Diary Game Season 3 || 15/09/2021 || Wednesday || 18% To Steem Bangladesh and 2% To BD Charity

in Steem Bangladesh3 years ago (edited)

15 September, 2021
Today is Sunday
Dhaka, Bangladesh



আসসালামুআলাইকুম
আমি @rifat3 আশাকরি আল্লাহ তা'আলার রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আমি আজ আমার সারাদিনের কর্মকান্ড ও কাজগুলো ডায়রি লিখার মাধ্যমে আপনাদের সামনে তুলেধরবো। আশা করি আমার আজকের ডাইরিটি পড়ে আপনাদের সবার ভালো লাগবে।



IMG_20210915_192356.jpg


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddjqeL3KHvETT6LCp43vNtDeYM5QmvW21Nq9hd6z5dtufWC2nff6igAQ9z4T38ThXxgV8CNgXvwihCt7AT...xQZZe7D72uFsF8t8qWagzzxttbQa5Lvep16oRtjSSG86SmhMW9nL8pNb54TsWMuU3ECCbFCqtqmDKSCED6P2gtS2e2gHeLQ78KR7iAjug938mEDMXw1S7vksLA.png

সকাল

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddjqeL3KHvETT6LCp43vNtDeYM5QmvW21Nq9hd6z5dtufWC2nff6igAQ9z4T38ThXxgV8CNgXvwihCt7AT...xQZZe7D72uFsF8t8qWagzzxttbQa5Lvep16oRtjSSG86SmhMW9nL8pNb54TsWMuU3ECCbFCqtqmDKSCED6P2gtS2e2gHeLQ78KR7iAjug938mEDMXw1S7vksLA.png


আজ আমি সকাল ৫ঃ২০ মিনিটে ঘুম থেকে উঠি। অজু করে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে দিনটি শুরু করি। নামাজ শেষ করে কিছু সময়ের জন্য আমার ছাদে যেয়ে হাটাহাটি করি। আজ আমার ইউনিভার্সিটিতে কাজ ছিল। আমার পরীক্ষার এডমিট কার্ড তুলতে যেতে হয়েছে। সকাল ৯ টার দিকে সকালের নাস্তা করে কলেজের দিকে যাত্রা শুরু করলাম।আমার ইউনিভার্সিটিতে যেতে, আমার বাসা থেকে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে।বাস ভাড়া ও মাত্র ৫ টাকা। প্রথমে পায়ে হেঁটে মেইন রোডে যাই। তারপরে বাসে উঠে কিছু সময় পরে ইউনিভার্সিটিতে পৌঁছে যাই।

IMG_20210915_191600.jpg
Location: https://w3w.co/punctual.shapeless.decays

আমার ইউনিভার্সিটির খেলার মাঠের একাংশ ও একটি ভবন


আজ ৬ মাসের বেশি সময় পরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। করনায় লগডাউনে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় আর আসা হয়নি। আরো ক্লাস ফ্রেন্ডদের আসার জন্য আমন্ত্রন জানিয়েছি সবাই এক সাথে দেখা হবে বলে। সবার আসতে একটু লেট হয় বলে, ছাত্র সংসদের রুমে বসে দুই ফ্রেন্ডের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করি।


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddjqeL3KHvETT6LCp43vNtDeYM5QmvW21Nq9hd6z5dtufWC2nff6igAQ9z4T38ThXxgV8CNgXvwihCt7AT...xQZZe7D72uFsF8t8qWagzzxttbQa5Lvep16oRtjSSG86SmhMW9nL8pNb54TsWMuU3ECCbFCqtqmDKSCED6P2gtS2e2gHeLQ78KR7iAjug938mEDMXw1S7vksLA.png

দুপুর

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddjqeL3KHvETT6LCp43vNtDeYM5QmvW21Nq9hd6z5dtufWC2nff6igAQ9z4T38ThXxgV8CNgXvwihCt7AT...xQZZe7D72uFsF8t8qWagzzxttbQa5Lvep16oRtjSSG86SmhMW9nL8pNb54TsWMuU3ECCbFCqtqmDKSCED6P2gtS2e2gHeLQ78KR7iAjug938mEDMXw1S7vksLA.png


দুপুর ১২ টার পরে ক্লাস ফ্রেন্ডরা সবাই একে একে আসতে শুরু করে। আমাদের সাথের অনেকেই চলে আসলো। সবাই ম্যাডামের রুমে চলে গেলাম এডমিট কার্ড তুলতে। একে একে সবাই যার যার কার্ড বুঝেনিল। সবাই কিছু সময় আলাপ আলোচনা করলাম। সবাই কাজ সেরে চলে যায় বাসায়। আমি আর আমার আরেকটা বন্ধু আবার চলে গেলাম ছাত্র সংসদ রুমে। সেখানে যেয়ে বিশ্রাম নিলাম অনেক সময়। আবারো অনেক বিষয়ে কথা হলো। এর মধ্যেই এক ফাঁকে যোহরের নামাজ আদায় করে নেই। তার কিছু সময় পরে বাসার দিকে যাত্রা শুরু করি।

