Steem Bangladesh Contest | Poetry

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন, আশাকরি সবাই ভালো।

মাঝি

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার যেতে ইচ্ছে করে
নদীটির ওই পারে
যেথায় ধারে ধারে
বাঁশের খোঁটায় ডিঙি নৌকো
বাঁধা সারে সারে।

কৃষণেরা পার হয়ে যায়
লাঙল কাঁধে ফেলে,
জাল টেনে নেয় জেলে,
গরু মহিষ সাঁতরে নিয়ে
যায় রাখালের ছেলে।

সন্ধ্যে হলে যেখান থেকে
সবাই ফেরে ঘরে,
শুধু রাত দুপুরে
শেয়ালগুলো ডেকে ওঠে
ঝাউ ডাঙাটার পরে।

মা, যদি হও রাজি,
বড় হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
Location

Screenshot_2021-07-02-16-10-03-241_com.android.chrome.jpg

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93333.46
ETH 3336.69
USDT 1.00
SBD 3.26