Steem-bangladesh Contest: Food Review

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন।আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহ্‌র রহমতে ভালো আছি।
আমার ইউজার আইডি হল @ranarahman;

★আজকে @steem-bangladesh কমিউনিটির কনটেস্টের টপিক হল "Food Review "। তাই আমার রান্না করা " মুরগির মাংসের ভুনা" রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।



IMG_20210806_233933.jpg

মুরগির মাংস ভুনা



"মুরগির মাংসের ভুনা রেসিপির জন্য যে সব জিনিস প্রোয়োজন"।

★উপকরণ :

  • ১টি কাটা মুরগি ১/২ কেজি।
  • আদা বাটা ১ চা চামচ।
  • রসুন বাটা ২ চা চামচ।
  • পেঁয়াজ ৩/৪ টা কুচি ।
  • লবণ পরিমাণ মতো।
  • লাল মরিচ ২/৩ চা চামচ।
  • গরম মসলা ১ চা চামচ।
  • ধনিয়া গুড়া ১/২ চা চামচ।
  • হলুদ গুড়ো ১/২ চা চামচ।
  • গোলমরিচ ৪/৫ টা।
  • এলাচি ছোট ৩/৪ টা।
  • জিরা বাটা ১/২ চা চামচ।


★ধাপ #১

IMG_20210802_161110.jpg


প্রথম ধাপে মাংসটি ভালোভাবে ধুয়ে নিয়ে একটি পাএে রাখি।


★ধাপ #২

IMG_20210802_160925.jpg


দ্বিতীয় ধাপে ৩-৪টি চারটি পেঁয়াজ কুচি কুচি করে নেয়া হয়েছে।


★ধাপ #৩

IMG_20210730_192201.jpg


এবার কিছু আদা বাটা,রসুন বাটা,জিরা বাটা নেয়া হয়েছে।


★ধাপ #৪

IMG_20210730_195432.jpg


চতুর্থ ধাপে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গোলমরিচ, লং, ধনিয়ার গুঁড়া উপকরণ নেয়া হয়েছে।


★ধাপ #৫

IMG_20210802_161135.jpg


কড়াইয়ে তেল ঢালে তেলটাকে একটু গরম করে নেই।


★ধাপ #৬

IMG_20210802_161241.jpg


এবার তেল গরম হলে তারপরে পেঁয়াজ কুচি ছেড়ে দেই। কিছুখন নাড়াচাড়া করে পেয়াজটাকে একটু লাল করে নেই।


★ধাপ #৭

IMG_20210802_161348.jpg


সপ্তম ধাপে পিঁয়াজ ভাজাটা একটু লাল হলে তার ভিতরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়েছি।


★ধাপ #৮

IMG_20210802_161426.jpg


অষ্টম ধাপে পিয়াজ রসুন মসলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি।


★ধাপ #৯

IMG_20210802_161514.jpg


আপনি চাইলে কিছু আলু টুকরো করে দিতে পারেন মুরগির ভুনাটি মজাদার করার জন্য।


★ধাপ #১০

IMG_20210802_161559.jpg


এবার কষানো মশলা গুলোর উপরে মুরগির মাংস এবং আলু টুকরোগুলো দিয়ে দিই। এবার কিছুখন ঢেকে রাখি।


★ধাপ #১১

IMG_20210802_161649.jpg


এবার মুরগির মাংস টি কিছুক্ষণ রাখার পর নড়াচড়া দিয়ে দেখতে হবে। মশলা গুলো ভালোভাবে মিশেছে কি না।


★ধাপ #১২

IMG_20210806_234027.jpg


এবার ৩০ থেকে ৪০ মিনিট রাখে দিলেই।তৈরি হয়ে যাবে। মুরগির মাংসের ভুনা। এবার প্লেটে পরিবেশন করি।



আশা করি আমার "মুরগির মাংসের ভুনা" রেসিপিটি সবার ভালো লাগবে।

ধন্যবাদ সবাই আমার মুরগির মাংস ভুনা রেসিপিটি দেখার জন্য।

Sort:  

apnar food recipe onk sundor chilo

 3 years ago 

Thank you

Amigo que rico se ve muy lindo post.

 3 years ago 

gracias amigo

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66552.34
ETH 3451.80
USDT 1.00
SBD 2.65