কবিতা আবৃতি|| আষাঢ় by @rifat3 || 2% To bd-charity

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামুআলাইকুম।
আমি @rifat3 আশাকরি আল্লাহ তা'আলার রহমতে সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে, বিশ্বকবি "রবীন্দ্রনাথ ঠাকুরের" রচিত একটি কবিতা আবৃতি নিয়ে এসেছি।

IMG_20210702_181033.jpg
source

কবিতার নাম-"আষাঢ়"। আশাকরি আমার উপস্থাপিত কবিতা আবৃতি টি আপনাদের সবার ভালো লাগবে।

আষাঢ়
– রবীন্দ্রনাথ ঠাকুর

নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।

বাদলের ধারা ঝরে ঝরঝর,
আউশের ক্ষেত জলে ভরভর,

কালি-মাখা মেঘে ও পারে আঁধার ঘনিছে দেখ্ চাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।।

ওই ডাকে শোনো ধেনু ঘনঘন, ধবলীরে আনো গোহালে।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।

দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্ দেখি
মাঠে গেছে যারা তারা ফিরিছে কি,
রাখালবালক কী জানি কোথায় সারা দিন আজি খোয়ালে।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।।

শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।

পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ,
দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ,
দরদর বেগে জলে পড়ি জল ছলছল উঠে বাজি রে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।।

ওগো, আজ তোরা যাস নে গো, তোরা যাসনে ঘরের বাহিরে।

আকাশ আঁধার, বেলা বেশি আর নাহি রে।
ঝরঝর ধারে ভিজিবে নিচোল,
ঘাটে যেতে পথ হয়েছে পিছল,
ওই বেণুবন দুলে ঘনঘন পথপাশে দেখ্ চাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।।
source

Thank you

Cc: @toufiq777 @nahidhasan23 @masumrbd @abuahmad

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43