Steem Bangladesh Contest : Mytownin10pics

in Steem Bangladesh2 years ago


স্টিম বাংলাদেশ পরিবারের সকল মুসলিম দের আমার সালাম রইলো আসসালামু আলাইকুম ও অনন্যা ধর্মাবলীদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুল্লিহা ভালো আছি। আজকে আপনাদের কাছে আমি আমার শহর কিছু ফটোগ্রাফি তুলে ধরবো।



IMG_20220525_164137.jpg

Location-MW56+M4C Parbatipur

এই নবনির্মিত ভবন টা হচ্ছে পার্বতীপুর শহর পুরাতন বাজার রেল গেট সংলগ্ন।যা প্রথম অবস্থায় ২ শতক জায়গার উপর ভিত্তি করে গড়ে ওঠা হয়। যা অনেক এর কাছে আর্কষনীয় মনে হয় যে ২ শতক যায়গার উপর এতো সুন্দর বাড়ি নির্মান করেছে।পরবর্তীতে যা আরো কিছু জমি অর্ধিগ্রহন করে বৃদ্ধি সম্পসারন করে।



IMG_20220525_163324.jpg

Location-MV7R+GC6 Rajabasor

এটা হচ্ছে ঈদঁগা মাঠের মিনার।যা ঈদঁগা মাঠে প্রবেশ মুখে পড়ে।ঈদেঁর নামজ পড়তে গেলে সবাই এর সুন্দর্য দেখতে পারে। দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে রাতের মৃদু হালকা আলো অনেক সুন্দর হয়।



IMG_20220525_163513.jpg

Location-MW38+QCG Parbatipur

পার্বতীপুর শহর প্রান কেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার। যা নতুন বাজার ও পার্বতীপুর রেল স্টেশন কোল ঘেষে দাড়িয়ে আছে শত রক্তের রন্জিত শহীদ এর স্মৃতি।



IMG_20220525_163825.jpg

Location-MW39+F8G, Parbatipur

সবজি বাজার জামে মসজিদ নতুন বাজার। যেখানে শত শত মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করে আল্লাহ ইবাদত করে। তার ই মাঝে মসজিদ এর মিনার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি।



IMG_20220525_163550.jpg

Location-MW87+VQC আমেরিক্যান ক্যাম্প

পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। যেখান থেকে আমরা বিভিন্ন গন্তব্য দিক ছুটে চলতে পারি রোড যোগাযোগ এ।যেমন রংপুর, সৈয়দপুর, দিনাজপুর ফুলবাড়ি সব দিকে যাতায়ত করতে পরি এবং বিভিন্ন গন্তব্য লোকজন এখান আসে।



IMG_20220525_163748.jpg

Location-MW88+C5F Parbatipur

পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল একটু অদুরে তৈরি হয়ে আছে পার্বতীপুর পৌর ভবন। যা ১৯৭২ সালে গঠিত হয় কিন্তুু শহর এর মাঝে খানে তাই এখন নতুন আঙ্গিকে নিরিবিলি পরিবেশ নতুন করে ভবন তৈরি করা হয়েছে।



IMG_20220525_164331.jpg

Location-MW57+R2J Parbatipur

পার্বতীপুর মহিলা কলেজ নতুন একাডেমি ভবন। নতুন আঙ্গিকে নতুন ভাবে সাজানো হচ্ছে মহিলা কলেজ যার ই প্রতিছবি তুলে ধরলাম।



24052022_164156.🔐 TimeToFly 💯 by_Ayan.jpg

Location-MW47+PWP Parbatipur

বন্ধুদের সাথে বিকেল বেলা ঘুরতে গিয়ে পুরাতন পানি ট্যাংকি বসানো ছিলো সেই ভবন এর পিক নিলাম।



IMG_20220525_164445.jpg

Location-JWX8+M97 Parbatipur

পার্বতীপুর পৌর স্টোডিয়াম পাশেই অবস্থিত চীনা পাথর দিয়ে নির্মিত দক্ষিনপাড়া জামে মসজিদ।মসজিদ এর সুন্দর্য বলতে গেলে এই পাথর টা তুলে ধরেছে তার সাথে কম্বিনেশন করে ডিজাইন টা।



IMG_20220525_164814.jpg

Location-MW38+798 Parbatipur

অন্যতম ও আলোচ্য বিষয় বস্তুু হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে দিনে শত শত মানুষ যাতায়ত করে। অনেক ব্যাস্ত তম একটি রুট। এই পার্বতীপুর রেলওয়ে জংশন কে বাংলাদেশ সর্ববৃহৎ জংশন হিসাবে ধরা হয়। বামে আপনারা পঞ্চগড় এক্সপেস ট্রেনটি দেখতে পাচ্ছেন। যা দিনাজপুর, ঠাকুরঁগাও জেলার উপর দিয়ে পঞ্চগড় জেলা শেষ সীমানা যাবে।



I am inviting on this contest @enamul17,@husnain775,@somtin01, @arunava, & @foysol12

ধন্যবাদ সবাইকে



Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন।সবগুলো ছবি ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই।এতো সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

khub sundor photography.

 2 years ago 

Thank you

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66839.86
ETH 3105.66
USDT 1.00
SBD 3.75