Steem Bangladesh Contest : Photography
আসসালামু আলাইকুম।
আশা করি স্টিম বাংলাদেশ পরিবারে সবাই ভালো আছেন। আমিও আলহামদুল্লিহা ভালো আছি।আজকে আমি আপনাদের কাছে আমার ফোন থেকে কিছু ফটোগ্রাফি উপস্থাপন করবো।
Location - MW74+9M4 Parbatipur
পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে বাসার দিক যাচ্ছিলাম ভ্যান এ করে। আকাশ টা মেঘাচ্ছন্ন ছিলো, হালকা বাতাস ছিলো ভালোই লাগছিলো ভ্যান করে যাওয়ার সময়। হঠৎ পথিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলো।ভ্যান থেকে নেমে রাস্তার পাশে একটা দোকান সামনে দাড়াইলাম। অনেক সময় ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামতেছে না। তাই ভাবলাম ফোনটা বের করে বৃষ্টির মাঝে একটু ফটোগ্রাফি করি। বেশ কিছু ক্লিক করার পর দেখলাম একটা কার আসতেছে তাই আর দেরি না করে ফোন ক্যামেরা ক্লিক করলাম।গাড়িটার অবশ্য আমি নাম জানি না। তবে রেস কার গুলার মতো ভালোই লাগতেছিলো।
Location-JWM9+8H6 Haldibari
Tagetes erecta যা আমরা গাঁদাফুল নামে পরিচিত।এই ফুল সাধারণত উজ্জল হলুদ ও গাঢ় খয়েরী হয়ে থাকে।এই ফুল সচরাচর সবার বাড়িতে দেখতে পাওয়া যায়। এ ফুলের গাছ বা চারে রোপন করা খুব সহজ।এই গাঁদা ফুল বিয়ের অনুষ্টান বা যে কোনো প্রোগ্রাম সাজসজ্জায় এর ব্যাপক ব্যবহার ফুলটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।
Location-JWM9+8HM Haldibari
আমাদের অতি পরিচিত একটি ফুল, জবা ফুল।একসময় গ্রামের প্রতিটি বাড়িতে এই জবা ফুলের গাছ দেখতে পাওয়া যেত। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে পূজো করার জন্য এই গাছ থাকতোই।জবা ফুলের বৈজ্ঞানিক নাম Hibiscus rosa sinensis
জবা ফুলের অনেক প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্তজবা, মঞ্চমুখী জবা। যার মধ্যে এই ফুলটা হচ্ছে পঞ্চমুখী জবা। এইফুল আমাকে খুব ভালো লাগে দেখতে।
Location-JWM9+8HP Haldibari
নাম না জানা এক ফুল। কিছু ফটো ক্লিক করতেছিলাম অবসর সময়। হঠৎ দেখতে পেলাম এই ফুলটা। দেখতে খুব সুন্দর লাগতেছে। সাদা সাদা ফুলের পাপড়ি গুলো চারিদিক ডানা মেলে তার সৌন্দর্য ফুটিয়ে তুলে ধরেছে। পাপড়ি গুলো চারিদিক ডানা মেলে তার সৌন্দর্য ফুটিয়ে তুলে ধরেছে। পাপড়ি গুলো চারিদিক ডানা মেলে তার সৌন্দর্য ফুটিয়ে তুলে ধরেছে।
Location-6QVW+C55 Chilahati
চিলাহাটি রেলওয়ে স্টেশন কোলঘেষে গড়েওঠা ভি আই পি রেস্ট হাউজ।রেলওয়ে স্টেশন বিকেল বেলা হাটতেছিলাম মেঘলা আকাশের নিচে। আর এদিক ওদিক করে ফটোক্লিক করতেছিলাম। সে ফটোগুলোর মাঝে আমার কাছে এটা সব থেকে বেশি ভালো লাগে যা দেখতে পাচ্ছেন।
Location-MW45+69M Parbatipur
আমার প্রিয় কলেজ ক্যাম্পাস নর্বনিমিত ভবন। কলেজ বকুল তলায় বসে আড্ডা দিচ্ছিলাম ফ্রেন্ডর সঙ্গে। আড্ডা দেওয়ার সময় খেয়াল করলার ভবন টা অনেক সুন্দর লাগতেছে। তাই আর দেরি না করে ফটো নিলাম।
Picture Edit | lightroom |
---|---|
Model | Redmi Note9s |
আমি এই প্রতিযোগীতায় অংশগ্রহন করার জন্য কে @yeri52 & @hidayat96 আমন্ত্রণ যানাচ্ছি।
পোস্ট সুন্দর হয়েছে কিন্তু আপনি ক্লাব৫০৫০ তে এখনও জয়েন করেন নাই।
অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
ধন্যবাদ।
চমৎকার ফটোগ্রাফি করেছেন সাথে ভালোভাবে বর্ননাও দিয়েছেন।
ধন্যবাদ প্রিয় ভাইজান।