Contest : Travel Review | Week 2

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই আজকে আমি স্টিম-বাংলাদেশ কমিউনিটিতে ট্রাভেলস কন্টেস্টেয়ে আপনাদের সাথে "ঢাকা টু পিরোজপুর" লঞ্চ এ যাত্রাটি শেয়ার করব। আশা করি এটি সবার ভালো লাগবে.


আমার যাত্রা


IMG_20211216_073420.jpg

বাসে করে সদরঘাটের উদ্দেশ্যে রওনা হওয়া।

https://w3w.co/unpacked.resolves.clap


দুপুর দুইটার দিকে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। এরপর উত্তরা ১০ নম্বর সেক্টরে গিয়ে বাসে উঠি। বাসে করে সোজা সদরঘাটের উদ্দেশ্যে রওনা দেই।


IMG_20211216_073456.jpg

IMG_20211216_073558.jpg

সদরঘাট থেকে লঞ্চের টিকিট কেটে লঞ্চে উঠা।

https://w3w.co/collapsed.originate.magic


উত্তরা থেকে বাসে করে সদরঘাট আসতে প্রায় সন্ধ্যা ছয়টা বেজে যায়। সদরঘাট এসে লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চের টিকিট কেটে লঞ্চে উঠি এবং আমার কেবিনের দিকে যাই। কেবিনে ঢুকে আমার কাপড়ে ব্যাগ রেখে কিছুটা সময় বিশ্রাম করি।


IMG_20211216_073518.jpg

IMG_20211216_073533.jpg

রাতের বেলায় লঞ্চের ভিতরে ঘুরা ঘুরি করা।

https://w3w.co/instilled.takeovers.towel


এবার কিছুক্ষণ বিশ্রাম করার পর আমি কেবিন থেকে বের হই। কেবিন থেকে বের হয়ে কেবিনের সামনে দারিয়ে নদীর দিকে অনেক্ষন তাকিয়ে দেখি। লঞ্চটি তখন ছেড়ে দিয়েছে এবার কিছুক্ষণ লঞ্চের ভিতরে ঘোরাফেরা করি।


IMG_20211216_073611.jpg

রাতের বেলায় লঞ্চের সামনের দিকে দারিয়ে থাকা

https://w3w.co/agency.quieter.wealth


পরে লঞ্চের সামনের দিকটাতেও ঘুরি অনেক ভালো লাগে। সামনের দিকে দারিয়ে রাতের বেলায় নদীর শীতল হাওয়া গায়ে লাগলে অনেক ভালো লাগে।


IMG_20211216_073624.jpg

রাতের বেলায় হাল্কা কিছু চিপস ও পানীয় খাওয়া।

https://w3w.co/transpired.forked.voyeurism


সন্ধ্যার দিকে সদরঘাটের একটি হোটেল থেকে কিছু খাবার খেয়ে লঞ্চে উঠি। এরপরে রাতের জন্য তেমন কিছু আর খাই নি তাই রাতের জন্য হালকা নাস্তা হিসেবে পানীয় ড্রিংস আর চিপস কিনে খাই।


IMG_20211216_073642.jpg

রাতে বিভিন্ন ঘাটে যাত্রিদের ওঠা নামা।

https://w3w.co/pleasingly.polished.rift


এরপর যখন লঞ্চটি রাতে বিভিন্ন ঘাটে ঘাটে ভিড় ছিল। তখন অনেক মানুষ নেমে ছোট ছোট ট্রলারে এবং বিভিন্ন ভাবে তাদের গন্তব্যে চলে যাচ্ছিল।


IMG_20211216_073814.jpg

সকালের হালকা নাস্তায় সিদ্ধ ডিম আর কেঁক খাওয়া।

https://w3w.co/intents.savviest.formulae


রাতে অনেকক্ষণ ধরে লঞ্চের ভিতরে ঘোরাফেরা করার পর কেবিনে চলে আসি। কেবিনে এসে শুয়ে পড়ি কখন যে ঘুমিয়ে পরি টের পায়নি। সকাল সাতটার দিকে ঘুম ভাঙ্গে আমি এরপর ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই। এরপর ব্রাশ করে হাত মুখ ধুয়ে কেবিনে চলে আসি। সকালের নাস্তার জন্য ডিম সিদ্ধ আর কিছু কেঁক খাই।


IMG_20211216_073754.jpg

লঞ্চ ঘাটে থামার পরে লঞ্চ থেকে নামা।

https://w3w.co/ports.dawning.broadens


এরপর লঞ্চটি পিরোজপুরের হুলারহাট ঘাটে এসে দারায়। আর আমিও লঞ্চ থেকে ঘাটে নামি।


IMG_20211216_073744.jpg

IMG_20211216_073913.jpg

ছোট রাস্তা ধরে হেঁটে বড় রাস্তায় গিয়ে অটোরিকশায় করে বাসায় যাওয়া।

https://w3w.co/scavenge.over.southward


এরপর লঞ্চকে বিদায় জানিয়ে লঞ্চ ঘাট থেকে বেরিয়ে ছোট রাস্তা ধরে হাঁটতে শুরু করি। কিছুটা সময় হেঁটে বড় রাস্তায় গিয়ে একটি অটো রিক্সায় উঠে বাড়ির দিক রওনা দেই।


এই ছিল আমার " ঢাকা টু পিরোজপুর " টুর। আশা করি এটি সবার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে।

Sort:  

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


I invite you to join #club-5050 if you haven’t joined yet



Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 65989.03
ETH 2622.29
USDT 1.00
SBD 2.65