কবিতা আবৃতি; খোকার খুশি by @rifat3

in Steem Bangladesh4 years ago

আসসালামুআলাইকুম।
আমি @rifat3. আশাকরি আল্লাহ তা'আলার রহমতে সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের" রচিত (ঝিঙেফুল কাব্যগ্রন্থের) একটি "রসাত্মক" কবিতার আবৃতি নিয়ে এসেছি।

istockphoto-891429234-612x612.jpg

source
কবিতার নাম- "খোকার খুশি"। আশাকরি আমার উপস্থাপিত কবিতা আবৃতি টি আপনাদের সবার ভালো লাগবে।

"খোকার খুশি"
(কাজী নজরুল ইসলাম)

কী যে ছাই ধানাই-পানাই –
সারাদিন বাজছে সানাই,
এদিকে কারুর গা নাই
আজই না মামার বিয়ে!
বিবাহ! বাস, কী মজা!
সারাদিন মণ্ডা গজা
গপাগপ খাও না সোজা
দেয়ালে ঠেসান দিয়ে।
তবু বর হচ্ছিনে ভাই,
বরের কী মুশকিলটাই –
সারাদিন উপোস মশাই
শুধু খাও হরিমটর!
শোনো ভাই, মোদের যবে
বিবাহ করতে হবে –
‘বিয়ে দাও’ বলব, ‘তবে
কিছুতেই হচ্ছিনে বর!’
সত্যি, কও না মামা,
আমাদের অমনি জামা
অমনি মাথায় ধামা
দেবে না বিয়ে দিয়ে?
মামিমা আসলে এ ঘর
মোদেরও করবে আদর?
বাস, কী মজার খবর!
আমি রোজ করব বিয়ে॥

(ঝিঙেফুল কাব্যগ্রন্থ)
source

Thank You

Cc: @toufiq777 @nahidhasan23

Sort:  
 4 years ago 

অনেক সুন্দর হয়েছে। আপনি ভাল কবিতা আবৃত্তি করতে পারেন।

 4 years ago 

ধন্যবাদ
দোয়া চাই।

দারুন ছিলো।

 4 years ago 

Thank you vai

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.039
BTC 96251.98
ETH 3374.21
USDT 1.00
SBD 3.04