IMG_20210915_191000.jpg
Location: https://w3w.co/super.ownership.flask

রাস্তায় গাড়ি


বাইরে প্রচন্ড রোদ ও গরম ছিল আজ। রাস্তায় বের হবার পরে গরম আরো বেশি লাগছিল। বাসায় ফিরে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খাই। বিছানায় যেয়ে বিশ্রাম নিতেই ঘুম চলে আসে।


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddjqeL3KHvETT6LCp43vNtDeYM5QmvW21Nq9hd6z5dtufWC2nff6igAQ9z4T38ThXxgV8CNgXvwihCt7AT...xQZZe7D72uFsF8t8qWagzzxttbQa5Lvep16oRtjSSG86SmhMW9nL8pNb54TsWMuU3ECCbFCqtqmDKSCED6P2gtS2e2gHeLQ78KR7iAjug938mEDMXw1S7vksLA.png

বিকেল

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddjqeL3KHvETT6LCp43vNtDeYM5QmvW21Nq9hd6z5dtufWC2nff6igAQ9z4T38ThXxgV8CNgXvwihCt7AT...xQZZe7D72uFsF8t8qWagzzxttbQa5Lvep16oRtjSSG86SmhMW9nL8pNb54TsWMuU3ECCbFCqtqmDKSCED6P2gtS2e2gHeLQ78KR7iAjug938mEDMXw1S7vksLA.png


ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তারাতাড়ি অজু করে আসরের নামাজ আদায় করি। নামাজ আদায়ের পরে আমার ছাদ বাগানে যাই। নামাজ শেষ করে ছাদে যাই। মনের প্রশান্তির জন্য একটু ছাদে হাটাহাটি করি। আকশটি দেখতে অনেক ভালো লাগছিল। তাই আকাশের একটি ছবিতুলি।

IMG_20210915_192100.jpg
Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid

শেষ বিকেলের আকাশ


সন্ধ্যা ও রাত

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddjqeL3KHvETT6LCp43vNtDeYM5QmvW21Nq9hd6z5dtufWC2nff6igAQ9z4T38ThXxgV8CNgXvwihCt7AT...xQZZe7D72uFsF8t8qWagzzxttbQa5Lvep16oRtjSSG86SmhMW9nL8pNb54TsWMuU3ECCbFCqtqmDKSCED6P2gtS2e2gHeLQ78KR7iAjug938mEDMXw1S7vksLA.png


মাগরীবের আজানের কিছু সময় পরে ছাদ থেকে নেমে আসি। বাসায় এসে অজু করি। তারপর মাগরীবের নামাজ আদায় করি। তারপর সন্ধ্যার নাস্তা করি।

IMG_20210915_191924.jpg
Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid

আপেল

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddjqeL3KHvETT6LCp43vNtDeYM5QmvW21Nq9hd6z5dtufWC2nff6igAQ9z4T38ThXxgV8CNgXvwihCt7AT...xQZZe7D72uFsF8t8qWagzzxttbQa5Lvep16oRtjSSG86SmhMW9nL8pNb54TsWMuU3ECCbFCqtqmDKSCED6P2gtS2e2gHeLQ78KR7iAjug938mEDMXw1S7vksLA.png


তারপর মোবাইল নিয়ে বসে অনলাইনে প্রবেশ করি এবং স্টিমিট, মেসেঞ্জার চেক করি। এখন আমি আমার সারা দিনের কর্মকান্ড গুলোর ডাইরি লিখছি। কিছু সময়ের মধ্যে স্টিমিটে পোস্ট দিবো ইনশাআল্লাহ।

যারা সময় নিয়ে, এত সময় আমার ডেইরি গেইমটি পরলেন সবাইকে।



ধন্যবাদ


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddjqeL3KHvETT6LCp43vNtDeYM5QmvW21Nq9hd6z5dtufWC2nff6igAQ9z4T38ThXxgV8CNgXvwihCt7AT...xQZZe7D72uFsF8t8qWagzzxttbQa5Lvep16oRtjSSG86SmhMW9nL8pNb54TsWMuU3ECCbFCqtqmDKSCED6P2gtS2e2gHeLQ78KR7iAjug938mEDMXw1S7vksLA.png

CC:- @toufiq777 @sohanurrahman @sobuj28 @masumrbd @abuahmad

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXiE7arBNuf15MvfK3qkAxnBtSL4s4Wbk8uodtv1769FzfGkWCc1T9LX1QhLG7AzpNjGHBCnJbMh81S9A3...TAHb8Yt5K9cYp4pkAqRZ4fr3hdLWnnZT4kn1Zbuk41S6wSo6SW4NoUxsH9NHPiNio1nbuZnBhr3Zi6cVuNBUEVJjjuFG8gEUx7Xc2u4RvgoXrTGU9bwsg75mLA.png

Sort:  
 3 years ago 

সকালে হাটাহাটি করা শরীরের জন্য ভালো। কয়েকদিন থেকে প্রচুর গরম। সুন্দর ডায়েরি লিখেছেন।

 3 years ago 

জি ভাই সবারই কমবেশি শরীচর্চা/হাটাহাটি করা উচিত। প্রতিদিন প্রচুর গরম এখন। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্টের জন্য।

 3 years ago (edited)

ধন্যবাদ ভাই

Khub e sundor post korechen apni

 3 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.26
JST 0.039
BTC 93501.46
ETH 3355.78
USDT 1.00
SBD 3.29