কবিতা আবৃতি; খোকার খুশি by @rifat3
আসসালামুআলাইকুম।
আমি @rifat3. আশাকরি আল্লাহ তা'আলার রহমতে সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের" রচিত (ঝিঙেফুল কাব্যগ্রন্থের) একটি "রসাত্মক" কবিতার আবৃতি নিয়ে এসেছি।
source
কবিতার নাম- "খোকার খুশি"। আশাকরি আমার উপস্থাপিত কবিতা আবৃতি টি আপনাদের সবার ভালো লাগবে।
(কাজী নজরুল ইসলাম)
সারাদিন বাজছে সানাই,
এদিকে কারুর গা নাই
আজই না মামার বিয়ে!
বিবাহ! বাস, কী মজা!
সারাদিন মণ্ডা গজা
গপাগপ খাও না সোজা
দেয়ালে ঠেসান দিয়ে।
তবু বর হচ্ছিনে ভাই,
বরের কী মুশকিলটাই –
সারাদিন উপোস মশাই
শুধু খাও হরিমটর!
শোনো ভাই, মোদের যবে
বিবাহ করতে হবে –
‘বিয়ে দাও’ বলব, ‘তবে
কিছুতেই হচ্ছিনে বর!’
সত্যি, কও না মামা,
আমাদের অমনি জামা
অমনি মাথায় ধামা
দেবে না বিয়ে দিয়ে?
মামিমা আসলে এ ঘর
মোদেরও করবে আদর?
বাস, কী মজার খবর!
আমি রোজ করব বিয়ে॥
(ঝিঙেফুল কাব্যগ্রন্থ)
source
Thank You
অনেক সুন্দর হয়েছে। আপনি ভাল কবিতা আবৃত্তি করতে পারেন।
ধন্যবাদ
দোয়া চাই।
দারুন ছিলো।
Thank you vai