My Village in 10 Pics || 20-01-2021|| Goshaidangi

in Steem Bangladesh4 years ago

IMG_20210120_175019.jpg

  • এই স্থানটি আমার বাড়ির নিকটে অবস্থি। একটি রাখাল নদীতে তার গরুর গোসল করাচ্ছে এবং নদীর পাড়ে দাঁড়িয়ে একটি লোক তার গোসল করানো দেখছে। নদীর পানি অনেক বেশি ছিল এবং নদীতে একটি নৌকা বাঁধা রয়েছে। সব মিলিয়ে দৃশ্যটি অনেক সুন্দর লাগছে।

What3words Location Code : https://w3w.co/rework.replaced.suitable

1610533311029.png

IMG_20210120_175051.jpg

  • এই স্থানটি আমাদের বাড়ি থেকে দেড় কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি হলো পদ্মা নদীর শাখা নদী। এই স্থানে বড় আকৃতির একটা বটগাছ রয়েছে। বট গাছের নিচ থেকে ছবিটা তোলা হয়েছে। এখানে কিছু নৌকা আছে যেগুলো ব্যবহার করে মানুষ নদী পারাপার হয়।

What3words Location Code : https://w3w.co/scooted.unblinking.abolished

1610533311029.png

IMG_20210120_175416.jpg

  • ঘুড়ি উড়ানো প্রত্যেকটা মানুষেরই পছন্দ। আমি যখন বাসায় ছিলাম তখন আমার ছোট ভাইয়ের সাথে মাঠে গিয়ে ঘুড়ি উড়াতাম। এ ছবিটি তোলা হয়েছিল ঘুড়ি উড়ানোর মুহূর্তে। আমার হাতে একটি লাটাই রয়েছে। লাটাই এর মধ্যে অনেক সুতা রয়েছে। এই ছবিটি যখন তুলেছিলাম তখন ঘুড়ি আকাশে ছিল এবং আমি সেটি নিয়ন্ত্রণ করছিলাম।

What3words Location Code : https://w3w.co/photon.impersonal.rectifying

1610533311029.png

1611203614371-01.jpeg

  • বৃষ্টির সময়ে একটি মাঠের দৃশ্য। প্রচুর বৃষ্টির কারনে মাঠে পানি জুমে গেছে।

What3words Location Code : https://w3w.co/photon.impersonal.rectifying

1610533311029.png

IMG_20210120_175155.jpg

  • সাধারণত গ্রাম অঞ্চল সবুজ শ্যামল প্রকৃতিতে ঢাকা থাকে। এই স্থানটি আমাদের বাড়ি থেকে সামান্য একটু উত্তরে অবস্থিত। আমি যখন মাঠে গিয়েছিলাম তখন এই দৃশ্যটি আমার অনেক ভালো লেগেছিল। এইজন্য আমি ছবিটি ক্যামেরাবন্দি করেছিলাম।

What3words Location Code : https://w3w.co/resident.intruders.fable

1610533311029.png

IMG_20210120_174959.jpg

  • ছবিতে আপনারা বাঁশের তৈরি যে বস্তুটি দেখতে পারছেন এটির নাম হল খরা। বাসের সাথে জাল লাগিয়ে এটি নদীতে ফেলে রাখা হয়। অনেকক্ষণ যাবৎ পানির নিচে রাখার পর যখন এই জালের মধ্যে মাছ আসে তখন একটি জেলে এই বস্তুটি পানির উপরে উঠায়। তখন অনেক মাছ জালের মধ্যে আটকা পড়ে এবং ওই জেলেটি মাছ গুলো সংগ্রহ করে।

What3words Location Code : https://w3w.co/chilled.categorical.nuzzles

1610533311029.png

IMG_20210120_174938.jpg

  • সাধারণত গ্রাম অঞ্চলের মসলা বাটার জন্য পাটা ব্যবহার করা হয়। আর এই পাটাতে কিছুদিন পরপর ধার দেয়ার প্রয়োজন হয়। আপনারা ছবিতে যেই ব্যক্তিকে দেখতে পারছেন তিনি হলো পাটায় ধার দেওয়ার কাজ করে। তিনি অনেক বৃদ্ধ একজন লোক। তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এবং সে সমস্ত বাড়িতে পাটায় ধার দেয়ার প্রয়োজন হয় তারা এই বৃদ্ধকে ডেকে নেয় এবং তাদের পাটাতে ধার দিইএ নেয়।

What3words Location Code : https://w3w.co/jubilantly.enshrines.shortly

1610533311029.png

IMG_20200610_125836-01.jpeg

  • ইনি হল একজন রাখাল। তিনি মাঠে তার গরু চরাতে নিয়ে গেছেন। মাঠে নিয়ে গিয়ে তিনি তার গরুকে ঘাস খাওয়ান। তিনি তার হাতে একটি ছাতা রেখেছেন বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। তিনি প্রায় প্রতিনিয়তই তার গরুকে এভাবে মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়ান।

What3words Location Code : https://w3w.co/pelting.mouthed.enemies

1610533311029.png

IMG_20200610_130439-01.jpeg

  • আপনারা উপরে যে ছবিটি দেখেছেন সেই ছবিটি এবং এই ছবিটির ব্যক্তি একই জন। তিনি তার গরুকে ঘাস খাওয়াচ্ছেন। দুটি গরু রয়েছে। একটি গরুর সাথে দড়ি রয়েছে এবং রাখাল ওই দড়ি ধরে রেখেছেন। গরুর গলায় দড়ি বেঁধে রাখা হয় কারণ এতে গরুকে নিয়ন্ত্রণ করা সহজ হয়।

What3words Location Code : https://w3w.co/pelting.mouthed.enemies

1610533311029.png


JOIN WITH STEEM-BANGLADES:

Connect Me On:
Facebook | Twitter| Discord

E-mail: [email protected]

Sort:  
 4 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @tarpan

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

That old man (the 3rd image from the last) who is crafting the object, himself having a non-curable illness known as neurofibromatosis.

All image are beautiful, however, number 5 is better than other to me.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63204.10
ETH 2560.70
USDT 1.00
SBD 2.79