Sports - Badminton || 29/06/2021 || 2% Beneficiaries to @bd-charity

in Steem Bangladesh3 years ago

হেলো বন্ধুরা দেখতে দেখতে সপ্তাহ ঘুরে আবারো স্পোর্টস টপিক আমাদের মাঝে। গত সপ্তাহের মত এই সপ্তাহেও হাজির হলাম একটি খেলার বিবরণ নিয়ে । আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আজ যে খেলা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে - ব্যাডমিন্টন । তো দেরি না করে শুরু করছি।


badminton-1428047_1920.jpg

Source


ব্যাডমিন্টন

ব্যাডমিন্টন এমন একটি খেলা যেখানে একজন খেলোয়ার র‍্যাকেট দিয়ে কর্ক কে আঘাত করে সেই কর্ক উড়তে উড়তে বিপক্ষ দলের কোটে এ যায় তখন বিপক্ষ দলের খেলোয়ার আবার তার র‍্যাকেট দিয়ে কর্ক কে মাটিতে পরার আগে হিট করে। আমাদের দেশে ব্যাডমিন্টন খুব ভালোই পরিচিত। স্পেশালি শীত কালে সবার পছন্দের খেলার তালিকায় ১ নাম্বারে থাকে ব্যাডমিন্টন। আমিও শীতের সময় খেলে থাকি। যদিও আমি খুব কম খেলাই পারি। ওজন বেশি হওয়ায় অল্পতে হাপিয়ে উঠি।


shuttlecock-4152150_1280.png

Source


ব্যাডমিন্টন খেলার জন্ম

ইতিহাস ঘেটে জানা যায় যে এই খেলা প্রথম খেলা হয়েছিলো ভারতের পুনে তে ১৮৬০ সালের দিকে। তবে তখনো এই খেলার নাম ছিলো না। পরবর্তিতে ১৮৭৩ সালে ব্যাডমিন্টন নাম দিয়ে এই খেলা প্রথম খেলা হয়। এরপর থেকে আলাদা আলাদা ছেলেদের ও মেয়েদের টুর্নামেন্ট খেলা হয়ে থাকে। আর আমাদের দেশের কথাতো বলেছি। শীত কাল আসলে গ্রামেগঞ্জে পাড়ায় মহল্লায় এই খেলার ধুম পরে যায়। কতই না প্রস্তুতি গ্রহন করা হয় কোট তৈরীর জন্য।


badminton-4139024_1920.jpg

Source


কিভাবে খেলা হয়?

বুঝতে পারলে এই খেলা মোটামুটি খুব সহজ। এই খেলায় মুলত ব্যবহার হয় হালকা একটি র‍্যাকেট এবং একটি কর্ক দিয়ে। কোটের মাঝ খানে জাল থাকে তার এপার ওপার খেলা হয়ে থাকে। এই খেলা মূলত ৫ ধরনের এগুলো হলো-

পুরুষ একক

পুরুষ দ্বৈত

মহিলা একক

মহিলা দ্বৈত

মিশ্র

  • পুরুষ এককে একজন পুরুষে খেলোয়ার এর বিরুদ্ধে আরেকজন পুরুষ খেলোয়ার খেলে থাকেন।
  • পুরুষ দ্বৈত তে দুজন করে পুরুষ খেলোয়ার থাকে দুই দলে।

এভাবেই মহিলা একক এবং দ্বৈত হয়ে থাকে। তবে মিশ্র তে একটু আলাদা হয়ে থাকে। এখানে এককে পুরুষ এর বিপক্ষে মহিলা খেলোয়ার থাকে। দ্বৈত তে উভয় দলে একজন পুরুষ খেলোয়ার এবং একজন মহিলা খেলোয়ার থাকেন।

খেলা শুরুর আগে টস করা হয়। টসে জয়ী দল কোট পছন্দ করবে এবং প্রথম সার্ভিস করবে। একক খেলায় একটি। আর দ্বৈত খেলায় প্রথমে একটি এবং পয়েন্ট পাওয়ার পর প্রতি দল দুইটি করে সার্ভিস পায়। খেলা হয় ৩ টি সেটে। এক্ষেত্রে ২১ পয়েন্ট এ খেলা হয়ে থাকে। ১ টি সেটে জয়ী হতে হলে অবশ্যই ২ পয়েন্ট এর ব্যবধানে এগিয়ে থাকতে হবে। অর্থাৎ ১৯-২১ হতে হবে। যদি তা না হয় তাহলে ৩০ পয়েন্ট পর্যন্ত খেলা চলতে থাকবে। এর মধ্যে যদি ২ পয়েন্ট এর ব্যবধানে কেউ এগিয়ে যায় তাহলে সে জয়ী।

