Steem Bangladesh Contest - Food | 30%- for @hive-138339

in Steem Bangladesh2 years ago (edited)

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন।আজকে আমি " @steem-bangladesh"কমিউনিটিতে "ফুড" প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।


আজকে ফুল রিভিউ প্রতিযোগিতায় যে খাবারের কথা বলবো তার নাম চটপটি। চটপটি বাংলাদেশি এবং ভারতীয় বাঙালিদের অন্যতম প্রিয় একটি খাবার। বিশেষ করে এই চটপটি ও ফুচকা খাবার নারী বা মেয়েরা একটু বেশিই পছন্দ করেন।


IMG20220228195834_01.jpg

চটপটি


উপকরণ:

  • বুটের ডালপালা পরিমাণ মতো।
  • পেঁয়াজের কুচি পরিমাণ মতো।
  • লবণ পরিমাণ মতো।
  • কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো।
  • গরম মশলা পরিমাণ মতো।
  • ধনে গুঁড়ো পরিমাণ মতো।
  • জিরার গুঁড়া পরিমাণ মতো।
  • টেস্টি সল্ট পরিমাণ মতো।
  • চটপটির মসলা পরিমাণ মতো।
  • সিদ্ধ ডিমের কুচি পরিমান মতো।

ধাপ : ১

IMG20220228195922_01.jpg


প্রথম ধাপে আমরা একটি চটপটিওয়ালার দোকানে যাই। এবং ৩ পেলেট চটপটির ওয়াডার দেই।


ধাপ : ২

IMG20220228195535_01.jpg


চটপটি জন্য অর্ডার দিয়ে কিছুক্ষণ বসে থাকি।


ধাপ : ৩

IMG20220228195540_01.jpg


এরপর চটপটি ওয়ালা, চটপটি বানানো শুরু করেন।আমরা বসে বসে বানানো দেখি।


ধাপ : ৪

IMG20220228200120_01.jpg


একটি লাল প্লাস্টিকের গামলায় গরম সিদ্ধ বুটের ডাল পরিমান মতো নিয়ে চামচ দিয়ে নেড়ে ঠান্ডা করা হয়।


ধাপ : ৫

IMG20220228200116_01.jpg


এরপরে কিছু পিঁয়াজ এবং মরিচের কুচি এটিতে দেয়া হয়।


ধাপ : ৬

IMG20220228200118_01.jpg


এরপর চটপটির মধ্যে বিভিন্ন ধরনের মসলা যেমন চটপটির মসলা, গরম মসলা, টেস্টি সল্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ইত্যাদি দেওয়া হয়।


ধাপ : ৭

IMG20220228200114_01.jpg


এরপর চটপটির মসলাগুলো একসাথে মিশানোর জন্য পরিমাণ মতো তেতুল দিয়ে বানানো একটু টক জাতীয় পানিও এতে দিয়ে নাড়াচাড়া করতে হয় কিছুটা সময়।


ধাপ : ৮

IMG20220228195816_01.jpg


সব মিক্সার হয়ে গেলে এরপরে ছোট প্লেটে ঢালা হয়। পরে এই প্লেটে ঢালা চটপটি গুলোর উপরে সিদ্ধ ডিমের কুচি দিয়ে পরিবেশন করা হয়।


ধাপ : ৯

IMG20220228195826_01.jpg


সিদ্ধ বুটের ডালের সাথে বিভিন্ন ধরনের মসলার ও তেতুলের টক মিশিয়ে অনেক সুন্দরভাবে চটপটি তৈরি করা হয়। চটপটি খেতে সত্যিই অনেক মজা। আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন।


আশা করি আমার ফুড রিভিউটা সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।


All picture captured

DeviceRealme C25s
Camera48 MP
CatagoryFood
Locationhttps://w3w.co/elbowed.configure.vets
Photographer@ranarahman

Invited two friends:
@riska-amanda
@maulidar

Sort:  
 2 years ago 

চটপটি তেমন খাওয়া হয় না, তবে আপনার রিভিউ দেখে খেতে ইচ্ছে করছে। নাইস রিভিউ দিয়েছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

it looks delicious, a snack that attracts attention with its taste.

 2 years ago 

Yes it’s delicious.

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

অনেক সুন্দর ভাবে আপনার রেসিপিটি সম্পন্ন করেছেন অবশ্যই আমি বাড়িতে এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করব

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67343.52
ETH 3227.30
USDT 1.00
SBD 2.65