Steem Bangladesh Contest : Life & Humanity - including the Diary Game, acts of kindness, charity

in Steem Bangladesh2 years ago (edited)

আসসালামু আলাইকুম

@steem-bangladesh কর্তৃক আয়েজিত সকল বন্ধুদের। আশা করি সবাই ভালো আছেন।আলহামদুল্লিহা আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে আমার সারাদিন ডাইরি উপস্থাপন করতে যাচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।


সকাল

সকাল ৬ টায় ঘুম থেকে উঠে ছাগল কে খাবার খাওয়াই। খাবার শেষ করে আরো কিছু আনুসাংগিক কাজ করি। কাজ শেষে ব্রাশও গোসল করলাম।তার পরে সকালের নাস্তা করে একটু রেস্ট নিলাম। তত সময় এ দেখলাম সময় ৯টা বাজে তাই অফিস এর উদ্দেশ্য বেরিয়ে পড়লাম।অফিসে গিয়ে কাজ শুরু করলাম।

IMG_20220612_121223_167.jpg

Location-MW28+M9Q Parbatipur



দুপুর

অফিস এর কাজ শেষে অফিস এ বলে ১ টার দিক বের হয়ে বাসা চলে আসলাম যে বিকেল অফিস আসবো না। বাসায় এসে গোসল করে মা এর কাছে শুনলাম বাসার পাশে একজন মেয়ের বিয়ের দাওয়াত দিয়েছে যেতে লাগবে। তাই চলে গেলাম সেখান এ। গিয়ে খাওয়া শেষ করে অনেক জন সাথে দেখা হলো তাদের সাথে গল্প করলাম।গল্প শেষে বাসায় এসে নিজের রুমে গিয়ে শুয়ে একটা শান্তির ঘুম দিলাম।

IMG_20220610_141614_590.jpg

Location-MR4R+GCR Gobindapur



বিকেল

ঘুমের মাঝে ফোন রিংটন টা বেজে উঠলো ঘুমটা ভেঙ্গে গেলো।দেখি আমার ফ্রেন্ড সোহান ফোন দিছে। মেলায় যাওয়ার জন্য আমার মনে ছিলো না। তারাতারি তার সাথে কথা বলা শেষ করে ফ্রেস হয়ে রেডি হয়ে বের হয়ে পরি।বাজার এসে সবার সাথে কথা হয়। তার মাঝে আমার একটা ফ্রেন্ড নারায়ন তার বাসায় কি যেনো একটা কাজ আছে একটা আসতে লেট হবে বললো। তাই আমরা কিছু নাস্তা করে নিলাম।নাস্তা শেষে সে আসে আর আমরা মেলার যাওয়ার জন্য বের হয়ে পরি।

IMG_20220608_144652_017.jpg

Location-MR7X+3Q5 Gobindapur



সন্ধা

প্রায় সন্ধার দিক আমরা দিনাজপুর বড় মাঠ গিয়ে পৌছাই।সেখানে অটো থেকে নেমে একটু হাটাহাটি করলাম। তার কিছু সময় পরে মাগরিব আজান দিলো।আমরা খোলা আকাশের নিচে বসে একটু আড্ডা দিলাম।আড্ডা শেষ করে অন্ধাকার হয়েছে সে সময় মেলার দিক গিয়ে টিকিট কেটে মেলা প্রবেশ করলাম।মেলায় অনেক সময় ঘোরাঘুরি করলাম।নৌকায় উঠলাম অনেক মজা করলাম ফ্রেন্ডরা মিলে।অনেক সময় ঘোরাঘুরি করার পর দেখি সময় অনেক হতে চলতেছে।তাই আর বেশি সময় না থেকে বাসার উদ্দেশ্য রওনা হই।না হলে আবার বাসা যাওয়ার জন্য অটো পেতে খুব মুসকিল হয়ে যাবে।

IMG_20220612_183638_171.jpg

Location-JJCJ+PJ9 Dinajpur

IMG_20220612_194148_295.jpg

IMG_20220612_194302_980.jpg

IMG_20220612_193456_123.jpg

Location-7MQCJJ9J+JR



রাত

দিনাজপুর বড় মাঠ থেকে মহারাজার মোড় দিক আমরা অটো নিয়ে আসলাম।এসে নেমে দেখি কোনো অটো নেই পার্বতীপুর আসার জন্য বেশ কিছু সময় থাকার পরে একটা পার্বতীপুর অটো আমরা পাই। অবশেষে আমরা অটোতে করে বাসায় আসি। ফ্রেস হয়ে রাতের খাওয়া করি খাওয়া শেষে শরীরটা খুব ক্লান্ত লাগতেছিলো।কেনো না সারা দিন অনেক ঘোরাঘুরি। তাই আর দেরি না করে বিছানা দেখি আগে থেকে ঠিক করে রাখছে। তাই তারা তারি ঘুমিয়ে পড়ি।

IMG_20220612_205627_204.jpg

Location-MR6R+4VJ Gobindapur



এই ছিলো আমার আজকের সারা দিনের ডাইরি

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি @hensmart @cryptokannon @debby-grace
এবং @linda06 আশা করি,আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

সবাইকে ধন্যবাদ✨

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

Wow, such a colorful diary game. You really had a great day. I so much envy your meal, and your fountain. Thanks for sharing your diary game with us here. I'm @bossj23

 2 years ago 

Thank You

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67334.81
ETH 3235.43
USDT 1.00
SBD 2.64