# The best Diary Game 🌴// by @rasel2496 (04/09/2021)

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা

আসসালামুয়ালাইকুম


কেমন আছেন বন্ধুরা সবাই ? আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আমার ডায়েরি পাতা থেকে কিছু কথা:


গতকাল ছিলো শনিবার 4 সেপ্টেম্বর 2021.


সকালটাইম




IMG_20210905_182712.jpg

Location



সকালে ঘুম থেকে উঠে 5 টায় নামাজ পরে হাটতে যাই বদরগঞ্জ পার্বতীপুর রোডে সেখানে ঐ ফুলটি রাস্তার পাশে পুকুর থেকে তুলি সুন্দর লাগছিলো তাই ।হাটা শেষে বাসায় এসে অফিসে যাওয়ার জন্য রেডি হই ।নাস্তা টার্মিনালে খাই এরপর অফিসে ঢুকি ।অফিসে নতুন আইন করে উপরস্থকর্মকর্তা ফিঙ্গার প্রিন্ট এর দারা উপস্থিতি যাতে কেউ ফাকি না দিতে পারে ।অফিসে ঢুকে কাজ শুরু করি একেবারে বিরামহিন ।



দুপুরটাইম



দুপুর প্রায় বারটা অফিস থেকে এসে বাজারে যাওয়ার জন্য রেডি হই ।করন বাসায় একটাও ডিম ছিলো না তাই দেরি না করে ভ্যানে করেচলে যাই বাজারে ডিমের দোকানে ডিম নেই এর পর চলে আসি বাসায় ।




IMG_20210905_182403.jpg

Location



বাসায় এসে গোসল করে ভাত খেয়ে 1 টারমধ্যে অফিসে চলে যাই ।অফিসে গিয়ে নামাজ পরি যোহরের এরপর কাজ করি ।



বিকলটাইম



বিকালে আছরের নামাজ পরে একটু রেষ্ট নেই বসে আর বাসা থেকে আমড়া নিছিলাম দুইটা তাই খাই।দক্ষীন অঞ্চলের আমড়া ভালোই মিষ্টি হয় ।আমড়া খেয়ে কাজে লেগে যাই।



IMG_20210905_182611.jpg



সন্ধ্যা



যে গরম পরছে তাতে ঠান্ডা পানি লেবুর পানি বেশি খাওয়া দরকার শরীরের জন্য ।তা বাসায় এসে দেখি লেবু নেই একটাও ।একখ কি করবো নামাজ পরে হাটতে হাটতে গুলপাড়া মসজিদের সামনে বসে এসব তরকারি নিয়ে সেখানে গিয়ে লেবু আনলাম বাসায় ।এরপর সরবত খেলাম লেবুর ঠান্ডা পানি দিয়ে পরান ঠান্ডা হলো ।এরপর লুডু খেলি কিছুক্ষন।




IMG_20210905_182553.jpg

Location



<div class="phishy>রাতেরবেলা



রাতে বাসায় চা করে রং চা আদা দিয়ে তা খেয়ে এশার নামাজ পরে বাসায় আসতে আসতে 9 টা বাজবে তাই প্রতিদিনের ডায়েরি লিখে শেয়ার করে এরপর নামাজে যাই ।নামাজ শেষে বাসায় এসে খাবার খেয়ে ইউটিউব দেখি কার্টুন এরপর ঘুমাই পরি ।




Screenshot_2021-09-05-19-33-51-248_com.google.android.youtube.jpg

স্ক্রিনশর্ট



এইছিলো সারাদিনের ব্যস্তময় ডায়েরি আশাকরি ভালোলাগবে।


Device nameSumsang M02
Photographer@rasel2496

ধন্যবাদ সকলকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67768.16
ETH 3769.63
USDT 1.00
SBD 3.48