Movie review- Game of Thrones (Season-1, Episod-1) || 29/05/2021

in Steem Bangladesh3 years ago (edited)

হেলো বন্ধুরা চলে আসলাম আমি @razuahmed। সব সময় মুভি রিভিউ করি। এবার চিন্তা করলাম একটু আলাদা কিছু করবো। এবার মুভি সিরিজ রিভিও করবো হলিউড এর। এতে আপনারা যারা সিরিজ দেখেন নি তারা আমার পোস্ট এর মাধ্যমে সিরিজ এর কাহিনি সম্পর্কে ধারনা পাবেন। আমি প্রতি সিজন এর প্রতি এপিসোড এর জন্য আলাদা আলাদা পোস্ট করবো। যেহেতু প্রতি পর্বই ১ ঘন্টার উপরে। আশা করি সবার ভালো লাগবে। তো আজ যে পর্ব রিভিউ করবো সেটি হচ্ছে Game of Thrones এর সিজন-১ , পর্ব-১।


Season-1, episod-1.png

Source



Game of Thrones এটির নাম আপনারা অনেকেই শুনেছেন। অনেকে দেখেও ছেন। পৃথিবী বিখ্যাত একটি হলিউড মুভি সিরিজ যা HBO তে সম্পচার হয়েছিলো ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত। এটির ৮ টি সিজন রয়েছে। যাতে অসংখ্য পর্ব রয়েছে। আমি একে একে সব গুলো পর্ব রিভিউ করবো।


Game of Thrones সম্পর্কে কিছু তথ্য জেনে নেই চলুন -


বিষয়তথ্য
নেটওয়ার্কHBO
অভিনেতা/অভিনেত্রিEmilia Clarke, Kit Harington, Sophie Turner, Maisie Williams, MORE
পুরষ্কারPrimetime Emmy Award for Outstanding Drama Series, MORE
কাহিনি এসেছেA Game of Thrones, A Song of Ice and Fire

Source


Game of Thrones এর সিজন-১ এর ট্রেইলার দেখে আসতে পারেন চাইলে -



এই পর্বের মূল কাহিনি


এইপর্বের মুলকাহিনি বলতে এই পর্ব দিয়েই গেম অফ থ্রোন্স এর যাত্রা শুরু। এখানে দেখানো হয় রাজার আগমন উইন্টাফেল এ। সে এসে hand of the king হিসাবে এডওয়ার্ড স্টার্ক কে নিয়ে যায়। তার ছেলে কে উপরের থেকে ফেলে দেয় জেমি। যে ছিলো রানির আপন ভাই। রানির সাথে জেমির অবৈধ সম্পর্ক ছিলো। যা দেখা ফেলায় ব্র্যান কে ধাক্কা দিয়ে ফেলে দেয়।



রিভিউ


এই পর্ব দিয়ে গেম অফ থ্রোন্স যাত্রা শুরু। তাই প্রথমে আপনি দেখলে তেমন ভাবে বুঝবেন না। বুঝতে হলে ধৈর্য্য নিয়ে ধীরে ধীরে দেখতে হবে। তাহলেই এর কাহিনি বুঝতে পারবেন। একবার বুঝে গেলেই দেখবেন সেই মজা লাগে।


image.png

শুরুতেই দেখা যায়। একটি গেইট খুলে কিছু লোক ঘোরা নিয়ে বের হচ্ছে। এই গেইট টি মুলত নাইট ওয়াচ এর। যেখানে উত্তর কে বিশাল এক বরফের পাহাড় আলাদা করে রেখেছে। কেউ আসলে যাইলে এটা পার করে যেতে হয়।


ঘোরায় চরা লোক গুলো উইন্টার ফেল থেকে এসেছে। জংগলে হোয়াইট ওয়াল্কার এর খোজে। হোয়াইট ওয়াল্কার হচ্ছে অই সময়ের সবার শত্রু। এদের খোজে শপথ নিয়ে এক দল লোক উইন্টারফেল থেকে এসেছে।


image.png

এখানে কিছু মৃত লাশের হাত পা কেটে একটি সাইন বানিয়ে রেখে গেছে হোয়াইট ওয়াল্কার রা। তাদের সাথে কেউ পারেনা। তারা অনেক। এভাবে তারা জানান দেয় যে ল্যান্ড এর সব যায়গা এরা নিবে সবাই কে মেরে তাদের দলে নিয়ে নিবে। আর তারা উত্তরের দিকে আগায় পুরো দল মিলে।


