Better life 🌸 The diary game season 3 🌸 23 September, 2021

in Steem Bangladesh3 years ago


  • আজ রোজ বৃহস্পতিবার
    ২৩ সেপ্টেম্বর, ২০২১


  • হ্যালো বন্ধুরা,আজ আমি আপনাদের কাছে আমার প্রতিদিনের ডায়েরি উপস্থাপন করতে যাচ্ছি। আজ আমার খুব সহজ একটি দিন ছিল। আমার ডায়েরি শুরু করা যাক: -



    IMG20210923175452_01-01.jpeg

    ফুলটার নাম জানিনা তবে অনেক গুলো ফুল ফুটেছিল

    image.png



    আজকে একটু ঘুম থেকে তারাতাড়ি করে উঠি । উঠেই মোবাইল হাতে নিয়ে বেরালাম বাড়ির মধ্যে একটু পায় চাড়ি করলাম।তারপর ঠিক ওয়াস রুমে যাই ফ্রেস হয়ে রুমে যাই । তার পর সকালের নাস্তা খাই। তারপর প্রতিদিনের মতো একটু বই পড়লাম। পড়ার মাঝে গিয়ে চা বানিয়ে নিলাম। টাকায় আসার পর থেকে যেন চা খাওয়ানো একটা নেসা হয়ে গেছে।পড়তেছি আর চা খাচ্ছি।



    Screenshot_2021-09-23-17-48-39-22_998d3425f9e75a0428f0fabdce419960-01.jpeg

    মোবাইল ফোন থেকে ইস্কিনশট নেয়া গেম খেলার সময়

    image.png



    একা একা বসে আর ভালো লাগছিল না।বেরালাম একটু নদীর পাড়ে। সেখানে গিয়ে বসে বসে মোবাইলে গেম খেলছি । তারপর সেখান থেকে বাসায় চলে আসি। কিছুক্ষণ টিভিতে খেলার হাইলাইটস দেখছি ।



    তারপরে গোসল করে নিলাম । গোসল শেড়ে ভাত খাওয়ার জন্য রেডি হলাম। আজকে ভাত খাইলাম পেঁপের তরকারি দিয়ে। খাওয়া দাওয়া সেড়ে একটু শুয়ে পড়লাম ।শুয়ে শুয়ে ভাবছি কবে বাড়িতে যাবো ।এক সময় আর কী ঘুমিয়ে পরেছি।



    IMG_20210923_225439.jpg

    আকাশের ফটোগ্রাফি

    image.png



    ঘুম থেকে উঠেই ফ্রেস হয়ে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে একটু হালকা করে নাস্তা করলাম। আবার ফিরে এলাম রুমে মধ্যেই । আসার পড়ে আমি মোবাইলে পোস্ট তৈরি করি। এভাবেই অনেক সময় পাড় করে ফেলি।



    IMG20210923200640-01.jpeg

    টেলিভিশনে আইপিএল খেলা দেখার মূহুর্তে ছবিটি তোলা হয়েছে

    image.png



    সন্ধ্যায় কিছু কাজ ছিল সেগুলো করে বিছানায় শুয়ে শুয়ে টিভি তে খেলা দেখতে শুরু করি। খেলা মানেই এখন আইপিএল ম্যাচ দেখা। তারপর ভাই-ভাবি চলে আসলেন।দু ভাই মিলে খেলা দেখি।



    IMG20210923205105-01.jpeg

    রাতে খাওয়ার সময় ছবিটি তোলা হয়েছে

    image.png



    এদিকে গোরম ভাত আর আলু ভর্তা ও ডিম ভাজি। অনেক খাইলাম ।তার পর আর খেলা দেখা হল না।তারপর আমি মোবাইল চালাই । বন্ধুদের সাথে ম্যাচেনজার এ কথা বলি ।ঢাকা থেকে কবে বাড়ি যাবো। কলেজে অঙ্গীকার নামা জমা দিতে হবে ।তারপরে মোবাইল ছেড়ে ঘুমিয়ে পড়ি।



    এই ছিল আমার আজকের দৈনিক ডাইরিটি। আশাকরি আপনাদের আমার ডাইরিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন



    image.png
    image.png

    Best regards.
    @rashesd05

    Sort:  
     3 years ago 

    nice diary bro..

     3 years ago 

    Thank you bro

    আপনার দিনটি অনেক সুন্দর কাটিয়েছেন 💙

     3 years ago 

    ধন্যবাদ

     3 years ago 

    অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন।

     3 years ago 

    ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

    Coin Marketplace

    STEEM 0.23
    TRX 0.12
    JST 0.029
    BTC 66687.09
    ETH 3585.96
    USDT 1.00
    SBD 3.04