Sky photography Week - 1
১ম
ছবিটা ফুলবাড়ি সরকারি কলেজ মাঠ থেকে তোলা।কোনো এক বিকেলে সেখানে যাওয়া আর সে সময় এ ছবিটা তোলা। সবুজ গাছের উপর মেঘের লুকোচুরির খেলা।খুবই সুন্দর একটি বিকেল ছিলো সেই দিনটা।
২য়
বাসা থেকে নতুন বাজারের দিক যাচ্ছিলাম। সে সময় আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ ভরা মেঘের খেলা।তাই আর দেরি না করে ক্যামেরা বন্দি করে ফেলি। খুব সুন্দরই লাগতেছিলো সে সময় মেঘলা আকাশ।
৩য়
নবাবগঞ্জ বনাম ঠাকুরগাঁও খেলা চলতেছিলো খেলার মাঝে বিরতির সময় এ দিক ও দিক তাকাকেই চোখে পড়ার মতো মেঘ দেখতে পাই। খুব সুন্দরই লাগে এ রকম দৃশ্য।
৪র্থ
Location-HWCR+FVR Telipara
খেলা শেষে বাসা ফেরার পথে মেঘাছন্ন আকাশ। যদিও বাসা আসার আগে বৃষ্টি শুরু হয়ে যায় আর প্যান্ট টি-র্শাট হালকা কিছু ভিজে যায়। কিন্তুু এক অন্য রকমের অনুভূতি ছিলো।
৫ম
Location-HWMQ+Q8W West Telipara
শেষ ছবিটি ভবানীপুর ডিগ্রী কলেজ গেটের সামনে থেকে নেয়া।কোনো এক কারনে সে দিক যাওয়া আর সে সময় ছবিটা তোলা হয়।
এই ছিলো আমার Sky ফটোগ্রাফি। আশা করি সবারই ভালো লাগবে।
Invited 2 friends
@alamin000
@jacorv
Khub sundor laglo apnar photography gulo😍
ধন্যবাদ পাশে থাকার জন্য।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
প্রত্যেকটি ছবিই অসাধারণ লাগতেছে দেখতে। আর ভালো লিখেছেন ছবি সম্পর্কে।
বাহ চমৎকার ফটোগ্রাফি
Buenas fotos <3