| The Dairy GAME | Simple Day | 25 | 10 | 2021|| - 2% beneficiaries @bd-charity

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আমি চলে আসলাম "স্টিম-বাংলাদেশ" কমিউনিটিতে আপনাদের মাঝে আামর ডাইরিটি শেয়ার করতে।


আজকের ডাইরি


২৫/১০/২০২১

সোমবার


|সকাল|


IMG_20211026_160947.jpg
সকালে বাসার পাশের বাগানে হাঁটাহাঁটি করার সময় আমরুল নামক একটি গাছের ফুলের ছবি তুলেছিলাম।

Location

আজকে ঘুম থেকে উঠি ৪:৫০ টার দিকে। এর পর ফযরের নামাজ আদায় করি। এরপর কিছুটা সময় বাহিরে গিয়ে হেঁটে আসি। ভোরবেলা হাটতে অনেক ভালো লাগে। তারপর বাসায় এসে কিছুক্ষণ বই পড়ি, তারপর আবার একটু ঘুমাই। ঘুম ভাঙতে ভঙতে প্রায় ৯:০০ টা তারপর ঘুম থেকে উঠি। এরপর ঘরের পাশে খালামনিদের একটা ছোট বাগান আসে সেখানে কিছুক্ষণ হাঁটি । পরে বাসায় এসে ব্রাশ করে তাড়াতাড়ি নাস্তা করেই বাজারের দিকে গেলাম বাজার করতে। বাজার করে তাড়াতাড়ি বাসায় ফিরে আসি। বাসায় কিছু দরকারী কাজের জন্য তাড়াতাড়ি আসতে হয়েছে। বাসায় এসে ঘরের কিছু কাজ ছিলো সেগুলো করি।


|দুপুর|


IMG_20211026_161109.jpg
দুপুরে মসজিদে জোহরের নামাজ আদায় করতে গিয়ে।

Location

পরে কাজ শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নেই। এরপর জোহর আযান দিলে গোসল করতে যাই। গোসল করে ওযু করে নামাজ পড়তে তাড়াতাড়ি চলে যাই মসজিদে। নমাজ পড়ে তাড়াতাড়ি বাসায় আসি বাসায় এসে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসি। এরপর খালামনি দুপুরের খাবারের জন্য ডাকেন পরে গিয়ে দুপুরের খাবার খেয়ে আবার বিছানায় চলে আসি। কিছুক্ষন মোবাইলে পাবজি গেম খেলি। অনেটা সময় খেলি পরে মোবাইল রেখে ঘুমাই।


|বিকাল|


IMG_20211026_140726.jpg
বিকেলে এলাকার একটি বাজারে জুতা কিনতে গিয়ে তোলা।

Location

এরপর বিকেল পাঁচটার দিকে ঘুম ভাঙ্গে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে অজু করে আসরের নামাজ আদায় করি। কিছুটা সময় বসে থেকে বাহিরে নদীর ধারে যাই হাঁটতে। বিকেল বেলা বাজারের দিকে যাই। গিয়ে একটি জুতার দোকানে ঢুকে আমার পরার জন্য একজোড়া জুতা কিনি। এরপর জুতার দোকান থেকে বেরিয়ে অনেকটা সময় হাঁটার পরে সন্ধ্যা হয়ে আসে। এরপর আমিও বাসার দিকে চলে আসি।


|রাত|


IMG20211026144018.jpg
রাতে বিছানায় শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে চিন্তা করা।

Location

বাসায় আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এরপর মাগরিবের আযান দেয়। পরে ওজু করে মাগরিবের নামায আদায় করতে মসজিদে চলে যাই। নামাজ পরে একটু বাজারের দিকে যাই। কিছু সদায় করতে যাই বাজারে ডাল, তেল আর পেঁয়াজ কিনতে। এরপরে সদায় কিনে বাসায় চলে আসি কিছুক্ষণ পরে এশার আযান দেয় ওযু করে মসজিদে চলে যাই নামাজ আদায় করতে। নামাজ আদায় করে বাসায় চলে আসি। বাসায় এসে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বিছানায় চলে আসি। বিছনায় এসে ফ্যানের দিকে তাকিয়ে চিন্তা করি যে কালকের দিনের মুখ কি দেখতে পারবো। এই ছিলো আমার ডাইরি।


ধন্যবাদ সবাইকে এতো কষ্ট করে পড়ার জন্য

Sort:  
 3 years ago 

উপরের ফুলের নাম কি আমরুল।

 3 years ago 

হ্যা ভাই।

I'm curious about the shape of Amrul's flower tree, because the flowers are very beautiful.

 3 years ago 

ভালো একটি ডাইরি লিখেছেন

 3 years ago 

Thanks

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60684.92
ETH 2911.45
USDT 1.00
SBD 2.30