কোরআন তিলওয়াত || সূরা আত-ত্বীন

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামুয়ালাইকুম। আজকে আমি প্রথম বারের মত স্টীম বাংলাদেশের কন্টেস্ট এ অংশগ্রহণ করতে যাচ্ছি।

সূরা ত্বীন
আরবি,বাংলা উচ্চারণ এবং অর্থ
মোট আয়াত: ৮টি

وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ

وَطُورِ سِينِينَ

وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ

ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ

أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ

উচ্চারণঃ ওয়াততীন ওয়াঝঝাইতূন।ওয়া তূরি ছীনীন। ওয়া হা-যাল বালাদিল আমীন। লাকাদ খালাকনাল ইনছা-না ফীআহছানি তাকবীম। ছু ম্মা রাদাদ না-হু আছফালা ছা-ফিলীন। ইল্লাল্লাযীনা আ-মানূওয়া‘আমিলুসসা-লিহা-তি ফালাহুম আজরুন গাইরু মামনূন। ফামা-ইউকাযযি বুকা বা‘দুবিদ্দীন। আলাইছাল্লা-হু বিআহকামিল হা-কিমীন।

অর্থঃ শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, এবং এই নিরাপদ নগরীর। আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার। অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
source

ধন্যবাদ

Sort:  

Ma Shall Allah . khub vlo lagsa.

 3 years ago 

খুবই সুন্দর তিলওয়াত করেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ কোরআন তিলওয়াত শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

আপনাকে ও ধন্যবাদ ভাই।আপনাদের সহযোগীতায় @steem-Bangladesh এ কিছু করার সুযোগ পাচ্ছি....!!!আশা করি আপনাদের সব সময় পাশে পাবো ভাই!!!অসংখ্য ধন্যবাদ ভাই!!!

 3 years ago 

অনেক ভালো তিলাওয়াত করেছে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 69508.29
ETH 3366.22
USDT 1.00
SBD 2.74