Game Review- Cadillacs and Dinosaurs ( Mustapha) with Gameplay Video || 17/05/2021

in Steem Bangladesh3 years ago (edited)

হেলো বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গেমিং জগতের আরেকটি মোবাইল/কম্পিউটার গেম নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি @razuahmed । আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পোস্ট। আজ আমি Cadillacs and Dinosaurs ( Mustapha) গেম নিয়ে কথা বলবো।

Screenshot (150).png


Cadillacs and Dinosaurs ( Mustapha)


গেম টি চিনে না এমন মানুষ খুব কম ই আছে। তবে হ্যা এখন কার জেনারেশন এ গেমটি তেমন পরিচিত নাও হতে পারে। আমরা যারা ৯০ এর দশকে জন্ম তাদের বেশির ভাগ মানুষ এ গেমটি চিনে থাকবেন। সে আমলের অনেকেই হয়তো এই গেম খেলতে গিয়ে বাবা মার কাছে অনেক মার ও খেয়েছে। দোকানে গিয়ে আগে কয়েন কিনে খেলতে হতো। যদিও পরে কম্পিউটার আর স্মার্ট ফোনে খুবই সহয লভ্য হয়ে যায় গেমটি। এই গেম টির নাম হচ্ছে ক্যাডিল্লাক্স এন্ড ডাইনোসর তবে এই গেম এর একটি ক্যারেক্টার মোস্তফার নামে আমরা গেমটাকে মোস্তফা নামেই চিনি। আসুন দেখে নেই এই গেম এর কিছু তথ্য-

বিষয়তথ্য
রিলিজ এর তারিখApril 1993
ডেভোলপারCapcom
পাবলিশারCapcom
ধরনBeat 'em up
প্লাটফর্মArcade video game

Source


কি কি আছে গেম এ?


এটি একটি আরকেড গেম। এর কোনো লেভেল নাই তবে স্টেজ আছে। এক এক বস মেরে অন্য স্টেজে যেতে হয়। এই গেম এ ৪ টি ক্যারেক্টার রয়েছে। এগুলো হলো মোস্তফা, জ্যাক, হান্নাহ আর মেস। এদের যেকোনো একজন কে নিয়ে আপনার এই গেম এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিটি লেভেল এ অনেক বেশি লাইফ সহ বস থাকে। যাদের পরাজিত করা অনেক কস্ট সাধ্য। তবে গেম এ কিছু বন্দুক পিস্তল আছে যেগুলো দিয়ে সহযেই আপনি গেম এর স্টেজ পার করতে পারবেন। বস গুলোর মজাদার নাম দেওয়া হয়েছে আমাদের বাংগালীদের থেকে যেমন - কশাই বস, গাড়ি বস, ব্লেড বস, বুইরা বস। সবার শেষ স্টেজ এর বস কে মারতে পারলেই গেম ওভার। তখন স্টেজ গুলা ধংশ হয়ে যায়।



Screenshot (151).png

গেম এর কয়েন স্টার্ট দিলে এমন অপশন পাবেন। যেখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। আমার পছন্দের ক্যারেক্টার হচ্ছে মোস্তফা। সবুজ রঙ এর শার্ট পরাটাই মোস্তফা। রিভিউর স্ক্রিন শট গুলা মোস্তফা নিয়েই তোলা। তবে যে গেমপ্লে দিয়েছি সেটা জ্যাক কে দিয়ে খেলেছিলাম।


Screenshot (152).png

এখানে মোস্তফা ক্যারেক্টার দারিয়ে আছে আর সাথে দুইটা শত্রু আছে। এদের মারতে হবে। এদের মারার কতো গুলা পদ্ধতি আছে। ঘুশি মেরে মারা যায়। দৌরে এসে মারা যায়। আছার মেরে মারা যায়। আবার লাফ দিয়ে চোকা মেরেও মারা যায়। আরেকটা হচ্ছে উলটা দিকে লাফ দিয়েও মারা যায়।


Screenshot (153).png

এখানে দেখতে পাচ্ছে মোস্তফার হাতে শর্টগান। এটি দিয়ে শত্রু কে মারা যায়। গুলি তে ৭ টি এমো লোডেড থাকে। কিন্তু কিছু গ্লিচ আছে সেগুলোর জন্য গুলিতে আন লিমিটেড এমো থাকে। আর্কেড গেম সেট গুলাতে মাঝে মধ্যে গ্লিচ হয়। আর পিসি ভার্শন এ চিট ইউজ করে গ্লিচ করে নিতে হয়। তবে ঘুসিয়ে আর আছার মেরে মারতেই মজা লাগে।



