Betterlife || The Diary Game || 02,01, 2022 || 30% for@ hive-138339
আসসালামু আলাইকুম
তোমরা সবাই কেমন আছেন বন্ধুরা। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজও আমি আমার ডাইরি নিয়ে স্টিম বাংলাদেশে প্রতিদিনের কনটেস্ট উপস্তিত হয়েছি।
আমার গাছের জবা ফুল
সকাল
সকাল বেলা ঘুম থেকে উঠি আমার মায়ের ডাকে বেশি ঘুম পাড়লে মা আমাকে বকা দেয়। তাই আমি ঘুম থেকে উঠি প্রতিদিনের মতো আমি ব্যায়াম করি। আমি দেখি যে ব্যায়াম করলে আমার শরীলটা অনেক ফিট থাকে। তার পর বাড়ি এসে আমি আমার রুমে গিয়ে আমার ব্রাশ হাতে নিয়ে আমি বাইরে যাই। গিয়ে দাড়িয়ে ব্রাশ করি তা আমার এক সম্পকে মামার বিয়ের কথা বলতেছে।সেগুলো শুননে আমি একটু পড়ে বাড়ি চলে আসি। তার পর ফ্রেশ হয়ে আমি মাকে বলি সকালের নাস্তা দিতে তার পর মা আমার জন্য নাস্তা নিয়ে আসে। আমি নাস্তা করে একটু বিশ্রাম নিয়ে আমার রুমে গিয়ে বই পড়তে বসি।বই পড়া শেষ করে আমি বাইরে যাই গিয়ে আমি একটু আড্ডা দেই। তারপর আমি বাড়ি এসে গোসল করে খাওয়া দাওয়া করে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে কলেজ যাই একটি ভ্যান নিয়ে।
আলু বাড়ি দেখতে গিয়ে ছবি তুলি
দুপুর
দুপুর বেলা আমি কলেজ থেকে বাড়িতে এসে দেখি আমার জন্য ছোট খাটো অনেক কাজ পড়ে আছে। তা কাজগুলো করে আমার শরীরটা ঘেমে যায় তা আমি একটু পরে গোসল করতে যাই। টঙ্গের পাড়ে যাই গিয়ে দেখি টঙ্গের পাড়ে কেউ নাই তারপর আমি টংগের পার থেকে বেরিয়ে আসি।তার পর আমি মাকে বলি দুপুরে খাবার দিতে। মা বলে যে আমি দিতে পরবনা তাই মা বলে নিজে নিয়ে খেতে বলে। তা আমি কি আর করব নিজের খাবার নিজে নিয়ে খাই।আমি আমার রুমে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আমি সুয়ে পড়ি। খাওয়া দাওয়ার পর কেন জানি চোখে ঘুম চলে আসে। তা আমি ঘুমিয়ে যাই।
বিকেলে বাড়িতে চা খাওয়ার সময়
বিকেল
বিকেলে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যাই গিয়ে দেখি আমাদের গ্রামের একটা বাড়িতে ঝগড়া লাগিয়েছে তারপর আমি সেখান থেকেই একটু পরে বাড়ি আসি আসার পর আমি মাকে বলি একটু চা করতে। তার পর চা খেয়ে আমি মোবাইল হাতে নিয়ে বাইরে যাই গিয়ে আমাদের আলু বাড়িগুলো দেখি যে কোন রোগ আছে নাকি। আলু বাড়ি দেখার পর আমি বাড়িতে আসি আসার পর আমাকে যে আমাদের পাতিহাঁসের বাচ্চা ফুটিয়ে বেরাই তা আমাকে তাদের জন্য নাপা সিরাপ আনতে বলে
ঔষুধ নেওয়ার সময় দোকানের ছবি তুলি
সন্ধ্যার সময় আমি জমির হাট যাই। গিয়ে হাঁসের বাচ্চার জন্য নাপা সিরাপ নিয়ে আসি।আসার পর আমি বই পড়তে বসি বই পড়ে শেষ করে মাকে বলি। রাতের খাবার দিতে খাবার খেয়ে আমার রুমে গিয়ে একটু বিশ্রাম নিই। নেওয়ার পর আমি মোবাইল হাতে নিয়ে আমি একটু গেম খেলে ফোন চার্জে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি
JOIN WITH US ON DISCORD SERVER:
Exercise has many health benefits. Exercise a lot in the morning this winter. Beautiful diary written
Thank
জবা ফুলের ছবিটা দারুণ হয়েছে। অনেক সুন্দর দিন উপভোগ করেছেন ভাই। নাইস ডাইরি।
ধন্যবাদ ভাই
ভাই আপনি কি হাসের বাচ্ছা পালন করেন এ সময় হাসের বাচ্ছার রোগ হয়ে থাকে প্রায়
আশা করি আলুর ফলন অনেক ভাল হবে।