Steem Bangladesh Contest : Life & Humanity - including the Diary Game, acts of kindness, charity

in Steem Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম স্টিম বাংলাদেশ সকল বন্ধুদের।আশা করি সবাই ভালো আছেন।আজকে আমি Steem Bangladesh Contest : Life & Humanity - including the Diary Game অংশগ্রহন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

---।। সকাল।।---

received_2369090703230024.jpeg
Location-MR5X+8MC Gobindapur

লাশের ছবি

আমি সকাল ৯ টার সময় ঘুম থেকে উঠি। একটু অসুস্থ থাকার কারনে ঘুম থেকে লেট এ উঠি।ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করি।নাস্তা শেষ করে ভালো লাগতেছিলো না।তাই আবার শুয়ে একটু রেস্ট নিতেছিলাম।রেস্ট নেওয়ার সময় fb তে যাই। fb তে যাওয়ার সাথে সাথে সামনে একটা নিউজ ফিড আসে।নিউজ ফিড টা এমন যে আবার ও আগের যায়গায় ট্রেন থেকে একটি বালক পড়ে গিয়ে মারা গেছে।সেটা দেখার পর আর দেরি না করে রেডি হয়ে সেখানে যাওয়ার জন্য বের হই এবং গিয়ে কিছু সময় থাকার পরে চলে আসি সেখান থেকে।



---।। দুপুর।।---

IMG_20220623_150917_669.jpg
Location-MR6V+7PP Gobindapur

মুরগির মাংস

দুপুর এসে গোসল শেষ করে রুমে যাই,মা ডাক দিয়ে বলে মুরগির মাংস রান্না করছি তারাতারি খেতে আয়। ডাক দেওয়ার সাথে সাথে খেতে যাই, এক সঙ্গে সবাই খাওয়া করলাম।খাওয়া শেষ করে রুমে এসে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম।শুয়ে শুয়ে কিছু সময় ফোন চালানোর পরে ঘুম পায় খুব। তাই ফোনটা চার্জে লাগাই দিয়ে একটা শান্তির ঘুম দেই।



---।।বিকেল।।---

IMG_20220622_183152_577.jpg

বিস্কুট

IMG_20220622_183210_861.jpg
Location-MR6V+7PP Gobindapur

দুধ

বিকেল ঘুম থেকে উঠে ফ্রেশ হই ফ্রেশ হয়ে বাড়ির বাহিরে একটু এদিক ওদিক হাটা হাটি করে বাসায় আসলাম।বাসায় এসে নাস্তা করলাম বিস্কুট আর দুধ।অসুস্থ থাকার কারনে দুধ নাকি শরীলের খুব উপকারি তাই মা গরম করে নিয়ে এসে রাখছে।নাস্তা শেষে বাইকটা নিয়ে বের হলাম ঘোরাঘুরির জন্য। বাসায় আর শুয়ে শুয়ে না থেকে। বাহিরে গেলে একটু ভালো লাগবে এজন্য বের হয়ে পড়লাম।



---।। সন্ধা।।---

Picsart_22-06-11_22-21-32-149.jpg
Location-7MQCMW3J+6G

৩রাস্তার মোড়

সন্ধার একটু আগে আগে ঘুরতে ঘুরতে একটি ফাকা ৩ রাস্তার মোড় কাছে দাড়ালাম।চারিদিক পরিবেশ টা খুব ঠান্ডা আর নিরিবিলি খুব সুন্দর লাগতেছিলো।



---।।রাত।।---

Screenshot_20220623-163409.jpg
Location-MR6V+7PP Gobindapur

রাতে গান শোনার সময়

আজকে একটু তারাতারি বাসায় চলে আসছি। বাসায় এসে বাইকটা রেখে ফ্রেশ হই।ফ্রেশ হয়ে রুমে এসে কিছু টুকিটাকি কাজ করি।তার পরে ফোন গেম খেলি। কিছু সময় গেম খেলার পরে কারেন্ট টা শশুর বাড়ি চলে গেলো।তাই বাহিরে একটু হাটা হাটি করার পরে কারেন্ট টা শশুর বাড়ি থেকে আসলো।তখন বাসায় এসে রাতের খাওয়া করি। খাওয়া করে রুমে এসে ফোনে গান শুনতে শুরু করি।অনেক সময় গান শোনার পরে ঘুম পায় খুব। তাই ফোন টা চার্জ লাগাই দিয়ে ঘুমাই পড়ি।



এই ছিলো আজকের আমার সারা দিনের ডাইরি।আশা করি আপনাদের দিনটিও সুন্দর ভাবে কেটেছে।



Invited My 4 friends

@kyrie1234
@tangwe-rene
@maqbool12
@sardartayyab

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

ভালো একটি দিন কাটিয়েছেন।

ইদানিং রেলের ঐ জায়গায় অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছে, গত ৫ মাসে ৩ জন মারা গেছে শুধু ঐ জায়গায়😪

 2 years ago 

হ্যা ভাই ঠিক বলেছেন। কিছু দিন আগেও একটা ভার্সিটিতে পড়াশোনা করা একটা ছেলে ও মারা গেছে ট্রেন থেকে পরে গিয়ে। আবার একই যায়গায় এ ঘটনা।

 2 years ago 

First capture is really very pathetic.Nicely u have written your whole day activities.

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66001.12
ETH 3485.03
USDT 1.00
SBD 3.15