Better Life || The diary game : 19/02/2021 : Meet-up with Campus Friends
হেলো ফ্রেন্ডস। কেমন আছেন সবাই। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের দিনটি অনেক আনন্দে কেটে ছে কারন আমি আমার কেম্পাস বন্ধু গুলার সাথে দেখা করতে পেরেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ডাইরি। প্রতিবার এর মতন এবার ও শুরু করছি আমার তোলা একটি ছবি দিয়ে।
সকালের সূর্য দেখতে কার না ভালো লাগে। আর সেটা যদি নিজ মোবাইলের ক্যামেরার ফ্রেম বন্দি করা যায় তাহলে তো কথাই নাই। [RCMM+VX Dhaka]
•´¯•» 🎀 𝑀𝓎 𝒟𝒾𝒶𝓇𝓎 🎀 »•
¯´•
𝟙𝟡/𝟘𝟚/𝟚𝟘𝟚𝟙
My Cool Morning
শুভ সকাল বন্ধুরা। আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছি। উঠে ফযর এর নামাজ পড়ে শুইতে যাই আর আমার বন্ধু রাতুল এর কল। ও বল্ল চল হেটে আসি। ভোরের দিকে হাটতে নাকি অনেক ভালো লাগে। আমি আবার আমার আরেক বন্ধু জুবায়ের কে কল দিলাম। এক সাথেই যাবো। আমি প্রস্তুত হয়ে জুবায়ের এর বাসায় চলে গেলাম। ও প্রস্তুতি নিয়ে বের হলো। তারপর এক সাথে দুইজন চলে গেলাম বনরুপায়। বনরুপা তে অনেক মানুষ হাটে ব্যয়াম করে। রাতুল আগের থেকেই সেখানে অপেক্ষা করতে ছিলো আমাদের জন্য। আমরা হালকা জগিং করতে করতে চলে গেলাম। গিয়ে ব্যয়াম করা শুরু করলাম। আমি কতক্ষন দৌড়েছি।
একটি সেলফি তুলে ফেলি ব্যয়াম করতে করতে। [RCMM+VX Dhaka]
তারপর পুশ আপ দিয়েছিলাম কয়টা। পরে ক্লান্ত হয়ে যাই একটু। পরে আমরা এক যায়গায় বসে আড্ডা দেই কিচ্ছুক্ষন। তারপর রাতুল আর আমি ছবি তুলতে থাকি কারন ঘাস গুলো শিশিড় এ ভেজা ছিলো। বিন্দু বিন্দু শিশিড় জমে ঘাস গুলো কে খুব সুন্দর দেখাচ্ছিলো।
ব্যয়াম করতে করতে আমরা একটি ছবি তুলে ফেলি। রাতুল এর হাতে ডাম্বেল ছিলো। [RCMM+VX Dhaka]
ব্যয়াম শেষে আমরা বাসায় চলে যাই যার যার। আমি বাসায় এসে একটু পানি গরম করি তারপর সেটা গ্লাস এ ঢালি। তাতে ১ চামস মধু মিশিয়ে খেয়ে নেই। এটা নাকি পেটের চর্বি কমাতে সাহায্য করে অনেক। ৩০ মিনিট পর সকালের নাস্তা করে ফেলি। নাস্তা করা শেষে কিছুক্ষন রেস্ট নেই। তারপর গোসল এর জন্য প্রস্তুতি নেই। কারন আমার কেম্পাস এর বন্ধু আমান উল্লাহ এর বাসায় যেতে হবে। আমার আরো দুই বন্ধু আলি এবং মিজান ও যাবে সেখানে। আমি গোসল করে পড়াতে চলে যাই। মিজান কল দিয়ে বলে ও রউনা দিয়েছে।
Noon
দুপুর ১২ টার দিকে আমি বাসা থেকে বের হয়ে যাই। রিক্সা নেই। তখন আবার মিজান এর কল আসে। ও আমাদের এখানে খিলক্ষেত বাস স্ট্যান্ড এ নেমে আমার জন্য অপেক্ষা করতেছে। পরে আমি গিয়ে মিজান এর সাথে এক হই। সেখান থেকে আমি আর মিজান আরেকটি বাস এ উঠে পরি। গন্তব্য স্থল আবদুল্লাহ পুর। বাসে উঠে আলি কে কল দেই। ও বলে ও আসতেছে। ২০ মিনিট পর আমরা আবদুল্লাহ পুর পৌছে যাই। আলি ইতিমধ্যে আমাদের জন্য অপেক্ষা করতেছিলো। পরে আমরা এক সাথে মিস্টির দোকানে গিয়ে মিস্টি কিনি। তারপর ফল এর দোকান থেকে আপেক, কমলা, আংগুর কিনি।
পরে আমরা সেখান থেকে বাস এ উঠে চলে যাই কামাড় পারা। সেখানে নেমে রিক্সায় করে চলে যাই আমান এর বাসার সামনে। আমান আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে ছিলো। আমরা নেমে মসজিদ এ চলে যাই কারন শুক্র বার ছিলো। জুম্মাহ পরতেই হবে। নামাজ শেষে আমান এর বাসায় চলে যাই।
আমান এর বাসায় দুপুরের খাবার এর আয়োজন করা হয়। অনেক আইটেম রান্না করে আমাদের জন্য। পোলা, গরুর কলিজা, মুরগির গোস্ত, গরুর গোস্ত। খাবার গুলো অসাধারন ছিলো। পেট ভরে খাই আমি। পরে কোক খাই। তারপর সবাই মিলে গল্প করি। হঠাত আলি বলে চল লুডু খেলি। পরে আমি আমান, মিজান, আলি মিলে লুডু খেলি। লুডু খেলায় আলী কে হারাই আমরা সবাই মিলে।
Afternoon
আমান এর বাসায় গল্প করতে করতে বিকাল হয়ে যায়। পরে আমরা আমান এর বাসা থেকে বিদায় নিয়ে একটি কফি হাউজে চলে যাই। সেখানে আমরা কফির অর্ডার দেই।
এই ছিলো আমাদের কফি। টেস্ট অনুসারে দাম একটু বেশি মনে হয়েছে। [V9MP+7F Dhaka]
ও হ্যা বলতে ভুলে গেছি কফি হাউজে আমান এর আরেকটি বন্ধু আসে তাই আমরা ৫ টা কফি অর্ডার করেছিলাম। কফি পান করতে করতে আমরা নানান বিষয়ে গল্প করতে থাকি।
গল্পের ফাকে ফাকে আমরা সেলফি তুলি। [V9MP+7F Dhaka]
আমি আমান এর অনেক গুলো ছবি তুলে দেই। তারপর আমান আমান এর বন্ধু কে বলে আমাদের ৪ জন এর ছবি এক সাথে তুলে দিতে। পরে আমান এর বন্ধ আমাদের ছবি তুলে দেয়।
আমি আমান আলি মিজান। [V9MP+7F Dhaka]
এখানে আড্ডা শেষে আমরা হাটতে হাটতে কামার পারা চলে আসি। সেখান থেকে বাস এ উঠে আবদুল্লাহ পুর আসি। আমি আর মিজান আবার এক সাথে আরেক টি বাসে উঠি। তার আগে আমান আলি কে বিদায় জানাই। পরে আমি খিলক্ষেত নেমে বাসায় এসে পরি। খুব ভালো কেটেছে দিন টা।
Ending
তো আজ আর না। আবার দেখা হবে আমার নতুন কোনো এক পোস্ট এ। ততক্ষন সবাই ভালো থাকবেন।
JOIN WITH US ON DISCORD SERVER: