Movie Review: The Greatest Showman.
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় বন্ধুগণ। কেমন আছো তোমরা? আমি আশা করছি এই পবিত্র মাহে-রমজান মাসে তোমরা আল্লাহর অশেষ দোয়ায় সুস্থ এবং সুন্দর আছো।
আজকে আমি আমাদের প্রিয় স্টীম-বাংলাদেশ কমিউনিটি আয়োজিত নিয়মিত কনটেস্ট প্রোগ্রামের অংশ হিসেবে "মুভি রিভিউ" কনটেস্টে The Greatest Showman সিনেমার এর ওপর সংক্ষেপে একটি পোস্ট লিখছি। আশা করি লিখাটি সবার কাছে উপভোগ্য হবে।
চলচ্চিত্রটির সারসংক্ষেপ
[Trailer of the movie]
The Greatest Showman হল 20th Century Fox এর ব্যানারে 2017 সালে নির্মিত একটি খুব সুন্দর সংগীত নাটক চলচ্চিত্র। এটি অত্যন্ত সৃজনশীল কাজ হওয়ায় এটি বিংশ শতাব্দীর ফক্স এর অন্যতম সেরা সৃষ্টি।
20th Century Fox সবসময় চেষ্টা করে তাদের সিনেমা জন্য সবার নিকট উপভোগ্য হয়। তারই অংশ হিসেবে এই সিনেমাটি আমরা উপহার হিসেবে পেয়েছি। এটি সম্পূর্ণ একটি পারিবারিক সিনেমা, যা আপনি পরিবারের সবাইকে নিয়েই দেখতে পারবেন।
বিষয়সমূহ বিস্তারিত
নাম এবং বছর The Greatest Showman(২০১৭ )
ধরন ড্রামা/ মিউজিকাল/ বায়োগ্রাফি
পরিচালক মাইকেল গ্রেসি
প্রয়োজক লরেন্স মার্ক, পিটার কেরনিন, জেনো টপিং
অভিনেতা ও অভিনেত্রী হিউ জ্যাকম্যান, জাক এফরন, মিশেল উইলিয়ামস, রেবেকা ফার্গুসন, জেন্ডায়া
প্রোডাশন লরেন্স মার্ক প্রোডাকশনস, চেরিনিন এন্টারটেইনমেন্ট, টিএসজি এন্টারটেইনমেন্ট
প্রকাশক 20th Century Fox
চলচ্চিত্রটির দৃশ্যপট
Source
এই অসাধারন সিনেমাটিতে মিঃ বার্নুমের গরীব থেকে ধনী হবার গল্প বলে এবং তার সার্কাসের মাধ্যমে কিভাবে প্রতিবন্ধীদের সহায়তা করা হয় এবং কীভাবে তারা উতসাহিত হয়ে একটি সফল সার্কাস দল গঠন করে তা এই সিনেমায় চিত্রায়িত হয়েছে। তবে, অনেকে আরও অনেক যুক্তি দিয়েছিলেন যে মিঃ বার্নুমের দৃষ্টিভঙ্গি বহিরাগতদের একসাথে করেছে এবং তাদের নিজের অস্তিত্ব স্বীকার করলে তারা তাদের নিজেদের অস্তিত্ব সবার সামনে তুলে ধরেছিল। একজন এতিম বাবা কিভাবে তাঁর ছোটবেলা থেকে হাজারো সংগ্রামের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে উপযুক্ত করেছে তা সুন্দর ভাবে এই চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে।
মিঃ বার্নুম একজন দর্জির ছেলে ছিলেন। তার বাবা অনেক কষ্টে দিনাতিপাত করতেন। মিঃ বার্নুম তার জন্মের সময়ই তার মা কে হারিয়েছেন এবং তার কিশোর বয়সে এসে দূর্ভাগ্যজনকভাবে তার বাবাও তাকে রেখে দুনিয়া ছেড়ে চলে যান। এতিম হয়ে সে রাস্তায় রাস্তায় ঘুড়ে বেড়াতো আর খবরের কাগজ বিক্রি করতেন। কিন্তু তার মনে প্রতিষ্ঠিত হবার প্রবল ইচ্ছা ছিলো। সে পড়াশোনা করে একটি শিপিং কোম্পানীতে কেরাণী হিসেবে যোগদান করেন। তিনি তার ছোটবেলার মেয়ে বন্ধুকে বিয়ে করে দুই কন্যাসহ শান্তিতেই বসবয়াস করছিলেন।
Source
কিন্তু এই চাকুরীতে তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি চেয়েছিলেন নিজের মতন করে কিছু করার। এই জন্য তিনি তার স্বপ্নের সার্কাস দল গঠন করেন। তবে এখানে মজার ব্যাপার এই যে তিনি আর সাধারণ দশটা মানুষের মতন সাধারণ মানুষদের এই দলে নেননি। তিনি চেয়েছিলেন তার সদস্যরা হবে অন্যদের থেকে আলাদা। তিনি এমন সব মানুষ সদস্য হিসেবে নিয়েছিলেন যারা সমাজে হাস্যরসের পাত্র ছিলেন। সবাই তাদের নিয়ে মজা করতো। প্রথমে তারা হাজারো দর্শকের সামনে তাদের কাজ দেখাতে চাননি।
মিঃ বার্নুম হাল ছাড়ার মানুষ ছিলেন না। তিনি জীবনে অনেক আঘাত পেয়েছিলেন। তিনি জানতেন, একটি বড় পাথরকে কিভাবে আঘাতের মাধ্যমে সুন্দর মূর্তিতে রূপ দেয়া যায়। তিনি সেই মানুষদের অনুপ্রেরোণা দিয়েছেন যে কিভাবে একটি পাহাড়ের চূড়ায় উঠতে হয়। তিনি ধীরে ধীরে তার এই সার্কাস দলকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে এক সময় যেই মানুষগুলো তার চেষ্টাকে নিয়ে মজা করতো তারাই শেষ পর্যন্ত বাহাবা দিয়েছেন।
চলচ্চিত্রটির ব্যাপারে আমার একান্ত মতামত
এটি একটি মিউজিকাল ছবি। এটাতে প্রতিটি চরিত্র এমনভাবে তুলে ধরা হয়েছে যেনো প্রতিটি চরিত্ররই ভাবার্থ রয়েছে। একটা মানুষ কিভাবে হাজারো বাধা-বিপত্তি পেরিয়ে তিলেতিলে একটি ছোট সার্কাস দলকে জনপ্রিয় করে তুলেছেন। এমনও সময় এসেছে যে তার দেঊলিয়া হবার মতন অবস্থা। কিন্তু তিনিও তবুও হাল ছাড়েন নি। তিনি চেয়েছেন তার দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে সুখে-শান্তিতে থাকতে। আমার মনে হয় পুরো দুনিয়ার কাছে তিনি আসলেই এখন গ্রেটেস্ট শোম্যান।
[Captured from the movie]
ওপরের স্থিরচিত্রটি আমি চলচ্চিত্রটি দেখার সময় তুলেছিলাম। পুরো চলচ্চিত্রটির মাঝে এই কথাটি আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। প্রতিটা বাবাই চায় তার মেয়েকে বড় হওয়া দেখতে। মিঃ বার্নুম সেই কাজটিই করেছেন। নিজের প্রিয় সার্কাস দলকে দাড় করিয়ে দিয়ে কিছু নিপীড়ীত মানুষকে সহায়তার মাধ্যমে তিনি সত্যিকার অর্থেই একজন কোমল মনের মানুষের পরিচয় দিয়েছেন। এটা আমার দেখা অন্যতম সেরা সিনেমা।
দর্শক এবং আমার ব্যক্তিগত রেটিং
- IMDb:7.6/10.
- Rotten Tomatoes : 48%.
- Metacritic: 48%.
- My Rating : 9/10.
