Diary Game Season 3 || 08/09/2021 || Wednesday || 18% To Steem Bangladesh and 2% To BD Charity
08-09-2021
Wednesday
Dhaka, Bangladesh
আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন?
আশাকরি আল্লাহ তা'আলার রহমতে সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকেও অনেক ভালো রেখেছেন।
আজ স্টিম বাংলাদেশ কমিউনিটির কনটেস্টের বিষয় গুলোর মধ্যে একটি হলো "Diary game"। আমি আজ আমার সারাদিনের কর্মকান্ড ও কাজগুলো ডায়রি লিখার মাধ্যমে আপনাদের সামনে তুলেধরবো। আশা করি আমার আজকের ডেইরি গেমটি আপনাদের সবার ভালো লাগবে।
সকাল
প্রতিদিনের মতো আজ ও আমার দিনের শুরুটি হয়েছে, ঘুম থেকে উঠে অজু করে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে।
সকাল ৯ঃ৩০ এর দিকে সকালের নাস্তা করি।
নাস্তা করে আমার ছাদ বাগানে যাই। প্রতিদিনের মতো আজো আমার বাগানে ফুল ফুটেছে। তাই ছবি তুলে রাখলাম।
Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid
পর্তুলিকা ফুল
রুমে এসে মোবাইল নিয়ে বসি। মোবাইলে স্টিমিটের কাজ করি,শেয়ার মার্কেট চেক করি, ফেইসবুকে প্রবেশ করি।
Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid
নিজের হাতে স্থাপন করা হোল্ডার ও লাইট
যোহরের নামাজ আদায় করে কিছু সময়ের জন্য পবিত্র কোরআন তিলাওত করলাম। দুপুর ৩ টার পরে দুপুরের খাবারের খাবার খাই।
দুপুরের খাবার খেয়ে কিছু সময়ের জন্য আবার অনলাইনে আসি। কিছু মেসেঞ্জার, ফেইসবুক, স্টিমিট আরো বিভিন্ন সাইটে ঢুকে কিছু কাজ করি। তখন কেমন যেন ক্লান্ত লাগছিল।একটু ঘুমিয়ে নিলাম।
বিকেল
ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে।তারাতাড়ি অজু করে আসরের নামাজ আদায় করি। নামাজ আদায়ের পরে আমার ছাদ বাগানে যাই। নামাজ শেষ করে সাদে যাই। মনের প্রশান্তির জন্য একটু ছাদে হাটাহাটি করি। আকশটি দেখতে অনেক ভালো লাগছিল। তাই আকাশের একটি ছবিতুলি।
Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid
শেষ বিকেলের আকাশ
সন্ধ্যা
মাগরীবের আজানের কিছু সময় পরে ছাদ থেকে নেমে আসি। বাসায় এসে অজু করি। তারপর মাগরীবের নামাজ আদায় করি। তারপর সন্ধ্যার নাস্তা করি।
আজকের নাস্তায় ছিল গরুর দুধ ও টোস্ট বিস্কুট।
Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid
সন্ধ্যার নাস্তা
তারপর মোবাইল নিয়ে বসে অনলাইনে প্রবেশ করি এবং স্টিমিট, মেসেঞ্জার চেক করি।
রাত
আমার সারা দিনের কর্মকান্ড গুলোর ডাইরি লিখছি।
কিছু সময়ের মধ্যে স্টিমিটে পোস্ট দিবো ইনশাআল্লাহ।
যারা সময় নিয়ে, এত সময় আমার ডেইরি গেইমটি পরলেন সবাইকে।
ধন্যবাদ
CC:- @toufiq777 @nahidhasan23 @sohanurrahman @sobuj28 @masumrbd
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.