Diary Game Season 3 || 06/11/2021 || Saturday || 18% To Steem Bangladesh and 2% To BD Charity

in Steem Bangladesh3 years ago (edited)

06-11-2021
Saturday
Dhaka, Bangladesh



আসসালামুআলাইকুম
আমি @rifat3 আশাকরি আল্লাহ তা'আলার রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আমি আজ আমার সারাদিনের কর্মকান্ড ও কাজগুলো ডায়রি লিখার মাধ্যমে আপনাদের সামনে তুলেধরবো। আশা করি আমার আজকের ডাইরিটি পড়ে আপনাদের সবার ভালো লাগবে।

IMG_20211107_202338.jpg



সকাল



আলহামদুলিল্লাহ আজ সকাল ৫ঃ৪০ মিনিটে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে প্রথমে অজু করে ফজরের নামাজ আদায় করি। এবং নামাজ আদায়ের মধ্যে দিয়ে দিনটি শুরু করি। তারপর মোবাইল হাতে নিয়ে স্টিমিটে প্রবেশ করি।
এরপর আবার ঘুমিয়ে যাই। আজ বাসায় কাজ করতে হবে।
তাই আমাকে বাসা থেকে মোবাইলে কল দেয়, কলের শব্দ শুনে ঘুম ভেঙে যায়। আমি কখন কাজ শুরু করবো তা জানতে চাওয়া হয়। কথা শেষ করে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করে নিলাম। খাবার খেয়ে কাজ করা শুরু করে দিলাম। কাজটা হলো আমাদের বাসার এক ভারাটিয়ার বারান্দায় লোহার নেট লাগাতে হবে। যাতে চোরে কাপড় নিতে না পারে।



দুপুর



IMG_20211107_202441.jpg
Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid

কাস্টমারকে দেখানো জন্য গাছের ছবি তোলা


কাজ করতে সকাল গড়িয়ে দুপুর হয়ে আসে। আমার সাথে আরেক ভাই ও কাজ করে। সে বাসার আরেকটা ছেলে আছে, সেই ভাই ও আমাদের কাজে মাঝে মধ্যে সাহায্য সহযোগীতা করে। কাজ যখন প্রায় শেষ অবস্থায় তখন সেই বাসা থেকে আমাদের নাস্তা দেয়া হয়। আমরা নাস্তা করে নেই। এর মধ্যে তারা আমাদের আমসত্ত্ব খেতে দেয়, তাদের বাড়ির থেকে এনেছিল। অনেক মজা লেগেছিল আমসত্ত্ব গুলো। কাজ শেষ করে বাসায় ফিরে হাত ধুয়ে মোবাইল নিয়ে বসলাম, ফেইসবুক মেসেঞ্জারে ঢুকে গাছের কাস্টমারদের সাথে কথা বলি। তাদেরকে গাছের ছবি তুলে সেই ছবি দেই। এরপর গোসল করে জোহরের নামাজ আদায় করি। দুপুরের খাবার খাই।



বিকেল



কিছু সময় আবার গাছের কাস্টমারদের সাথে কথা বলি। অজুকরে আছরের নামাজ আদায় করে নেই। ছাদে যেয়ে আমার ছাদের গাছ গুলো দেখাশুনা করি। গাছ লাগাই। কিছু সময় ছাদে হাটাহাটি করি।

IMG_20211106_170136_935.jpg
Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid

বিকেলের আকাশের একটি ছবি



সন্ধ্যা ও রাত



মাগরীবের আজানের কিছু সময় আগে বাসায় ফিরে আসি। অজু করে নামাজ আদায় করি। তারপর আবার একটু ছাদে যাই। বাসায় যেয়ে মায়ের সাথে মোবাইলে কলে কথা বলি। ৭ টায় এশার আজান দিয়ে দিল। কিছু সময় পরে অজু করে নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলাম। নামাজ শেষ মসজিদে বয়ান হলো সেখানে বসে বয়ান শুনলাম। বয়ান শেষে হুজুর চা বিস্কিটের দাওয়াত দিল। সেখানে নাস্তা করে। বাসায় ফিরে আসি। কাপড় চেইঞ্জ করে হাত পা ধুয়ে মোবাইল হাতে নিয়ে বসে যাই।

IMG_20211107_202914.jpg
Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid

রাতের ঢাকার একটি ছবি


আবার সেই গাছের কাস্টমারদের সাথে কথা বলি। রাতের খাবার খেয়ে দাঁত ব্রাশ করে বিছানায় গেলাম ৷ অনলাইনে ঢুকার পরে ঘুম এসে যায়।
যারা সময় নিয়ে আমার ডাইরি গেইমটি পরলেন সবাইকে আমার পক্ষথেকে....

ধন্যবাদ



@CC:- @toufiq777 @sobuj28 @masumrbd @abuahmad

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXiE7arBNuf15MvfK3qkAxnBtSL4s4Wbk8uodtv1769FzfGkWCc1T9LX1QhLG7AzpNjGHBCnJbMh81S9A3...TAHb8Yt5K9cYp4pkAqRZ4fr3hdLWnnZT4kn1Zbuk41S6wSo6SW4NoUxsH9NHPiNio1nbuZnBhr3Zi6cVuNBUEVJjjuFG8gEUx7Xc2u4RvgoXrTGU9bwsg75mLA.png

Sort:  
 3 years ago 

প্রথম ছবিটা দেখে মনে হচ্ছে এটা একটা বারোবমাসি আম গাছের। মসজিদে বয়ানব শোনা ভালো। নাইস ডায়েরি ভাই।

 3 years ago 

ঠিক ধরেছেন ভাই। আম গাছটা তেমনি। সময়ের আগে আম এসেছে। আমার সিজনে সব আম শেষ হলে, আবারো হয়তো এই গাছে মুকুল আসবে।

 3 years ago 

খুব সুন্দর লাগছে ছবি গুলো আর সর্বশেষ ছবিটি কি ছাদের উপর থেকে তুলা হয়েছিল।

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68431.46
ETH 2457.08
USDT 1.00
SBD 2.60