My Town in 10 Pics || 15-02-2021 || Pictures of some of the things used in the lives of ordinary people
আপনার যেগুলো দেখতে পারছেন , এগুলো হচ্ছে পানপাতা। এগুলো সাধারণ গাছের পাতার মতোই দেখতে হলেও এগুলো মানুষের খাবার ।এগুলো মানুষ শখ করে খেয়ে থাকে । রাস্তার পাশের দোকানের এভাবে পান পাতা বিক্রি করা হচ্ছে। পান পাতা সাধারণত বৃদ্ধ মানুষ বেশি খায় ।
- What3words Location Code : https://w3w.co/workshops.unite.count
এটি হলো এক ধরনের মাল বহন করা ট্রাক গাড়ি। এই গাড়িটির নাম হল নসিমন । গাড়িটিতে অল্প পরিমাণে মাল পরিবহন করা যায় । যে সকল ব্যবসায়ীর অল্প পরিমান মাল আনানিয়া করতে হয় তারা এ ধরনের পরিবহন ব্যবহার করে ।
- What3words Location Code : https://w3w.co/enforced.hoped.equipment
গাছের পাতা শীতের সময় ঝরে যায় । এই গাছটির সমস্ত পাতা ঝরে গিয়েছে। এই গাছটি রাস্তার ধারে এভাবে অনেকদিন যাবত ধুলোবালির মধ্যে দাঁড়িয়ে রয়েছে ।কিছুদিন পরে যখন নতুন পাতা গজাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে।
- What3words Location Code : https://w3w.co/cornering.received.cooked
মালবাহী ট্রাকটি বড় একটি গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে । এই স্থানে একটি ফ্যাক্টরি রয়েছে । এ ফ্যাক্টরি থেকে এই ট্রাক সম্ভবত মালামাল পরিবহন করে থাকে। এ ধরনের ট্রাক সাধারণত মালামাল পরিবহন করার জন্যই ব্যবহার করা হয়। এগুলো অনেক শক্ত এবং মজবুত হয়ে থাকে ।
- What3words Location Code : https://w3w.co/cases.entitles.writings
এই ছবিটা আমি তুলেছি রাস্তার পাশ থেকে । রাস্তার পাশে এমন দৃশ্য সচরাচর প্রায়ই দেখা যায় । এ ধরনের চুলা দ্বারা পিঠি তৈরি করা হয় । রাস্তার পাশে পিঠা তৈরি করে ব্যবসায়ীরা সাধারণ জনগণের কাছে বিক্রি করে ।
- What3words Location Code : https://w3w.co/unlisted.exhaling.tempting
ছবিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো সবুজ তরমুজ। যদিও তরমুজ গুলো পাকা কিন্তু তরমুজের উপরাংশ এরকম সবুজ দেখা যায়। আপনারা যানেন এটি গ্রীষ্মকালীন ফল ,কিন্তু একটি দোকানি তার দোকানে অনেকগুলো তরমুজ সংগ্রহ করে রেখেছে ।
- What3words Location Code : https://w3w.co/coasters.chills.contoured
এই ধরনের পাইপ গুলা অনেক শক্ত হয়ে থাকে । এ পাইপ দ্বারা পানি সরবরাহ করা হয়। কখনো কখনো মাটির নিচ দিয়ে তার নিয়ে যাওয়ার প্রয়োজন হলে গুলো ব্যবহার করা হয় ।
- What3words Location Code : https://w3w.co/greyhound.hardens.snowstorm
একটি ট্রাকের পিছন দিকে অনেক জায়গা রয়েছে। সেই স্থানে অনেকগুলো ইলেকট্রিক পোল পরিবহন করা হচ্ছে। যে সকল অঞ্চলে ইলেকট্রিক পোল এর প্রয়োজন সে সকল অঞ্চলে এই ট্রাকগুলোর মাধ্যমে ইলেকট্রিক পোল নিয়ে যাওয়া হয় ।
- What3words Location Code : https://w3w.co/saunas.cleanest.collects
এটি হলো ঘর পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাড়ু। একটি দোকানে একটি বালতির মধ্যে অনেকগুলো ঝাড়ু রেখে দেয়া হয়েছিল বিক্রি করার জন্য। এগুলো দ্বারা রুম পরিস্কার করা অনেক সহজ।
- What3words Location Code : https://w3w.co/spans.decays.tagging
গাজীপুরের বিআইডিসি বাজারে এ ধরনের দৃশ্য সব সময় দেখা যায়। কিছু ব্যবসায়ী রাস্তার ধারে প্রচুর পরিমাণে আলু এবং পেঁয়াজ নিয়ে এসে অল্প দামে বিক্রি করে। এখানে প্রচুর নতুন আলু এবং পেঁয়াজ রয়েছে।
- What3words Location Code : https://w3w.co/ascendant.seriously.kindness
Facebook | Twitter| Discord
E-mail: [email protected]
JOIN WITH US ON DISCORD SERVER: