The Diary Game : ||12/09/2021 - Busy Day || 2% beneficiaries @bd-charity
হেলো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আবারো হাজির হলাম একটি ডায়েরি গেম পোস্ট নিয়ে। আশা করি ভালো লাগবে আপনাদের। শুরু করছি আমার তোলা একটি ছবি দিয়ে।
https://w3w.co/nail.frightens.earmarked
•´¯•» 🎀 𝑀𝓎 𝒟𝒾𝒶𝓇𝓎 🎀 »•
¯´•
12/09/2021
📒সকাল বেলা📒
আজ সকালে ঘুম থেকে উঠি সকাল ৮ টা ৫০ এর দিকে। উঠেই একটু হাটতে চলে যাই। কারন না হাটলে ভালো লাগেনা। অনেক্ষন হেটে বাসায় আসলাম। তারপর ওয়াশ রুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর রুমে এসে সকালের নাস্তা সেরে ফেললাম আজ খেয়েছি রুটি আর ডিম ভাজি। আব্বুর বানানো ডিম ভাজি টা অনেক ভালো লাগে। টমাটো দিয়ে বানানো। খাওয়া শেষে হালকা রেস্ট নিলাম। তারপর আমার কম্পিউটার ছেড়ে বসলাম। গান শুনলাম কিছুক্ষন।
https://w3w.co/nail.frightens.earmarked
গান শুনা শেষে চলে গেলাম পেন্ড্রাইভ নিয়ে বটতলা। আমার সিভি প্রিন্ট দিলাম ৩ টা। তারপর সেটা নিয়া স্কুলে চলে গেলাম। সেখানে মেডাম এর হাতে সিভি বুঝাই দিয়ে আর দেরি করলাম না। বাসায় চলে আসলাম। তারপর পড়াতে চলে গেলাম। সেখান থেকে পড়াই এসে বাসায় কিছুক্ষন রেস্ট নিয়ে আবার চলে গেলাম পড়াতে।
📒 আমার দুপুর 📒
পড়ানো শেষে বাসায় ফিরলাম। দেখলাম আব্বু ঘুমাই আছে। আমিও সুইলাম আর ঘুমাই পরলাম। ৩০ মিনিট এর মতন ঘুমাইছি। তারপর আব্বু উঠে তরকারি গরম করলো। আমার ও ঘুম ভেংগে গেছে। উঠে হাত মুখ ধুয়ে এসে দুজন মিলে খেয়ে নিলাম। তারপর শুয়ে বোম বিচ খেলতে ছিলাম। তারপর পাবজি তে গেলাম। একলা একলা খেলতেছিলাম হঠাত @labibasultana আর @ahmedsamin ও গেম এ আসলো। এসেই তো আমারে ভয় দেখাইলো মাইনাস খাওয়াবে । Ace এ যাইতে দিবে না। কিন্তু ওদের সাথে খেলেই ACE এ চলে গেলাম। একটি চিকেন ডিনার ও পেয়েছি পড়ের ম্যাচ এ। মজাই লাগছে খুব।
https://w3w.co/nail.frightens.earmarked
📒 বিকাল ও সন্ধ্যা 📒
বিকাল বেলা আমার কাজিন রে পড়াতে চলে গেলাম। আজ যাইতে একটু দেরি হয়ে গেছে। কারন বিকালে স্টিমিট এ পোস্ট লিখতে লিখতে দেরি হয়ে গেছিলো। আমি আগের দিনের কাটানো সব পরের দিন লেখি আর কি। তো পরানো শেষ হতে হতে ৭ টা ২০ বেজে গেলো। এলাকায় এসে প্লাবন রে কল দিলাম। কিন্তু দেখি প্লাবন বাজারে। বাসায় এসে গান শুনতে ছিলাম। আর সচিন এর কল। বল্লো জিম এর জন্য বের হই যাইতে। কি আর করা। চলে গেলাম জিম এর জন্য। অনেক্ষন ব্যায়াম করলাম। আমার প্রতিদিনের এর টার্গেট পুশ আপ ৪০ টা দেওয়া। এটা বাড়াবো সামনে আরো।
https://w3w.co/delighted.quirky.steamed
আজকে আর না। আবার দেখা হবে আমার সামনের একটি ডায়েরি গেম এ। ইন শা আল্লাহ।
ভালো দিন কাটিয়েছেন। সুন্দর লিখেছেন।
ধন্যবাদ আপু।
valo likhechen.sundor chilo apnar din
thanks vai
🙂আমি ও Ace জামু একদিন হুম
যাইও।
Khub sundor chilo apnar dinti...💕💕
thanks bro.
Vlo ketece vai apnar din♥️❤️
thanks brother.
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই। 🥰
ধন্যবাদ ভাই।
Vaiya Body Toh Masaallah