ডাইরি গেম || অতি সাধারণ একটি দিন || আজকের তারিখ হল ১ - ফেব্রুয়ারি - ২০২২
হ্যালো ভাই-ব্রাদার
আমার নাম মোঃ রেজাউল রেজা এবং আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার ইউজার আইডি হল @reza07। আমি আজকে এই পোষ্টের মাধ্যমে আমার সমস্ত দিনের কর্মকাণ্ড শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক মূল পর্বে।
দিনের পূর্ব ভাগ
আজকের সকালটা শুরু একবারে ব্যতিক্রমভাবে। রাত্রে ফোনে এলাম দিতে মনে ছিল না তাই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। যথাসময়ের চেয়ে 1 ঘন্টা লেটে আমি ঘুম থেকে সেজন্য আমার কাজে অনেকটাই ব্যাঘাত ঘটে। যে কারণে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাস্তা টা সেরে নেই।আজকের তেমন কুয়াশা ছিল না তাই একটু শীত কম লাগতেছিল। আমার আপু ঢাকা থেকে বাসায় আসতেছিল যেকারনে আমায় স্টেশনে আপুকে আনার জন্য যাওয়ার কথা ছিল। এবং তাড়াহুড়ো করে আপুকে আনার জন্য আমি স্টেশনের দিকে রওনা দিলাম। ততক্ষণে দেখি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে এসে পৌঁছে গেছে। এবং আমি ট্রেনে উঠে আপুর ব্যাক জিনিসপত্রগুলো ট্রেন থেকে নামালাম। এবং একটি অটো গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিলাম। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় এসে পৌঁছলাম। মা ততক্ষণে আমাদের জন্য নাস্তা প্রায় রেডি করে ফেলছে।
সবাই মিলে নাস্তা করলাম এবং একসাথে আড্ডায় মেতে উঠলাম। প্রায় দুই ঘণ্টা ধরে আড্ডা দিলাম এবং পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করলাম।তারপর সবাই মিলে ঘুরতে বাইরে গেলাম। সবাই মিলে ঘুরতে বেশ ভালই লাগছিল। ঘোরা শেষে বাসায় ফিরে এসে গোসল দিলাম। তারপর খাওয়া-দাওয়া করে রুমে গেলাম। এবং ফোনটা নিয়ে ফেসবুকে কিছু সময় ঘুরাঘুরি করলাম। এবং আমার ভাগিনা বলতেছে যে এসে নাকি আমার সঙ্গে কেরাম খেলবে এবং তারা তার সঙ্গে আমি কেরাম খেললাম ফোনে।
দিনের শেষ ভাগ
বিকেলবেলা ভাগিনা বলতেছে যে সে নাকি ফুচকা খাবে এবং ফুচকা খাওয়ার জন্য তাকে নিয়ে গেলাম চিরিরবন্দরে।সেখানকার ফুচকা অনেক টেস্ট তাই তাকে নিয়ে সেখানে গেলাম। ফুচকা খেলাম এবং কিছু সময় আড্ডা দিলাম।আড্ডা দেওয়ার পর আমার ভাগিনা একসময় বলতেছে সে নাকি বাইক চালা শিখবে তাই তাকে নিয়ে মাঠে চলে গেলাম।বাইক চালাইতে গেলে প্রাথমিক পর্যায়ে যেসব জিনিস না জানলেই নয় সেগুলো তাকে প্রথমে একটু ধারণা দিলাম। এবং সে প্রথমতে অনেক ভয় পাচ্ছিল।তারপর আমি তাকে বললাম ভয়ের কিছু নেই। সাহস করতে হবে।
তারপর আমরা বাসায় চলে এলাম। বাসায় এসে নাস্তা করলাম নাস্তা করার পর আমরা চলে গেলাম সেই আমাদের পুরনো বাজারে। বাজারে গিয়ে ভাগিনার কিছু কেনাকাটা ছিল সেগুলো তাকে করে দিলাম। তারপর আমরা বাসায় ফিরলাম।