Contest:Sports||Ragbi game|| রাগবি খেলা||by @ripon999||28 may 2021

in Steem Bangladesh4 years ago

আসসালামুয়ালাইকুম সকলকে,

This is @ripon99 from Bangladesh🇧🇩🇧🇩


Steem Bangladesh কতৃক আয়োজিত Sports টপিকে আজ আমি অসাধারণ একটি খেলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি।খেলাটির নাম হল:রাগবি খেলা।তাহলে চলুন শুরু করা যাক।

🏈রাগবি খেলার সংক্ষিপ্ত ইতিহাস🏈


ইংল্যান্ডের রাগবি স্কুলের নাম অনুসারে রাগবি খেলার নামকরণ করা হয়।১৭৫০ থেকে ১৮৫৯ সালের মধ্য রাগবি স্কুলের বলকে হাতে ধরার অনুমতি প্রদান করা হলেও খেলোয়াড়দেরকে বল নিয়ে দৌড়ানোর অনুমতি দেওয়া হতো না।১৮৫৯ থেকে ১৮৬৫ সালের মধ্যে বল নিয়ে দৌড়ানোর প্রচলন চালু হয়।জনশ্রুতি রয়েছে যে,১৮২৩ সালের কোনো এক দিন উইলিয়াম ওয়েব এলিস নামের সাধারণ একজন সিনিয়র বালক বল কে লাথি না মেরে বল নিয়ে দৌড়াচ্ছিলেন।১৮৪৫ সালে প্রথমবারের মতো রাগবি খেলার আইন প্রণয়ন করা হয়।
9c5d1fd67dff0ec8.jpgsource

🏵️উপনাম🏵️

• দ্য বর্ডারস গেম
• দ্য স্কটিশ গেম
• দ্য এব্রিভায়েটেড গেম
• দ্য শর্ট গেম
• সেভেন- এ সাইড
• সেভেন্স

🏉 সরঞ্জাম🏉

🏈 বল:

আনুষ্ঠানিকভাবে রাগবি ইউনিয়নের বল ডিম্বাকৃতির এবং বলটি চারটি অংশ নিয়ে গঠিত।এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৈর্ঘ্য ৭৪০ থেকে ৭৭০ মিলিমিটার এবং প্রস্থ ৫৮০ থেকে ৬২০ মিলিমিটার।চামড়া অথবা উপযোগী সিন্থেটিক পদার্থ দিয়ে তৈরি সহ এটি পানিরোধক।বলের ওজন ৪৬০ গ্রামের বেশি কিংবা ৪২০ গ্রামের কম হবে না।
141751623_PA_Rugby-in-school-advice_trans_NvBQzQNjv4BqpiVx42joSuAkZ0bE9ijUnFGe0z9p1LAF7TfYUjaG654.jpgsource

🧍 জার্সি/ইউনিফরম/ড্রেস:

রাগবি খেলায় দুই দলের ভিন্ন ভিন্ন জার্সিভল হয়ে থাকে।তবে প্রত্যেকের জার্সি একই হয়ে থাকে।আক্রমণভাগের জার্সি নাম্বার 1 থেকে 8 পর্যন্ত হয়ে থাকে এবং তারা প্লেয়ার নামে পরিচিত।অন্যদিকে রক্ষণভাগের জার্সি নাম্বার 9 থেকে 15 পর্যন্ত হয় এবং এবং তারা ব্যাকলাইন নামে অভিহিত।
images-84.jpegsource

🖼️মাঠ:

ফুটবল খেলার মাঠের ন্যায় রাগবি খেলার মাঠও চতুর্ভুজাকৃতির।তবে মাঠের দৈর্ঘ্য 100 (109.36গজ)মিটারের বেশি এবং প্রস্থ 69(75.46 গজ) মিটারের বেশি হবে না।মাঠের উভয়পাশে খুটি দিয়ে গোল পোস্ট তৈরী করা হয় যা ইংরেজি অক্ষর H এর মত।এছাড়াও ইন গোল শিরোনামে একটি এলাকা রয়েছে।
images-85.jpegsource

🤾‍♂️খেলোয়ার🤾‍♂️

প্রতিটি রাগবি টিমে 15 জন করে খেলোয়াড় থাকবে।চারটি ফরওয়ার্ড রয়েছে অবস্থান গুলির মধ্যে হুকার,প্রপ,দ্বিতীয় সারি,ফ্লাংকার এবং নামার ৮ এবং ৭ টি ব্যাক পজিশনের মধ্যে রয়েছে স্ক্রাম হাফ,ফ্লাই হাফ,ইন্সাইড সেন্টার বাইরের কেন্দ্র, উইংগারস এবং পুরো ব্যাক।
images-86.jpegsource

🚩নিয়ম কানুন🚩


একটি দলয়পর দলের গোল লাইনের সীমানায় বলে স্পর্শ করলে দলটি 5 পয়েন্ট পাবে এবং একে বলা হয় Try.

