Steem Bangladesh Contest : Life & Humanity - including the Diary Game

in Steem Bangladesh2 years ago


তারিখঃ০১/০৭/২২

রোজঃশুক্রবার



সকাল বেলাঃ

রোজ শুক্রবারের মতো আজকের দিনটি হওয়ার কথা থাকলেও অফিসের কাজের জন্য সেটা আর হলো না।সকালে ৭টার পরপরই ঘুম থেকে উঠি। এরপর ব্রাশটা হাতে নিয়ে ব্রাশ করতে করতে বাড়ির আশেপাশে একটু হাঁটাহাঁটি করি। এরপর ফ্রেশ হয়ে সোজা নাস্তার টেবিলে চলে যাই। নাস্তা শেষ করে রুমে চলে আসি। একটু রেস্ট নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হই।শুক্রবার হওয়ার জন্য খাতা পএ নিয়ে বাসায় যাওয়ার জন্য বের হয়ে পরি।রাস্তায় আবার বৃষ্টি আসে। বৃষ্টির জন্য অনেক সময় দোকান এর বারান্দায় দাড়াই থাকি।বৃষ্টি শেষে বাসা যেতে যেতে জামাত এর সাথে নাম শেষ হয়ে যায়।

IMG_20220621_180059_568.jpg
Location-MR6X+9MP Gobindapur



দুপুরঃ

দুপুর গোসল করে খাওয়া করলাম।খাওয়া শেষ হতে না হতেই আবার বৃষ্টি।ফোন টা চার্জে লাগাই দিবো সে সময় কারেন্ট টা লোড সিডিং শুরু করে দিলো। তাই ফোন টা রেখে ঘুম গেলাম। ঘুমের ঘোরে বন্ধু শামিম ফোন দিলো ঘুরতে যাবে নাকি। তাই ঘুম থেকে উঠে আমি আবার বন্ধু সোহানরে ফোন দিলাম রেডি হওয়ার জন্য।

IMG_20220701_215156_548.jpg
Location-MR6V+6J3 Gobindapur



বিকেলঃ

ফ্রেশ হয়ে বাজার এসে দেখলাম সোহান আমার জন্য অপেক্ষা করে আছে। পরে আমরা বের হলাম শামিম এর কাছে যাওয়ার জন্য।ওর কাছে গিয়ে আমরা বের হয়ে চিরিরবন্দর রেল ব্রিজ এ গেলাম ঘুরতে। গিয়ে অনেক ছবি তুললাম আড্ডা দিলাম অনেক মজা করলাম। আড্ডা দিতে দিতে সন্ধা ঘনিয়ে আসলো। তাই আমরা সে জায়গা থেকে চলে আসলাম। এসে বাজার এ নাস্তা করলাম চা খেলাম।খাওয়া শেষ করে সবাই বাসা চলে আসলাম।

IMG_20220701_181028_432.jpg
Location-MR73+983 Abdulpur Hajipara

IMG_20220701_183330_049.jpg
Location-JQV8+6G2 Chirirbandar

IMG_20220701_193454_661.jpg
Location-MR73+983 Abdulpur Hajipara

IMG_20220701_194552_586.jpg
Location-MR74+MW2 Abdulpur Hajipara



রাতঃ

বাসায় এসে গাড়ি টা রেখে কাপড় চেন্জ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতেছিলাম আর গান শুনতেছিলাম।একটু পরে মা ডাকলো খাওয়ার জন্য। তাই রাতের খাওয়া করতে গেলাম। খাওয়া শেষ করে বসে কিছু সময় অনেক বিষয় নিয়ে কথা বলার পরে রুমে চলে আসি। বিছানা আগে রেডি করে রাখার জন্য এসে সাথে সাথে শুয়ে পড়ি। আর গান শোনা শুরু করি।অনেক সময় শোনার পর ঘুম পায় খুব তাই ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি।

Screenshot_20220701-231006_1.jpg
Location-MWF3+848 আমেরিক্যান ক্যাম্প



এই ছিলো আমার আজকে সারা দিনের ভিন্ন রকম একটি দিন। পরিশেষে সুন্দর একটি দিন ছিলো।

I am inviting @arshani, @manuelhooks, @sikan-eyen & @marifersalas11 to participate in this contest.

আশা করি আপনাদের ভালো লাগবে আমারএই দিনটি। আজকে এ পর্যন্ত আবার ও কথা হবে অন্যকোন পোষ্টে ততক্ষণ পর্যন্ত।

ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

সুন্দর একটি দিন পার করেছেন। কাঠগোলাপ ফুল কোথায় পেয়েছিলেন, এই ফুল খুব সুন্দর। চা কেমন ছিল?সুন্দর ডায়েরি লিখেছেন।

 2 years ago 

বাসা থেকে বের হওয়ার পরে বাজারের কাছে একটি কাঠগোলাপ গাছ আছে।সেখান থেকে সুন্দর দেখে একটি ফুল কুড়িয়ে নেই।আর চা স্বাদ অনেক সুস্বাদু ছিলো,যদিও গল্প করার জন্য হিট কমে গিয়েছিলো।না হলে স্বাদ টা আরো বেশি পেতাম।
ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। আমিও বাইক চালাতে অনেক পছন্দ করি। তবে বাইক চালানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্মন করা দরকার।
অনেক সুন্দর একটা দিন পাড় করেছেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য😍

 2 years ago 

যে ভাবে চায়ের দিকে তাকায় আছে আমি তো প্রথমে ভিত মনে করে চমকায় গেছিলাম 🙂

 2 years ago 

বন্ধু বান্ধব যখন এক সাথে 🤤🤤🤤

@raju7258, i enjoyed reading your diary,keep it up and i wish you the best.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62907.73
ETH 2531.30
USDT 1.00
SBD 2.62