Betterlife || The Diary Game || 05/01/2022 || 30% for@ hive-138339

in Steem Bangladesh3 years ago

"আসসালামু আলাইকুম"

আশা করি তোমরা সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনই মত স্টিম বাংলাদেশ ডাইরি গেম কনটেস্টে এ আজও আমি আমার ডায়েরি নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে এসেছি বন্ধুরা

IMG_20220106_173417.JPG

সকালে নাসতা করার সময়

"সকালবেলা"

সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রতিদিনের মতো ব্যায়াম করতে যাই। কুয়াশার কারণে আমি ডেরি করে উঠে যাই তারপর ব্যায়াম করা পর বাড়িতে এসে ব্রাশ নিয়ে একটু বাইরে যাই গিয়ে হাঁটাহাঁটি করে। ব্রাশ করে বাড়িতে চলে আসি আসার পর ফ্রেস হয়ে মাকে বলি সকালের নাস্তা দিতে নাস্তা করার পর আমি একটু বাইরে যাই গিয়ে দেখি কি সুন্দর ঠাণ্ডা বাতাস লাগছে গায় তা আমি আবার বাড়িতে এসে আমাকে একটু রান্নার কাজে সাহায্য করি তারপর আমি আমাদের পাতি হাঁসের বাচ্চা গুলোকে নাপা সিরাপ খাওয়াই তারপরে আমি একটু বাইরে যাই গিয়ে গ্রামের ছেলেদের সঙ্গে গেম খেলি তারপর আমি একটু পর বাড়িতে চলে আসি ।এসে কলেজ যাওয়ার জন্য রেডি হই তখন আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলে কলেজ বন্ধ তাই কলেজ যায় হলো না।

IMG_20220106_173851.JPG

হাসের বাচ্চা গায়ে রোদ লাগাই

"দুপুরবেলা"

দুপুরবেলা আমি বাইরে থেকে আড্ডা দিয়ে আসি। এসে ঠান্ডা লাগে প্রচুর তারপর আমি গোসল না করে একটু রোদে বসে থাকি থাকার পরে গাটা গরম হয়ে যায় তারপর গোসল করতে যাই। গোসল করে আমি সরিষার তেল গায়ে দিয়ে দুপুরের খাওয়া-দাওয়া করি খাওয়া দাওয়া করার পর গরু গুলোকে পানি খাওয়াই তারপর আমি বাড়িতে বসে থাকি হঠাৎ করে আমার কানে বক্সের সাউন্ড আসে। আমার সম্পর্কের মামার বিয়ে বক্স তারপর আমি সেখানে গিয়ে একটু দেখতেছি বিয়ের স্টেজ সাজানো তারপর আমি কিছুক্ষণ বসে দেখি বাড়িতে আসি।

IMG_20220106_174214.JPG

বিকেলে আলু বাড়ি দেখতে গিয়ে

"বিকেলবেলা"

বিকেলবেলা আমি একটু বাড়িতে বসে থাকি বসে থাকতে ভালো না লাগে তারপর আমি মোবাইল হাতে নিয়ে বাইরে বেরিয়ে যাই। তার পর আমি পাতার যাই গিরে আমি আমাদের আলু বাড়ি দেখতে যাই তার পর সেখানে গিয়ে আমি আমার বকরিকে আলু বাড়ির মাল্লিতে চড়াই।তার পর আমি বাড়ি চলে আসি।

IMG_20220106_174115.JPG

রাতে বাজার করার সময়

সন্ধ্যার সন্ধ্যার পর আমি একটু মামার বাড়ি যাই গিয়ে চানাচুর নিয়ে আসি দোকান থেকে চানাচুর আনার পর মাকে বলি পেঁয়াজ মরিচ চানাচুর মুড়ি সব গুলো একত্রে মাখতে তারপর সেগুলো খেয়ে আমি একটু বিশ্রাম নিয়ে জমির হাট যাই গিয়ে কাচা বাজার করে নিয়ে আসি।তার পর বই পড়তে বসি বই পড়া শেষ করে আমি মাকে বলি খাবার দিতে। খাবার খেয়ে একটু পরে টিকটক দেখি টিকটক দেখার পর ঘুমিয়ে পড়ি।

"ধন্যবাদ সবাইকে"

Sort:  
 3 years ago 

সুন্দর ছিল আপনার দিনটি। ছবিগুলো দেখতে ভালোই লাগছে।।

 3 years ago 

@chaitanno000 আপনি পরবর্তীতে ডায়েরি পড়ে ২-৩ লাইন কমেন্ট করার চেষ্টা করুন। রুলস মেনে চলুন, নাহলে মিউট করা হবে, last warning।


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @abuahmad

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

হাসের বাচ্ছাদের ছবি চমৎকার ছিল ।দিনটি সুন্দর ছিলো ।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ভাই আপনার হাসের বাচ্ছা গুলোর কি হয়েছে যে নাপা সিরাপ খাইয়েছেন?সুন্দর ডাইরি লিখেছেন?

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.33
JST 0.053
BTC 101363.57
ETH 3857.57
USDT 1.00
SBD 4.08