সামনের দিকে পাস দেওয়া যাবে না পিছনের সতীর্থ খেলোয়ার কে পাস দিতে হবে।দলটির ফরওয়ার্ড এবং ব্যক হিসেবে পতিচিত দুটি গ্রুপে বিভক্ত।

বল কে হাত দিয়ে ধরে ক্লিকের মাধ্যমে সামনে নিয়ে যাওয়া যাবে।

বল বহনকারী খেলোয়ারকে ট্যাকেল করা যাবে।ট্যাকেল অর্থ বাধা দেওয়া বা বিধিসম্মতভাবে ফেলে দেওয়া যাবে।

বিধি ভঙ্গের কারণে রেফারি স্ক্রাম অথবা প্লান্টি কিকের নির্দেশ দেন।প্লান্টিক ক্লিকের মাধ্যমে বলটি গোলবারের ভিতর দিয়ে নিয়ে গেলে 3 পয়েন্ট পাবে কিকার দল।

একটি দলের 15 জন করে খেলোয়াড় থাকে তবে 12,10,07,ভার্সনও রয়েছে।আন্তর্জাতিক ম্যাচগুলো ৪০+১০+৪০ মিনিট খেলা হয়ে থাকে।
images-88.jpegsource

🎯রাগবি টেকনিক🎯

স্ক্রাম:

ক্রাম হলো প্রতি দলের 8 জন করে 16 জন খেলোয়াড় পরস্পর ঘার দিয়ে ঠেলে জায়গা দখলের চেষ্টা।

রাক:

রাক হলো যখন বিপক্ষ দলের বল বহনকারী খেলোয়াড়দের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে সামনে এগুতে না পেরে বলসহ মাটিতে শুয়ে পড়ে তখন বিপক্ষ দলের কোন খেলোয়ার বলের লাইনটি অতিক্রম করতে পারে না।

মল:

রাগবিতে থ্রোয়িং কে বলা হয় লাইন আউট ।সাধারানত লাইন আউটের সময় বল বহনকারী মাটিতে না পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সতীর্থদের নিয়ে ঠেলে ঠেলে বিপক্ষের গোল লাইনের দিকে এগিয়ে যাওয়াকে বলা হয় মন।
images-87.jpegsource

🏆রাগবি বিশ্বকাপ🏆


রাগবি বিশ্বকাপ প্রতিযোগিতায় বিজয়ী দলকে ওয়েব এলিস কাপ পুরষ্কার হিসেবে দেওয়া হয় যা বিশ্বকাপ ট্রফি হিসেবে পরিচিত।প্রতি চার বছর পর রাগবি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।দক্ষিণ আফ্রিকা বর্তমান রাগবি বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা 2019 সালে জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ড কে হারিয়ে বর্তমান শিরোপা অর্জন করে।
800px-Rugby_World_Cup_Trophy.JPGsource

🚧আন্তর্জাতিক প্রতিযোগীতা🚧


এন্তিম কাপজর্জিয়া ও রুমানিয়া
কুক কাপঅস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
ফ্রিডম কাপনিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
গলাহার কাপফ্রান্স ও নিউজিল্যান্ড
হোপটৌন কাপঅস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড
ল্যান্সডোন কাপঅস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড
পুমা ট্রফিআর্জেন্টিনা অস্ট্রেলিয়া

images-89.jpegsource

🤽‍♀️যেসব দেশে জাতীয় খেলা🤽‍♀️

• স্কটল্যান্ড
• নিউজিল্যান্ড
• দক্ষিণ আফ্রিকা
• সামোয়া
• টোঙ্গা

🌹ব্যক্তিগত মতামত🌹

ব্যক্তিগত দিক থেকে রাগবি খেলাটি আমার কাছে অসাধারণ লাগে।কেননা দুই দলের লড়াই হয়ে থাকে দেখার মত।তাই আপনাদেরকেও বলব খেলাটি দেখতে।আর খেলেটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন।

By @ripon 999

♥ধন্যবাদ সকলকে♥

Sort:  
 4 years ago 

Good review 👍
Thanks for sharing 💗

 4 years ago 

Wellcome bro..

Nice bro

 4 years ago 

Thank u soo much bro..

 4 years ago 

Good effort.

 4 years ago 

Thanks a lot bro...

 4 years ago 

খুব সুন্দর লিখেছেন ভাই

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94957.40
ETH 3309.45
USDT 1.00
SBD 7.50