গেম এর কিছু বস এর বিবরন


Screenshot (154).png

এটি হচ্ছে মোস্তফা গেমে এর প্রথম বস। যে একটি ডাইনসর কে শিকল দিয়ে আটকে রাখে। মোস্তফা এসেই বস কে গালি দিয়ে বলে ডাইনোসর টিকে ছেড়ে দিতে। তারপর বস রেগে শিকল ভেংগে দেয় আর ডাইনসর আর বস মিলে মোস্তফাকে মারার চেস্টা করে।

Screenshot (165).png

এটি হচ্ছে গেম এর ২য় বস। একে বাংগালিরা কশাই বস নাম দিয়েছে। এর কাছে গেলে প্রথমেই দেখা যায় এটি একটি ডাইনসর কে মেরে তার উপর দুইটি তলোয়ার দিয়ে কোবাচ্ছে। এর সাথে মেস ক্যারেক্টার দিয়ে ফাইট করতে মজা আছে, যে এই বস কে সুন্দর করে আছার মারতে পারে।

Screenshot (171).png

এটি হচ্ছে ৩ নাম্বার বস। একে গাড়ি বস বলেও ডাকি আমরা। একে গাড়ি দিয়ে মারা যায়। তবে এ হোন্ডা থেকে বোম মেরে মেরে গারি নষ্ট করে দেয়। তখন একে মারতে হয় গুলি দিয়ে বা ঘুসি মেরে। তবে শর্ট গান এর ৩-৬ টা ফায়ার দিলেই এ শেষ হয়ে যায়।

Screenshot (173).png

এটি ব্লেড বস নামে পরিচিত। গারি বস কে মেরে পরের স্টেজ এ আসলে এটি এসে ওয়ার্নিং দিয়ে যায়। একে মারা অনেক কস্ট সাধ্য। কারন এটি খুব তিরিং বিরিং করে। আর ব্লেড মারতে থাকে। তবে মোস্তফা থাকলে লাফিয়ে লাফিয়ে মারতে একটু শুবিধা হয়।

আরো অনেক বস আছে সব গুলার বিবরন এক পোস্ট এ দেওয়া সম্ভব না। তাই এই কয় বস কেই দেখা লাম।


গেম এর ভিতরের কিছু বিবরন


Screenshot (155).png

বস যদি একবার মেরে ফেলে তখন আরেকবার লাইফ পাওয়া যায়। যখন লাইফ পেয়ে ফিরে আসে তখন উপর থেকে বোমা পরে যাতে বস ও তার সাথে চামচাদের লাইফ কমে যায়।


এখানে এই বস মারার সময় ডাইনসর টাকে শিকার করতে হয় মেরে মেরে। যখন এর লাইফ পুরো লাল হয়ে শেষ হয়ে যায় তখন এটি শিকার হয়ে যায়। তারপর এ বস আর বসের চামচাদের মেরে অনেক মজা। তবে কিছু পাজি বানর আছে। এরা এসে লাফিয়ে লাফিয়ে বোমা মেরে যায়। আর কিছু মটকু আছে এরা এসে গুতা মারে।


Screenshot (158).png

এই ডাইনসর গুলো গুতিয়ে লাইফ কমিয়ে দেয়। এগুলো কেও শিকার করতে হয়। তবে না করতে চাইলে পাশ কাটিয়ে দৌরে চলে গেলেই হয়।


Screenshot (168).png

প্রথম স্টেজ এর বস টি ৩য় স্টেজ এ গাড়ি বস এর চামচা হিসাবে আসে। তবে সামনে থাকা ব্যাটারি নিয়ে নিলে গাড়ি এসে যায়। তখন মোস্তফা ড্রাইভ করে। সামনে অনেক শত্রু থাকে। এদের গাড়ি দিয়ে ডলা মারতে হয়।


চলুন আমার একটি গেমপ্লে দেখে আসুন এবার -




এই ছিলো আজকের গেম এর বিবরন। আশা করি সবার ভালো লেগেছে। বসগুলোর আরো সুন্দর বিবরন আছে। সেগুলো দিলে পোস্ট এর শব্দ সংখ্যা বেশি হয়ে যাবে। তাই সংক্ষিপ্ত ভাবে শেষ করলাম।




🆃🅷🅰🅽🅺🆂

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  

ভালো লিখছেন অনেক

 3 years ago 

thanks bro..

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই ❤️

 3 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.17
JST 0.030
BTC 72296.38
ETH 2635.21
USDT 1.00
SBD 2.58