আমার লেখাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের সু-মন্তব্য আমর কাছে প্রেরণাদায়ক। ধন্যবাদ।
GODSPEED
FIND ME ON
Steemit: https://steemit.com/@razoanmostofa
E-Mail: [email protected]
The Greatest Showman হল 20th Century Fox এর ব্যানারে 2017 সালে নির্মিত একটি খুব সুন্দর সংগীত নাটক চলচ্চিত্র। এটি অত্যন্ত সৃজনশীল কাজ হওয়ায় এটি বিংশ শতাব্দীর ফক্স এর অন্যতম সেরা সৃষ্টি।
20th Century Fox সবসময় চেষ্টা করে তাদের সিনেমা জন্য সবার নিকট উপভোগ্য হয়। তারই অংশ হিসেবে এই সিনেমাটি আমরা উপহার হিসেবে পেয়েছি। এটি সম্পূর্ণ একটি পারিবারিক সিনেমা, যা আপনি পরিবারের সবাইকে নিয়েই দেখতে পারবেন।
বিষয়সমূহ | বিস্তারিত |
---|---|
নাম এবং বছর | The Greatest Showman(২০১৭ ) |
ধরন | ড্রামা/ মিউজিকাল/ বায়োগ্রাফি |
পরিচালক | মাইকেল গ্রেসি |
প্রয়োজক | লরেন্স মার্ক, পিটার কেরনিন, জেনো টপিং |
অভিনেতা ও অভিনেত্রী | হিউ জ্যাকম্যান, জাক এফরন, মিশেল উইলিয়ামস, রেবেকা ফার্গুসন, জেন্ডায়া |
প্রোডাশন | লরেন্স মার্ক প্রোডাকশনস, চেরিনিন এন্টারটেইনমেন্ট, টিএসজি এন্টারটেইনমেন্ট |
প্রকাশক | 20th Century Fox |
চলচ্চিত্রটির দৃশ্যপট
এই অসাধারন সিনেমাটিতে মিঃ বার্নুমের গরীব থেকে ধনী হবার গল্প বলে এবং তার সার্কাসের মাধ্যমে কিভাবে প্রতিবন্ধীদের সহায়তা করা হয় এবং কীভাবে তারা উতসাহিত হয়ে একটি সফল সার্কাস দল গঠন করে তা এই সিনেমায় চিত্রায়িত হয়েছে। তবে, অনেকে আরও অনেক যুক্তি দিয়েছিলেন যে মিঃ বার্নুমের দৃষ্টিভঙ্গি বহিরাগতদের একসাথে করেছে এবং তাদের নিজের অস্তিত্ব স্বীকার করলে তারা তাদের নিজেদের অস্তিত্ব সবার সামনে তুলে ধরেছিল। একজন এতিম বাবা কিভাবে তাঁর ছোটবেলা থেকে হাজারো সংগ্রামের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে উপযুক্ত করেছে তা সুন্দর ভাবে এই চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে।
মিঃ বার্নুম একজন দর্জির ছেলে ছিলেন। তার বাবা অনেক কষ্টে দিনাতিপাত করতেন। মিঃ বার্নুম তার জন্মের সময়ই তার মা কে হারিয়েছেন এবং তার কিশোর বয়সে এসে দূর্ভাগ্যজনকভাবে তার বাবাও তাকে রেখে দুনিয়া ছেড়ে চলে যান। এতিম হয়ে সে রাস্তায় রাস্তায় ঘুড়ে বেড়াতো আর খবরের কাগজ বিক্রি করতেন। কিন্তু তার মনে প্রতিষ্ঠিত হবার প্রবল ইচ্ছা ছিলো। সে পড়াশোনা করে একটি শিপিং কোম্পানীতে কেরাণী হিসেবে যোগদান করেন। তিনি তার ছোটবেলার মেয়ে বন্ধুকে বিয়ে করে দুই কন্যাসহ শান্তিতেই বসবয়াস করছিলেন।
কিন্তু এই চাকুরীতে তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি চেয়েছিলেন নিজের মতন করে কিছু করার। এই জন্য তিনি তার স্বপ্নের সার্কাস দল গঠন করেন। তবে এখানে মজার ব্যাপার এই যে তিনি আর সাধারণ দশটা মানুষের মতন সাধারণ মানুষদের এই দলে নেননি। তিনি চেয়েছিলেন তার সদস্যরা হবে অন্যদের থেকে আলাদা। তিনি এমন সব মানুষ সদস্য হিসেবে নিয়েছিলেন যারা সমাজে হাস্যরসের পাত্র ছিলেন। সবাই তাদের নিয়ে মজা করতো। প্রথমে তারা হাজারো দর্শকের সামনে তাদের কাজ দেখাতে চাননি।