হোয়াইট ওয়াল্কার রা তৈরি মুলত মৃত লাশ থেকে। তাদের রাজা হচ্ছে নাইট কিং। যে তাদের তৈরি করেছে। হাজার বছর ধরে ল্যান্ড অফ লিভিং এর সবাই এদের সাথে যুদ্ধ করে যাচ্ছে।

image.png

এখানে জংগলের মধ্যে তাদের উপর হোয়াইট ওয়াল্কার এর এটা হয়। তারা এটা বুঝতে পেরে তরোয়াল নিয়ে তুমুল ফাইট এর প্রস্তুতি নেয়। কিন্তু একটি ছেলে তাদের আগেই সাবধান করেছিলো যাতে সবাই পালাই যায়। কিন্তু কেউ রাজি হয়নি।

image.png

কেউ পালাতে রাজি হয়নি কারন শপথ নিলে আর পালানো যায়না। যদি কেউ পালায় তবে তার গর্দান কেটে ফেলে উইন্টারফেল এর লর্ড। এক হোয়াইট ওয়াল্কার অই গ্রুপ এর একজন কে ধরে তার গলা কেটে ফেলে। কিন্তু ভিতু ছেলেটিকে মারেনা।

image.png

এখানে দেখা যায় ব্র্যান তীর নিয়ে নিশানা করতেছে। তার পাশেই দারিয়ে আছে জন স্নো আর রব স্টার্ক আর। এরা ৩ জন ই। এড- স্টার্ক এর ছেলে। ব্র্যান তীর চালানোর চেস্টা করতেছে কিন্তু কিছুতেই নিশানা ভেদ করতে পারছেনা। সবাই মাঝে মধ্যে হাসতেছে।

হাসা হাসির এক পর্যায় এড-স্টার্ক এসে হাজির হয়। আর ছোটো ছেলে ব্র্যান কে অনুপ্রেরনা দেওয়ার জন্য অন্যদের ধমক দিয়ে বলে তোমরাও ছোটো বেলায় এমন ছিলে।


image.png

হঠাত একটি তীর দেখা যায় নিশানার মাঝখানে লাগে। সবাই অবাক পিছনে তাকিয়ে দেখা যায় আরিয়া স্টার্ক। ও হচ্ছে ছোট মেয়ে এড স্টার্ক এর। তখন ই ব্র্যান দুস্টামির ছলে মারার জন্য। আরিয়া স্টার্ক পালিয়ে যায়।


কিছুক্ষন পর যে ভিতু ছেলে টি হোয়াইট ওয়াল্কার এর সাথে না যুদ্ধ করে পালিয়ে এসেছিলো তাকে ধরে নিয়ে আসা হয়। সে অনেক বুঝানোর চেস্টা করায় যে সে হোয়াইট ওয়াল্কার দেখেছে। কিন্তু কেউ বিশ্বাস করে না। কারন শেষ হোয়াইট ওয়াল্কার এর সাথে যুদ্ধ হয়েছে শত বছর আগে।


image.png

এড স্টার্ক তাকে মৃত্যু দন্ড দেয়। সে মাপ চায়। কিন্তু সেখানের নিয়ম এমন ই। তলোয়ার দিয়ে তার গর্দান কেটে ফেলা হয়।


এইদিকে কিংস লেন্ডিং থেকে ৭ কিংডম এর রাজা আসতেছিলো উইন্টার ফেল এ। সবাই প্রস্তুতি নিচ্ছিলো তার জন্য। রাজাও রানী তার ছেলে মেয়ে সহ অনেক সেনা নিয়ে আসতে ছিলো উইন্টার ফেল এর উদ্যেশ্যে।


image.png

এ হচ্ছে ৭ রাজ্যের রাজা। সবাই তাকে স্বাগত জানায়। এসময় রাজার পুত্র জফ্রির এড স্টার্ক এর মেয়ে সান্সা স্টার্ক কে পছন্দ হয়। রাজা নেমে এড স্টার্ক এর সাথে একটু মজা করে। সবাই নিচু হয়ে তাকে স্বাগত জানায়।


