| The Dairy GAME-September -Season-12 || 13 | 09 | 2021 | 2% beneficial to @bd-charity
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি।
আজকে আমি আবার চলে এলাম আপনাদের সাথে আমার আজকের ডাইরি শেয়ার করতে।
আজকের ডাইরি
13-09-2021
Monday
★সকাল★
13-09-2021
Monday
★সকাল★
সকালে বাজার করতে গিয়ে মানুষের বাগানের গাছের ফুলের ছবি।
আজকে ঘুম থেকে উঠি ৪:৫০ টার দিকে। এর পর ফযরের নামাজ আদায় করি। তারপর কিছুক্ষণ বই পড়ি, তারপর আবার একটু ঘুমাই। ঘুম ভাঙতে ভঙতে প্রায় ৮:৪০ টা তারপর ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠার পর ব্রাশ করে তাড়াতাড়ি নাস্তা করেই বাজারের দিকে গেলাম বাজার করতে। বাজার করে জওলদি বাসায় ফিরে আসি। বাসায় কিছু দরকারী কাজের জন্য তাড়াতাড়ি আসতে হয়েছে।
★দুপুর★
ওগি কার্টুন দেখা। ফোনে স্ক্রিনশট নেয়া।
বাসার কাজ করতে করতে প্রায় ১:১৫ বেজে যায়।এরপরে ওয়াশরুমে গিয়ে গোসল করার পরে ওযু করে বের হই। তরপর রুমে এসে জোহরের নামাজ আদায় করি। জোহরের নামাজ আদায় করার কিছুক্ষণ পরেই আপু দুপুরের খাবারের জন্য ডাকেন। বেশি দেরি না করে তাড়াতাড়ি দুপুরের খাবার খাই। তরপর কিছুটা সময় ফোনে আমার একটি পছন্দের কাটুন দেখি। কার্টুন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পরি টের পায়নি।
★বিকেল★
ঘোরাঘুরি করার সময় পথিমধ্যে ঝালমুড়ি খাওয়া।
বিকাল সাড়ে চারটা বেজে যায় ঘুম থেকে উঠতে। এরপরে উঠে হাতমুখ ধুয়ে এসে বসি কিছুটা সময়। একটু পরে আসরের আযান দেয় অজু করে আসরের নামাজ আদায় করি। পরে বন্ধুর সাথে একটু বাহিরে যাই একটি চায়ের দোকানে গিয়ে বসে চা খাই। কিছুক্ষণ গল্প করি এরপর দোকান থেকে বেরিয়ে ঘোরাফেরা করি তারপর একটি ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি কিনে খাই আর হাটি।
★রাত★
সন্ধ্যায় লা-মেরিডিয়ান হোটেলের সামনে ঘুরতে যাওয়া।
সন্ধ্যার দিকে লা-মেরিডিয়ান নামের একটি হোটেলের দিকে ঘুরতে যাই। অনেকটা সময় ঘোরাঘুরি করি এরপর বাসায় চলে আসি। বাসায় আসার কিছুক্ষণ পরেই এশার আযান দেয়। তাড়াতাড়ি ওজু করে এসে এশার নামাজ আদায় করি। এরপর আমার পছন্দের গেম খেলি কিছুক্ষণের জন্য। তারপর রাতের খাবার খেতে চলে যাই। রাতের খাবার খেয়ে সোজা বিছানায় চলে আসি হাতে মোবাইলটা নিয়ে স্টিমেটের কাজ শুরু করি। এই ছিলো আমার আজকে সাধারণ একটি দিন।
Beautiful day
Thank you.
খুব সুন্দর একটি দিন পার করেছে মিরাজ। লা মেরিডিয়ান হোটেল খুব সুন্দর দেখতে। ঢাকা গেলে তোর সাথর ঘুরতে যাবো ইনশাআল্লাহ।
আসলা না তো আসলেই সব হইতো
Khub sundor din par korechen apni.