Landscape Photpgraphy
ছবিতে রাস্তাটা একটি গ্রামের রাস্তা। গ্রামের রাস্তা কত সুন্দর হয় এটাই তার বাস্তব উদাহরন।চারিদিক ফসলের জমি মাঝখান দিয়ে আকা বাকা রাস্তা বয়ে চলা।ছবি তে এ রাস্তা হলদিবাড়ি হইতে বছিরবানিয়া রোড।
মনমুগ্ধকর একটি খেলার মাঠ। ছবিতে এ দৃশ্যটা ক্যামেরা বন্দি করেছি রাজাবাসর স্কুল এন্ড কলেজ মাঠ থেকে। সাথে স্কুল এন্ড কলেজের ভবন।ভবনের চারিদিক সবুজ গাছপালা সমাহার।দেখতে খুবই সুন্দর লাগে।
পার্বতীপুর লোকে সেডের লাইটের টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা।বিকেলের মনোরম পরিবেশের সাথে আকাশ এ মেঘের খেলা। বিকেলের এ রকম মনোরম পরিবেশে নিজেকে অনুভবের অন্য রকম এক মাএা নিয়ে যায়।
Location-MW87+MCH আমেরিক্যান ক্যাম্প
পুকুরের উপর একটি গাছ। গাছের পাতা নেই বললে চলে।কিন্তুু গাছের পাতা না থাকা সত্যেও অনেক সুন্দর লাগে এ রকম গাছ।শান্ত একটি পরিবেশ বাড়ির পাশে এ রকম পুকুর থাকলে অবশ্য খুব ভালোই লাগে।
ছবিতে পার্বতীপুর টু দিনাজপুর মেইন রোড সড়ক।বাসার পাশে ৫১ছোট যমুনা নদী। বিকেলে গোধুলী লঘ্নে হাটতে ব্রিজ পাশে গিয়ে নদীর জল স্রোত দেখতেছিলাম। হঠাৎ চোখে পড়ে ছবিতে দেখতে পাওয়া গোধুলী লঘ্ন। তাই আর দেরি না করে ক্যামেরা বন্দি করে ফেলি।
My Invitation
বরাবরের মতোই চমৎকার ফটোগ্রাফি এবং লেখনি😊
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Woa hoo great and nice post hope you will continue to share this great and wonderful post and thank for sharing
Thank you bro
গ্রামের রাস্তা গুলো সত্যিই অসাধারণ হয়। রাস্তার দুই ধারে ফসলি জমি। সেই লাগে দেখতে।
ধন্যবাদ