Steem Bangladesh Contest | Music

in Steem Bangladesh4 years ago

ঐ আকাশের তারায় তারায়,
"গায়ক জালাল মুন্না"

Screenshot_2021-06-11-19-53-04-461_com.android.chrome.jpg

ঐ আকাশের তারায় তারায়,
চাদের জোছনায়,
ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায়
আমার হৃদয় জুড়ে আছ সৃতির পাতায় পাতায়,
সৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়

আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়
কত স্বপ্ন ছিল বুকের ভেতর

তোমায় নিয়ে মা গোও
সেই স্বপ্ন গুলো থমকে আছে
তুমি এসে দেখো

কত স্বপ্ন ছিল বুকের ভেতর
তোমায় নিয়ে মা গোও
সেই স্বপ্ন গুলো থমকে আছে
তুমি এসে দেখো
তোমার ছেলের কাটছে সময় এমন অসহায়
আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়

আজ ইচ্ছে করে তোমার কোলে
একটু মাথা রাখি
এই হৃদয় খানি উজাড় করে
মা বলে ডাকি
আজ ইচ্ছে করে তোমার কোলে
একটু মাথা রাখি
এই হৃদয় খানি উজাড় করে
মা বলে ডাকি
কেমন করে নিরব থাক কোন সে মমতায়
আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়

ঐ আকাশের তারায় তারায়,

চাদের জোছনায়,
ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায়
আমার হৃদয় জুড়ে আছ সৃতির পাতায় পাতায়,
সৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়

আমি খুজেছি তোমায় মা গো,

আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায়

Sort:  
 4 years ago 

Oh hoo Super performance year.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98939.69
ETH 3476.97
USDT 1.00
SBD 3.22