|| Steem Bangladesh Contest || Sports || by @rimon03 || 22-06-2021
HELLO
MY DEAR FRIENDS
This is @rimon03 from Bangladesh
সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং লাল গোলাপের ভালোবাসা।
আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আমি আজকে #steem-bangladesh কতৃক আয়োজিত sports এ অংশগ্রহণ করতে যাচ্ছি।
আমি আজকে যে খেলাটি সম্পর্কে বলতে যাচ্ছি। তা হয়তো অনেকের প্রিয় খেলা।
খেলার নামঃ লাটিম
আমাদের গ্রাম অঞ্চলে একটি জনপ্রিয় খেলা। এবং ভারত উপমহাদেশ গুলির অন্যতম একটি জনপ্রিয় গ্রামীণ খেলা।
উপকরণঃ
আগে সুতার মিস্ত্রিরা গ্রামের ছেলেদের লাটিম বানিয়ে দিত। তারা গাছের মোটা ও শক্ত ডাল দিয়ে এই লাটিম তৈরি করতো।
এবং পাট থেকে লাটিমের জন্য লতি বা ফিতা বানানো হতো। বর্তমানে বাণিজ্যিক ভাবে তুলনামূলক নরম তুলা বা সুতা দিয়ে লাটিমের জন্য ফিতা বানানো হচ্ছে।
লাটিম খেলার ধরনঃ
সাধারণত তিন ভাবে লাঠিম খেলা হয়ে থাকে।
১। বেল্লাপারঃ
বেল্লাপারে দুই পাশে দুটি দাগ টেনে সীমাবদ্ধ করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণী খেলায় যে লাটিম পরাজিত হয় তার নিজের লাটিম ঘুরিয়ে হাতে নিয়ে আঘাত করে নির্ধারিত যে সীমানা দেওয়া হয় সেটি পার করতে হয়। যদি নির্ধারিত সীমানা পার হয়ে যায় তাহলে, শর্ত অনুযায়ী দাবা বা লাটিম দিয়ে কস খাওয়া হয়ে থাকে।
২। ঘরকোপঃ
লাটিমের ফিতা এবং লাটিম দিয়ে একটি বৃত্ত আঁকার পর বৃত্তের ভিতরে লাটিমগুলো বন্দী করে রাখা হয়। এবং বৃত্তের লাটিম গুলোকে বাহির থেকে আঘাত বা কোপ মেরে কস খাওয়া হয়ে থাকে।
৩। ঘুরতি কোপঃ
প্রতিযোগীদের ভিতর একজনের লাটিম ঘোরানো হয়ে থাকে। এবং অন্যরা তাদের নিজেদের লাটিম ঘুরিয়ে ওই লাটিমকে আঘাত করার চেষ্টা করে। এটি হলো এই খেলাটির প্রথম উদ্দেশ্য। আর এই পদ্ধতিতে খেলতে অনেক লাটিমের প্রয়োজন হয়।
লাটিম খেলার সম্পর্কে কিছু কথাঃ
লাটিম বা লাট্টু আমাদের ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় খেলা। লাটিম খেলতে পারে না এরকম মানুষ আমাদের সমাজে অনেক কম রয়েছে। আমাদের ছেলেবেলার প্রিয় খেলা গুলোর মধ্যে এটি একটি। এই খেলা গুলো কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে সেই আনন্দ গুলো।
লাটিম খেলায় আমার মতামতঃ
লাটিম এমন একটি খেলা এটি খেলার সময় অনেক আনন্দ উল্লাস করা হয়ে থাকে। আমি যখন ছোট ছিলাম তখন লাটিম খেলতে অনেক আগ্রর্হী ছিলাম। এবং আমার কাছে এখনো একটি লাটিম রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে দিন দিন এই খেলা গুলো কোথায় জানি হারিয়ে যাচ্ছে।
Thanks for all guy's
please support me
Best regards:-
@rimon03
Khub sundor hoyeche
Thank you.