3425f9e75a0428f0fabdce419960.jpgscreenshot


♥সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্তই,সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আর হ্যা অবশ্যই মাস্ক পরে বাইরে বের হবেন।

By @ripon999

♥ধন্যবাদ সকলকে♦

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37