Contest:Movie review:||"JOKER"||22-05-2021

in Steem Bangladesh3 years ago

আসসালামুয়ালাইকুম বন্ধুরা,

This is @ripon999 from Bangladesh🇧🇩

Steem Bangladesh কতৃক আয়োজিত মুভি কনটেস্টে আজ আমি আপনাদের সামনে যে মুভিটির রিভিউ করতে যাচ্ছি তার নাম হল "Joker".

পরিচালকটোড ফিলিপস
প্রযোজকটোড ফিলিপস,ব্র‍্যাডলি কুপার,এমা টিলিংগার,কস্কোফ
রচয়িতাটোড ফিলিপস,স্কট সিলভার
উৎসডিসি কমিক্স কতৃক চরিত্র
শ্রেষ্ঠাংশেজোয়াকিন ফিনিক্স
সুরকারহিল্ডার গনেডেটর
সম্পাদকজেফ গ্রোথ
পরিবেশকওয়ার্নার ব্রোস পিকচার্স
মুক্তি৩১ আগষ্ট (ভেনিস),২ অক্টোবর(ভারত),৪ অক্টোবর(বাংলাদেশ,যুক্তরাষ্ট্র)
ভাষাইংরেজী
দৈর্ঘ১২২ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
নির্মানব্যয়$৫৫-৭০মিলিয়ন

joker-2019-lead-0123.jpgsource

যে ৫ কারনে জোকার মুভি দেখবেন:

১.জোয়াকুইন ফনিক্সের অভিনয়:

চরিত্রকে সূক্ষ্মভাবে ফুটিয়ে নেওয়ার দক্ষতা ভালোভাবে রপ্ত করে নিয়েছেন জোয়াকুইন ফনিক্স।বিশেষ করে নেতিবাচক চরিত্রগুলো সঙ্গে খুব সহজেই খাপ খাইয়ে নেন তিনি

২.প্রথম "জোকার"সিনেমা:

ব্যাটম্যানের সেই কুখ্যাত খলনায়ক ব্যক্তিগত কাহিনী নিয়ে নির্মিত জোকার সিনেমা।এর আগে জোকারকে পাওয়া গেছে ব্যাটম্যানের সাথে।

৩.আর রেটের সিনেমা:

'জোকার' আর রেটেড সিনেমা।রক্তারক্তি,সন্ত্রাস,অস্বস্তিকর আচরণ,মারামারি,যৌনতা সবকিছুই আছে।

৪.স্করসিসের প্রভাব:

মানসিকভাবে বিকারগ্রস্ত একজন সন্ত্রাসীর চরত্র নিয়ে নির্মিত হয়েছে'জোকার'। এ ধরনের চরিত্র ফুটিয়ে তোলায় দক্ষ মার্টিন স্করসিস।

৫.ক্যামেরার কাজ:

কমিক বইয়ের পাতার জোকার যেন ক্যামেরার কাজে ফুটে উঠেছে জীবন্ত হয়ে।এর মানবিক বিকারগ্রস্ত আচরণ গা শিউরে ওঠার মত যা ক্যামেরার সাহায্যে নিরুপুন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
images-57.jpegsource

"কোনো মানুষের কাছ থেকে এতটাই কেড়ে নিও না যে ত্র আর হারানোর ভয় না থাকে"।তার জীবনটাকে এতটাই দুর্বিসহ কর না যে,তার আর মৃত্যুর ভয় না লাগে।তাহলে সে তার অস্তিত্ত্ব হারিয়ে অপরাধ করাই তার প্রতি হওয়া অন্যায়ের বিচার করবে।একটা মানুষ বিকৃত সমাজব্যবস্থার শিকার হয়ে কি পর্যায়ে যেতে পারে তার একটা উদাহরণ দেখাতে 2019 সালে ডিরেক্ট্র টড ফিলিফস নির্মাণ করেছিলেন তাঁর ঐতিহাসিক জোকার মুভি টি।আজ আমরা জোকারের দৃষ্টিতে সমাজটাকে দেখব। কিভাবে তার জন্ম হলো তার সম্পর্কে জানব।

তো বলা যাক 2019 সালে রিলিজ হওয়া ক্রাইম ড্রমো জন্ডার আলোড়ন সৃষ্টিকারী জোকার ছবিটির ঘটনা প্রবাহ।গল্পটা শুরু হয় গোথাম শহরের এক অবহেলিত নিপীড়িত ব্যক্তি আর্থার ফিলিক্সকে নিয়ে।সে একটি কোম্পানিতে জোকার হিসেবে কাজ করত। নানান স্থানে তাকে জোকার অর্থাৎ ক্লাউন হিসেবে মানুষকে বিনোদন দিতে হতো।

images-58.jpegsource

একদা আর্থার একটি মিউজিক কোম্পানির এড করতে রাস্তায় আসে। কোম্পানিটির নাম ছিল "Everything must go". সে তার নানা অঙ্গভঙ্গিতে তার দিকে মানুষের এটেনশন নিচ্ছিল তখন সেখানে কিছু দুষ্ট বাচ্চারা আছে এবং তার হাতে থাকা সাইনবোর্ডটি কেড়ে নিয়ে দৌড়াতে থাকে একটা গলির ভেতরে গিয়ে সাইনবোর্ডটি দিয়ে আর্থারের মুখে সজোরে আঘাত করে।বাচ্চাগুলো আর্থারকে অনেক মারতে থাকে।