তবে যদি কেউ ২ পয়েন্ট এর ব্যবধান করতে না পারে সেক্ষেত্রে যে পক্ষ আগে ৩০ পয়েন্ট করতে পারবে সে পক্ষ জয়ী। সার্ভিস করার সময় কোনাকুনি ভাবে সার্ভিস করতে হবে নাহলে সার্ভিস ফল্ট হবে। সার্ভিস ফল্ট মানে সে সার্ভিস বাতিল। কর্ক কে হাত থেকে ছুড়ে দিয়ে বা লাফিয়ে সার্ভিস করা যাবে না তাহলে সার্ভিস ফল্ট হবে। খেলা শুরুর সময় ডান দিকের কোট থেকে সার্ভিস করতে হয়। এর পর প্রতি পয়েন্ট এ খেলোয়ার রা যায়গা পরিবর্তন করবে যারা সার্ভিস এ ছিলো। অর্থাৎ জোর পয়েন্ট এর বেলায় ডান পাশ আর বিজোড় পয়েন্ট এর বেলায় বাম পাশ থেকে সার্ভিস করতে হয়।

এই খেলায় একজন খেলোয়ার কে নানান বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়। যেমন - গ্রিপ, সার্ভিস, ফুট ওয়ার্ক, স্ট্রোক ইত্যাদি। একজন খেলোয়ার কে কিভাবে র‍্যাকেট তার হাতে সঠিক ভাবে ধরতে হবে সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কিভাবে সুন্দর সার্ভিস করা যায় সে সম্পর্কে তাকে অবগত থাকতে হবে। এই খেলায় ফুট ওয়ার্ক অনেক জরুরী। কারন এর উপর ই বেশির ভাগ খেলার হার-জিত নির্ভর করে। আর বিপক্ষ খেলোয়ার কে বোকা বানিয়ে মাঝে মধ্যে স্ট্রোক শট খেলতে হবে। এতে পয়েন্ট পাওয়ার সুযোগ থাকে অনেক বেশি।


image.png

Source


কোটের মাপ

উপরের ছবি দেখে ইতিমধ্যেই কোটের মাপ জেনে গিয়েছেন আপনারা। তাও একটু বিস্তারিত বলে দিচ্ছি- এ খেলায় কোট লম্বায় ৪৪ ফুট এবং প্রস্থে ২০ ফুট হয়ে থাকে। তবে খেলার ধরন হিসেবে প্রস্থ কম বেশি হতে পারে। অর্থাৎ দ্বৈতে এক আবার এককে আরেক। জাল এর উপরের প্রান্ত মাটি থেকে ১.৫৫ মিটার উপর থাকে।


badminton-6030860_1920.jpg

Source


আমাদের দেশের ব্যাডমিন্টন

আমাদের দেশে ব্যাডমিন্টন খুবই জনপ্রিয়। শীতের সময় বেশিরভাগ এই খেলা খেলা হয়ে থাকে। শহড়ে অলি গলিতে একটু ফাকা যায়গা পেলেই এলাকার ছেলে পেলেরা সবাই মিলে কোট তৈরী তে ব্যস্ত হয়ে যায়। শীতের সময় আমিও ব্যাডমিন্টন খেলে থাকি। শীতের সময় ব্যাডমিন্টন এর অনেক টুর্নামেন্ট হয়ে থাকে।


তো এই ছিলো আমার আজকের পোস্ট এ। আশা করি সবার ভালো লেগেছে। সাথে থাকবেন। সবাই নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।



🆃🅷🅰🅽🅺🆂

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  

ভালো লেখছেন ভাই

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভালোই হয়েছে ভাই৷ সুন্দর ভাবে পোস্টটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

আর্টিকেলটি পড়ে ভালো লাগলো। আমার প্রিয় একটি খেলা ব্যাডমিন্টন।

 3 years ago 

হুম ভাই। আমারো। কিন্তু পারিনা৷

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32