# 🌸The best Diary Game 🌴// by @rasel2496 (25/08/2021)
হ্যালো বন্ধুরা,
আসসালামুয়ালাইকুম
কেমন আছেন বন্ধুরা সবাই ? আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।গতকাল ছিল একটু ভিন্ন।
♨️আমার ডায়েরি পাতা থেকে কিছু কথা♨️
🌴সকালবেলা🌴
সকালের আবহাওয়াটা ভালো ছিলো কিন্তু আমার শরীর টা তেমন ভালো ছিলো না ।তবুও কি করার সকালে অফিস যেতেই হবে।তাই বিলম্ব না করে অফিস যাওয়ার জন্য মটোরসাইকেল রেডি করি ।
রেডি হয়ে টার্মিনাল যাওয়ার পরে একটু নাস্তা খাই ।
এরপর অফিসে ঢুকি ঢুকে কাজ করি ।চা খাওয়ার সময় দিলে চা খেয়ে শরীর চাঙ্গা করে আবার কাজে লাগি ।এরপর দুপুরের খাবারের জন্য ছুটি দেয় ।
দুপুরবেলা:
দুপুরে বাসায় এসে গোসল করে ফ্রেস হয়ে খাবার খেতে বসি ।
খাবার খেতে খেতে একটু টিকটক দেখি ।এর পরে খেয়ে রেষ্ট নেই । তারপর অফিস চলে যাই । আবারকাজ করতে থাকি ।বিকাল হয়ে আসে।
বিকালবেলা :-
বিকালে অফিসে চা এর সাথে চানাচুর খাই একপ্যাকেট ।
খেয়ে দেয়ে নামাজ পরে একটু কাজ করি ।আবার ছুটি দেয় ।বাসায় আসার সময় এক কেজি রস মালাই নেই ,সন্ধ্যা ও হয়ে আসে ।
সন্ধ্যাবেলা:-
সন্ধ্যায় নামাজ পরে বাসায় এসে রস মালাই ভাগ করে দেই সবাইকে আর নিজে খাই।
এর পর ইউটিউব দেখি ।
রাতের বেলা :
রাতে নামাজ শেষে খাবার খেয়ে নিয়ে তারাতারি ঘুমাতে যাই কারন সকালে যলদি উঠতে হয় ।তাই প্রতিদেনর কাজের বর্ননা লিখে শেয়ার করে ঘুমাই যাই।
এইছিলো আমার আজকের ডেইলি লাইফের কিছূ কাথা ।আশা করি ভাল লাগবে এবং আপনাদের সাপোর্ট এর আশাবাদি ।
ভাই এটা কি পার্বতীপুর টার্মিনাল?
আমি বাংলাদেশের Steemit ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণের জন্য একটি গুগল ফর্ম ডিজাইন করেছি। অনুগ্রহ করে উক্ত গুগল ফর্মে আপনি আপনার তথ্যাবলি সংযুক্ত করুন। বিস্তারিত জানতে দয়া করে এই পোস্টটি দেখুন।
ফর্ম লিংক: https://forms.gle/w2a4FtCVarnRUP5f8