আর্থার একজন মানসিক রোগী ছিল।তাই সে সুস্থ হতে চাইত এবং একজন ভাল কমেডিয়ান হতে চাইত ডাক্তার আর্থারকে সব সময় লিখতে বলত।যেন তার মনের ভাব বুঝতে পারে।ডাক্তার তার ডায়রিতে দেখে সে লিখে রেখেছে তার মৃত্যু যেন "বেঁচে থাকার চেয়ে মূল্যবান হয়"।
images-59.jpegsource

আর্থারে মা পেনি থমাস ওয়েন এর বাসায় তিরিশ বছর কাজ করেছিল।থমাস ওয়েন বোথাম শহরের সবচেয়ে ধনী।সে প্রতি দিন তার চিঠির উত্তরের অপেক্ষায় থাকত।একদিন আর্থার জানতে পারে থমাস ওয়েন আর্থারের বাবা।

অর্থার ট্রেনে করে বাড়ি ফিরছিলেন সেখানে ওয়েন এন্টারপ্রাইজের তিন জন কর্মকর্তা মিলে একটি মেয়েকে উত্যক্ত করছিল।আর্থার তা সহ্য করতে না পেরে তার কলিগের দেওয়া বন্ধুক দিয়ে তিনজন কে মেরে ফেলে নিউজে থমাস ওয়েনস কে ওই তিনজন ব্যক্তির সম্পর্কে বলা হয়েছিল তিনি বলেছিলেন তারা ভাল মানুষ ছিলেন।তাই তাদের এমন মৃত্যু কখনই কম্য ছিল না।যে তাদের খুন করেছে সে একটি জোকারের বেসে ছিল।
images-60.jpegsource
কিন্তু অবাক করার বিষয় হচ্ছে শহরের সবাই ওই তিনজনের জন্য নয় জোকারের জন্যই সহানুভুতি দেখাচ্ছে,সাপোর্ট দিচ্ছে।আর্থার জোকারের এমন জয় জয়কার দেখে খুশি হয়।আর্থার তার বাবার সাথে দেখা করতে গেলে বড়ির কেয়ারটেকার তাকে বলে তার মা একজন মানসিক রোগি।

মারি ফ্রাংলিনের শো তে যাওয়ার পূর্বে আর্থার "আরকাম মানসিক হাসপাতালে আসে যেখানে তার মা চিকিৎসা নিয়েছিলেন।আর্থার তার মার ফাইল দেখে জানতে পারে তার মা পেনী ফেলেক্সের অতীতে এক বয়ফ্রেন্ড ছিল সে কিনা তার সামনেই আর্থারকে মারধোর করত,মাথায় আঘাত লাগার ফলে তার আজ এই করুন পরিনিতি।
images-61.jpegsource

আর্থার মারি ফ্রাংকলিনের শো তে জোকার সেজে যায়।এক পর্যায়ে সে আর্থারের সাথে হাসি ঠাট্টা করতে থাকে।আর্থার বলে কিছু দিন আগে যে তিন জন খুন হয়েছে সেটা সে করেছে।আর্থার শো তেই মারিকে গুলি করে হত্যা করে।

পুলিশ এসে আর্থারকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় কেউ একজন পুলিশের গাড়িকে ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে গাড়ি থামিয়ে জোকারকে উদ্ধার করে।আর্থারের নাক মুখে রক্ত আর সেই রক্ত দিয়েই জোকার তার স্মাইল ফেস তৈরি করে।সেখানে থাকা জোকারের মুখোশ পরা কেউ একজন থমাসকে গুলি করে মেরে ফেলে।
images-62.jpegsource

রেটিং:

IMDb-তে 8.5 out o10,Rotten Tometo-তে 68% এবং Metacritik-এ 59% এর সাথে মুভিটি জনসাধারনের কাছে জনপ্রিয়তা কূড়িয়ে নিয়েছে।

ট্রেইলার:

ব্যক্তিগত মতামত:

আমার কাছে মুভিটি অসাধারন লেগেছে।আপনারাও দেখতে পারেন।ছবিটিতে আমি জোকারের দৃষ্টিতে সমাজকে দেখতে পেয়েছি।পরিশেষে একটি কথাই বলতে চাই:

" কোনো মানুষের কাছ থেকে এতটাই কেড়ে নিও না যে,তার আর হারানোর ভয় না থাকে"।

By @ripon999

♥ধন্যবাদ সবাইকে♦

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58728.31
ETH 3185.59
USDT 1.00
SBD 2.43