বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচের রিভিউ
বাংলাদেশ ক্রিকেট দল টানা দুটি ম্যাচ হারলো৷ বাংলাদেশ ক্রিকেট দল মোট তিন ম্যাচ খেলেছে এর মধ্যে প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে জিতেছে৷ এরপর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সাথে হারলো।
কালকে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের খেলা আরম্ভ হয় দুপুর ২.৩০ টায়৷ বাঙালিরা সবাই অধির আগ্রহে বসে ছিলো খেলার দেখার জন্য। বিশ্বকাপ মানেই একটা ভালো লাগা কাজ করে, উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে৷
নিউজিল্যান্ড টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়৷ নিউজিল্যান্ডের বোলিং মারাত্মক। প্রথম ওভারের প্রথম বলেই লিটন দাস আউট হয়। প্রথম ১৫ ওভারেরই ৪ উইকেট পরে যায় বাংলাদেশের। এরপর সাকিব, মুশফিক ও মাহমুদুল্লার রানের উপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রান৷
২৪৬ রানের টার্গেটে খেলতে নেমে নিউজিল্যান্ডের শুরুতেই একটি উইকেট পরে যায়৷ এরপর ডেভন কনওয়ে ও উইলিয়ামসন ধৈর্য ধরে ব্যাটিং করেন৷ ৪২.৫ বল খেলে ২ হারিয়ে নিউজিল্যান্ড তাদের লক্ষ্যে পৌঁছে যায়৷ নিউজিল্যান্ডের ৮ উইকেটে ম্যাচ জিতে যায়৷ লুকি ফারগুসন ম্যান ওফ দা ম্যাচ হয়৷