মিঃ বার্নুম হাল ছাড়ার মানুষ ছিলেন না। তিনি জীবনে অনেক আঘাত পেয়েছিলেন। তিনি জানতেন, একটি বড় পাথরকে কিভাবে আঘাতের মাধ্যমে সুন্দর মূর্তিতে রূপ দেয়া যায়। তিনি সেই মানুষদের অনুপ্রেরোণা দিয়েছেন যে কিভাবে একটি পাহাড়ের চূড়ায় উঠতে হয়। তিনি ধীরে ধীরে তার এই সার্কাস দলকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে এক সময় যেই মানুষগুলো তার চেষ্টাকে নিয়ে মজা করতো তারাই শেষ পর্যন্ত বাহাবা দিয়েছেন।
চলচ্চিত্রটির ব্যাপারে আমার একান্ত মতামত
এটি একটি মিউজিকাল ছবি। এটাতে প্রতিটি চরিত্র এমনভাবে তুলে ধরা হয়েছে যেনো প্রতিটি চরিত্ররই ভাবার্থ রয়েছে। একটা মানুষ কিভাবে হাজারো বাধা-বিপত্তি পেরিয়ে তিলেতিলে একটি ছোট সার্কাস দলকে জনপ্রিয় করে তুলেছেন। এমনও সময় এসেছে যে তার দেঊলিয়া হবার মতন অবস্থা। কিন্তু তিনিও তবুও হাল ছাড়েন নি। তিনি চেয়েছেন তার দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে সুখে-শান্তিতে থাকতে। আমার মনে হয় পুরো দুনিয়ার কাছে তিনি আসলেই এখন গ্রেটেস্ট শোম্যান।
[Captured from the movie]
ওপরের স্থিরচিত্রটি আমি চলচ্চিত্রটি দেখার সময় তুলেছিলাম। পুরো চলচ্চিত্রটির মাঝে এই কথাটি আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। প্রতিটা বাবাই চায় তার মেয়েকে বড় হওয়া দেখতে। মিঃ বার্নুম সেই কাজটিই করেছেন। নিজের প্রিয় সার্কাস দলকে দাড় করিয়ে দিয়ে কিছু নিপীড়ীত মানুষকে সহায়তার মাধ্যমে তিনি সত্যিকার অর্থেই একজন কোমল মনের মানুষের পরিচয় দিয়েছেন। এটা আমার দেখা অন্যতম সেরা সিনেমা।
দর্শক এবং আমার ব্যক্তিগত রেটিং
- IMDb:7.6/10.
- Rotten Tomatoes : 48%.
- Metacritic: 48%.
- My Rating : 9/10.
আমার লেখাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের সু-মন্তব্য আমর কাছে প্রেরণাদায়ক। ধন্যবাদ।
GODSPEED
FIND ME ON
Steemit: https://steemit.com/@razoanmostofa
E-Mail: [email protected]
এটি একটি মিউজিকাল ছবি। এটাতে প্রতিটি চরিত্র এমনভাবে তুলে ধরা হয়েছে যেনো প্রতিটি চরিত্ররই ভাবার্থ রয়েছে। একটা মানুষ কিভাবে হাজারো বাধা-বিপত্তি পেরিয়ে তিলেতিলে একটি ছোট সার্কাস দলকে জনপ্রিয় করে তুলেছেন। এমনও সময় এসেছে যে তার দেঊলিয়া হবার মতন অবস্থা। কিন্তু তিনিও তবুও হাল ছাড়েন নি। তিনি চেয়েছেন তার দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে সুখে-শান্তিতে থাকতে। আমার মনে হয় পুরো দুনিয়ার কাছে তিনি আসলেই এখন গ্রেটেস্ট শোম্যান।
ওপরের স্থিরচিত্রটি আমি চলচ্চিত্রটি দেখার সময় তুলেছিলাম। পুরো চলচ্চিত্রটির মাঝে এই কথাটি আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। প্রতিটা বাবাই চায় তার মেয়েকে বড় হওয়া দেখতে। মিঃ বার্নুম সেই কাজটিই করেছেন। নিজের প্রিয় সার্কাস দলকে দাড় করিয়ে দিয়ে কিছু নিপীড়ীত মানুষকে সহায়তার মাধ্যমে তিনি সত্যিকার অর্থেই একজন কোমল মনের মানুষের পরিচয় দিয়েছেন। এটা আমার দেখা অন্যতম সেরা সিনেমা।
দর্শক এবং আমার ব্যক্তিগত রেটিং
- IMDb:7.6/10.
- Rotten Tomatoes : 48%.
- Metacritic: 48%.
- My Rating : 9/10.
আমার লেখাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের সু-মন্তব্য আমর কাছে প্রেরণাদায়ক। ধন্যবাদ।
GODSPEED
FIND ME ON
Steemit: https://steemit.com/@razoanmostofa
E-Mail: [email protected]