তারপর রাজা ভিতরে যায়। রাতে তাদের জন্য অনেক খাবার এর আয়জন করা হয়। সবাই মজা করে খায়। গান বাজনা ও হয়। জন স্নো এর চাচা এসে জন স্নো কে নাইট ওয়াচ এ যুক্ত হোয়ার আহবান জানায়।


image.png

অনেক উপরে রানি আর তার ভাই জেমি অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলো তখন ব্র্যান উপরে উঠে দেখে ফেলে। রানি জেমি কে বলে ছেলেটীকে মেরে ফেলতে। কারন কাউকে বলে দিলে সমস্যা। তখন জেমি এসে ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর শেষ হয়ে যায় এই পর্ব।


রেটিং


এই পর্ব দেখে প্রথম বার তেমন কিছু বুঝি নি। শুধু দেখে গেছি। আসতে আসতে বুঝতে পেরেছি। আপনারা যারা দেখবেন তাদের ও এমন লাগবে। কিন্তু আসতে আসতে কাহিনি বুঝতে পারবেন যখন তখন ভালো লাগবে।


আমার ব্যাক্তিগত রেটিং হচ্ছে- ৭/১০


গেম অফ থ্রোন্স সম্পর্কে আরো জানতে ঘুরে আসতে পারেন - https://www.imdb.com/title/tt0944947/

Note: All the picture I used in this post is taken from my downloaded episod. I captured the screen shot. So there is no copyright issue.


🆃🅷🅰🅽🅺🆂

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  

Informative. keep it up brother.

 3 years ago 

thanks bro.. keep supporting..

Always. Expecting same from you.

 3 years ago 

onek sundor hoyeche vaiya

 3 years ago 

thanks bro...

 3 years ago 

thanks dost.

🙄ভাই মুভির রিভিউ চরম লেখছেন 😌🔥আমারে ড্রাইভে দিয়া দিয়েন😁😁

 3 years ago 

45 gb totall...

 3 years ago 

চমৎকার রিভিউ দিয়েছেন, ভিন্নধারার কিছু দেখতে পারলাম। সামনে কি সিরিজ আকারে পরের এপিসোড গুলার ও রিভিউ দিবেন?

 3 years ago 

Ji vai.. Evabe sob episod er Review dibo.. Ektu khatni jabee.. Tobe bepar na.. Abr dekhao hobe. Sathe review...

 3 years ago 

থ্রোনস
গেম অফ থ্রোন্স
সপথ
সমেস্যা
ছেলেটীকে
আসতে আসতে বুঝতে পেরেছি।

বানান নিয়ে সতর্ক থাকার চেষ্টা করবেন। আরো বানান ভুল থাকতে পারে। আমি শুধু এ কয়েকটা দেখিয়ে দিলাম।

ধন্যবাদ।

 3 years ago (edited)

অভ্র দিয়ে লেখা তো তাই এমন ভূল হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে।

 3 years ago 

আমার মনে হয় এদিকেও খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা brain mining করতেছি। আমার কাছে মনে হয়েছে আমি আপনাকে জানিয়েছি বাকিটা আপনার ইচ্ছা ধন্যবাদ।

 3 years ago 

পোস্ট আপডেট করে দিয়েছি। আসলে অভ্র দিয়ে লেখার কারনে এমন মিস্টেক হয়ে যায়।

থ্রোনস- থ্রোন্স
সপথ- শপথ
সমেস্যা- সমস্যা
ছেলেটীকে- ছেলেটিকে
আসতে আসতে- ধীরে ধীরে
পাহার- পাহাড়

এগুলো ঠিক করেছি। সামনে লেখার সময় সাবধান হবো। ধন্যবাদ। @masumrbd

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63177.41
ETH 2439.37
USDT 1.00
SBD 2.58